West Bengal News LIVE: ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়
West Bengal News LIVE : রাজ্যের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টে। নিহত চিকিৎসকের মা-বাবার আবেদনে সাড়া দিয়ে জানাল সুপ্রিম কোর্ট। হুমায়ুন কবীরকে শোকজ, জবাবে অসন্তুষ্ট শৃঙ্খলারক্ষা কমিটি। খাস কলকাতায় ফের অস্ত্র উদ্ধার।আজ ফুরফুরা শরিফে মুখ্যমন্ত্রী, বৈঠক করবেন পীরজাদাদের সঙ্গে। ফের অভিষেকের হাতেই দলের রাশ? সুদীপের অসুস্থতা নিয়ে কুণালের পোস্টে তৃণমূলেই অসন্তোষ, ‘ভালো আছেন’, দাবি নয়না। বাজেয়াপ্ত হওয়া রোজভ্যালির ৪৫০ কোটি টাকা ফেরানো হবে আমানতকারীদের।
Sameek On Taslima: তসলিমাকে কলকাতায় ফেরানোর প্রস্তাব শমীকের, ধন্যবাদ লেখিকার
তসলিমাকে কলকাতায় ফেরানোর প্রস্তাব শমীকের, ধন্যবাদ লেখিকার । বিজেপির রাজ্যসভার সাংসদকে ধন্যবাদ জানিয়ে পোস্ট তসলিমা নাসরিনের
Weather Update: ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়
আগেই জানান দিয়েছিল আবহাওয়া দফতর। ফের পূর্বাভাসা মিলিয়েই সপ্তাহের শুরুতেই ফের স্বস্তির বৃষ্টি রাজ্যের একাধিক জেলায়। সন্ধ্যার পরেই শুরু হল বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি। কোথাও আবার শিলাবৃষ্টি। গতকালের ধারাই বজায় থাকলও আজও। বলা ভাল গতকালের থেকেও আজ বড় আকারের শিল পড়েছে বাংলার মাটিতে ! তবে সেভাবে শিলাবৃষ্টি বা ঝড় না হলেও, দু এক পশলা বৃষ্টি হয়েছে কলকাতাতেও।






















