West Bengal News Live Updates: বিধানসভায় নজিরবিহীন সংঘাত, মুখ্যমন্ত্রীর ভাষণ ঘিরে ধুন্ধুমার, তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।
LIVE

Background
বাংলা ও বাঙালি হেনস্থা ইস্যুতে আলোচনার শেষদিনে বিধানসভায় নজিরবিহীন সংঘাত। তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি, সাসপেন্ড বিজেপির ৫ বিধায়ক।
মুখ্যমন্ত্রীর ভাষণ ঘিরে ধুন্ধুমার। বিজেপি বিধায়করা কাগজ ছুড়লেন মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে। বিধানসভায় উঠল চোর চোর স্লোগান।
বিধানসভায় চোর স্লোগান, পাল্টা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ মুখ্যমন্ত্রীর।
বাংলা-বাঙালি হেনস্থা ইস্যুতে রণক্ষেত্র বিধানসভা। তৃণমূল ও বিজেপি বিধায়কদের হাতাহাতিতে অসুস্থ শঙ্কর ঘোষ। শাসক বিধায়কদের ধমক দিয়ে আসনে ফেরালেন মুখ্যমন্ত্রী।
উত্তপ্ত বিধানসভা, শুভেন্দু অধিকারীর পর এবার সাসপেন্ড শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল। দু'দল বিধায়কদের মধ্যে ধস্তাধস্তি।
বিধানসভায় তুমুল উত্তেজনা। মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে কাগজ ছুড়লেন বিজেপি বিধায়করা। অনৈতিক আচরণ, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা থেকে সাসপেন্ডেড শঙ্কর ঘোষকে বার করতে হাজির মার্শালরা। ধাক্কাধাক্কি বিজেপি বিধায়কদের সঙ্গে। পড়ে গেলেন শঙ্কর ঘোষ। ছবি পোস্ট শুভেন্দু অধিকারীর।
২১ হাজার শূন্যপদ আছে, কোর্টে গিয়ে নিয়োগে বাধা দেওয়া হচ্ছে। শিক্ষক হতে না পারলেও, অন্তত গ্রুপ সি কাজ যাতে হয়, আইনি পথে দেখব, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর।
শিক্ষকতার কাজ করেও বেচারারা আজ অযোগ্য। শিক্ষক দিবসের অনুষ্ঠানে দাগিদের নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর। মেধার প্রতারণা, অভিযোগ বিরোধীদের। মানবিক মুখ, পাল্টা তৃণমূল।
দাগি প্রার্থীদের হয়ে হাইকোর্টে দাঁড়িয়েছেন? তাঁরা কত সৌভাগ্যবান! শকিং! SSC মামলায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের উদ্দেশে কড়া মন্তব্য সুপ্রিম কোর্টের।
সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও খারিজ 'দাগি'দের আবেদন। পরীক্ষায় বসতে পারবেন না তালিকায় নাম থাকা দাগিরা। অ্যাডমিট কার্ড কী করে দাগিদের হাতে? প্রশ্নের মুখে SSC
পুজোর আগে মধ্যবিত্তের স্বস্তি। GST-তে বড় ছাড়। দাম কমছে ১৭৫টি নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর। স্বাস্থ্য, জীবন বিমাতে GST মকুব। ২২ সেপ্টেম্বর থেকে চালু।
GST এবার ৫, ১৮ ও ৪০ শতাংশ। উঠে গেল ১২ ও ২৮ শতাংশের স্ল্যাব। কৃষক থেকে মধ্যবিত্ত, মহিলা, যুব...সবাই উপকৃত হবেন। লাভ হবেক্ষুদ্র ব্যবসায়ীদের। পোস্ট প্রধানমন্ত্রীর।
GST-তে বড় ছাড়ের ঘোষণার পরেই তেজি শেয়ার বাজার। বাজার খুলতেই চড়ল সেনসেক্স। বাড়ছে নিফটিও। ডলারের তুলনায় বাড়ল টাকার দাম।
পাঁউরুটির উপরে GST শূন্য, দাম কমবে পিৎজা ব্রেডেরও। দাম কমছে জৈব কীটনাশক, সিমেন্টের। সস্তা হবে AC, ছোট গাড়ি, ইলেকট্রিক ভেহিকল, সাড়ে তিনশো CC-র কম বাইক।
এবিপি আনন্দের খবরের জের। বিধায়কের কনভয়ে রেজিস্ট্রেশন ফেল গাড়ি। জয়েন্ট সিপি ওয়্যারলেসকে তদন্তের নির্দেশ। নজরে পাইলট কার চালক। রিপোর্টের নির্দেশ DC ইস্টকে।
বিধায়কের কনভয়ে রেজিস্ট্রেশন বাতিল হওয়া গাড়ি। কলকাতায় এমন অনেক গাড়ির হদিশ। এবিপি আনন্দে খবর সম্প্রচার। ২০০টি ইলেকট্রিক গাড়ি কেনার সিদ্ধান্ত লালবাজারের।
মুর্শিদাবাদে শিক্ষকের রহস্যমৃত্যু। তৃণমূল নেতাদের বিরুদ্ধে চোর অপবাদ দিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ পরিবারের। গ্রেফতার বিধায়ক ঘনিষ্ঠ নেতা।
WB News Live: SSC-র দাগি শিক্ষকদের তালিকায় শাসকের ছড়াছড়ি
SSC-র দাগি শিক্ষকদের তালিকায় শাসকের ছড়াছড়ি। দাগি তালিকায় তৃণমূল বিধায়কের মেয়ে, বউমা থেকে কাউন্সিলর।
West Bengal News Live: এবার ২০০টি ইলেকট্রিক গাড়ি কিনতে চলেছে কলকাতা পুলিশ, প্রাথমিকভাবে ১০০টি ইলেকট্রিক গাড়ি কেনা হচ্ছে
তৃণমূল বিধায়কের কনভয়ে কলকাতা পুলিশের পাইলট কারের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর নড়েচড়ে বসল লালবাজার। শহরে চলছে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাওয়া একাধিক গাড়ি। এবার ২০০টি ইলেকট্রিক গাড়ি কিনতে চলেছে কলকাতা পুলিশ। প্রাথমিকভাবে ১০০টি ইলেকট্রিক গাড়ি কেনা হচ্ছে। পরে ধাপে ধাপে বাড়ানো হবে ইলেকট্রিক গাড়ির সংখ্যা। লালবাজার সূত্রে খবর, নতুন গাড়ি কিনতে টাকা আগেই মঞ্জুর হয়েছিল। টেন্ডার সংক্রান্ত সমস্যা হওয়ায় এতদিন ইলেকট্রিক গাড়ি কেনা হয়নি। সওকত মোল্লার কনভয়ে গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যুর খবর সম্প্রচারের পর টনক নড়ল কলকাতা পুলিশের।






















