West Bengal News Live Updates: ছাব্বিশের ভোটের আগে অন্তর্দ্বন্দ্বে বিজেপি-ও বেসামাল ! মহিলা মোর্চার রাজ্য সভানেত্রীর বিরুদ্ধে বিস্ফোরক বিজেপিরই নেত্রী
WB News Live Updates: সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজর।
LIVE

Background
পানিহাটি, বীরভূমের পর টিটাগড়, ফের NRC-আতঙ্কে আত্মহত্যা? টিটাগড়ে বাংলাদেশ থেকে আসা বধূর অস্বাভাবিক মৃত্যু। বাড়ির ছাদে মিলল অগ্নিদগ্ধ দেহ।
টিটাগড়ে বধূর মৃত্যু, কেউ দায়ী নয় লেখা সুইসাইড নোট। এনআরসি আতঙ্কের দাবি শাশুড়ির। ভিন্ন সুর মেয়ের।
এনআরসি আতঙ্কে পানিহাটিতে আত্মহত্যার অভিযোগ। ডায়েরির আরও ৬-৭টি পাতায় এনআরসি আতঙ্কের উল্লেখ, দাবি পুলিশের। হাতের লেখা কার ? নমুনা সংগ্রহ ফরেন্সিকের।
এক মিনিটও ছাড়া যাবে না বিএলওদের, ছায়াসঙ্গী হয়ে থাকতে হবে বিএলএদের। নেতা-কর্মীদের কড়া নির্দেশ অভিষেকের। নজরদারিতে প্রতি বিধানসভায় ওয়াররুম।
বিরোধী হলেও যেন একজনও বৈধ ভোটার বাদ না পড়ে। হাতে রাখতে হবে তথ্য। কোর্টে গেলে কাজে লাগবে। ভার্চুয়াল বৈঠকে নেতা-কর্মীদের কড়া বার্তা অভিষেকের।
আগামী ৬ মাস অ্যাসিড টেস্ট। এসআইআর নিয়ে ভার্চুয়াল বৈঠকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ অভিষেকের। রাজ্য জুড়ে মঙ্গলবার থেকে ৬ হাজারেরও বেশি ক্যাম্প।
বিএলওদের বেঁধে রাখার দাওয়াই কোচবিহারের তৃণমূল নেতার। রিপোর্ট তলব কমিশনের। এফআইআর দাবি বিজেপির।
আজ থেকেই বিএলওদের ট্রেনিং। সুরক্ষা নিয়ে আশঙ্কায় সংগঠন। নিরাপত্তা দেবে রাজ্য, আশ্বাস নোডাল অফিসারের, কমিশন সূত্রে খবর।
হাওড়া, কাটোয়া থেকে সুতাহাটা। জেলায় জেলায় বিএলওদের তৃণমূল যোগ! নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিজেপির নালিশ। করেছে তো কমিশন, পাল্টা তৃণমূল।
অনুপ্রবেশে বদলাচ্ছে জনবিন্যাস, দেশ ছাড়া করবই। এসআইআর সংঘাতের মধ্যেই হুঙ্কার প্রধানমন্ত্রীর।
SIR তোলপাড়ের মধ্যেই খাস কলকাতায় ধৃত ৩ আফগান নাগরিক। ভুয়ো পরিচয়ে ভোটার, আধার, প্যান তৈরি করে বসবাস। স্বরূপনগরে গ্রেফতার ১১ বাংলাদেশি। কলকাতায় ধৃত ৩ আফগান।
অসমের মতো বাংলায় ডিটেনশন ক্যাম্প হলেই গুঁড়িয়ে দেব। এনআরসি নিয়ে হরিণঘাটার তৃণমূল নেতার হুঁশিয়ারি।
এসআইআর নিয়ে জল গড়াল হাইকোর্টে। সময়সীমা বৃদ্ধি থেকে নজরদারির দাবিতে মামলা দায়ের করার আবেদন। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা।
কোচবিহার থেকে উত্তর ২৪ পরগনা। ২০০২-এর লিস্টে বহু ভোটারের নামই উধাও! ডিইওদের রিপোর্ট চাইল কমিশন। কড়া নজর রাখুন, নির্দেশ অভিষেকের।
ভোটার তালিকায় নাম আছে কিনা সার্চ করতে গিয়ে সমস্যা। অনেকের নামই আবার না পাওয়ার অভিযোগ। নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন।
কেন্দ্রীয় এজেন্সি থেকে বিজেপি নেতাদের উপর হামলা। এনআইএ চেয়ে হাইকোর্টে মামলা। রাজ্যের সঙ্গে কেন্দ্রেরও হলফনামা তলব। অস্থিরতা তৈরির চেষ্টা, দাবি রাজ্যের।
সন্ত্রাসবাদের সামনে নত, ভুলেছে প্যাটেলের দর্শন। ভুল করেছে কাশ্মীরেও।কংগ্রেসকে আক্রমণ প্রধানমন্ত্রী। নেহরু, গান্ধীকে ছোট করাই লক্ষ্য, পাল্টা অধীর।
দুর্গাপুরের মেডিক্যাল কলেজের ছাত্রীকে গণধর্ষণ, আজ থেকে শুরু বিচারপ্রক্রিয়া। ঘটনার ২০দিনের মাথায় সহপাঠী-সহ ৬জনের বিরুদ্ধে চার্জ গঠন পুলিশের।
সম্পর্ক ছিন্ন হওয়ার আক্রোশে বৈদ্যবাটিতে প্রেমিকার বাড়িতে বোমা। প্রাক্তন প্রেমিক-সহ গ্রেফতার ৪। বিজয়গড়কাণ্ডে ধৃতের পুলিশ হেফাজত।
বড়বাজারে সোনার দোকান থেকে চুরির অভিযোগে প্রাক্তন অভিনেত্রী গ্রেফতার। সিঁথিতে অস্ত্র দেখিয়ে কারিগরের কাছ থেকে আড়াই কেজি সোনা লুঠের অভিযোগ।
কেশবচন্দ্র স্ট্রিটে ম্যানহোলে উদ্ধার যুবকের পচাগলা দেহ। পেটে মিলল মাটি। জমা জল নামাতে খোলা ম্যানহোলে মৃত্যু, নাকি অন্য কারণ ? খতিয়ে দেখছে পুলিশ।
ডেপুটি মেয়রের ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু। বেহাল পুর-পরিষেবার অভিযোগে পথে বিজেপি। হাতিবাগান, বিধান সরণিতে বিক্ষোভ-অবরোধ।
১৮ ডিসেম্বর ধনধান্য স্টেডিয়ামে বেঙ্গল বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অংশগ্রহণ করবেন শিল্পপতিরা, জানালেন অমিত মিত্র।
মোন্থার প্রভাবে উত্তরবঙ্গে ফের দুর্যোগ। বন্ধ দুধিয়া সেতু, আলিপুরদুয়ারে ক্ষতিগ্রস্ত সেতু। সিকিমে তুষারপাত, সান্দাকফু যাওয়ায় নিষেধ। কলকাতায় বৃষ্টির পূর্বাভাস।
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, ভুটান না গিয়েই দিল্লি ফিরলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ভুটান যাওয়ার সময় খারাপ আবহাওয়া, বাগডোগরায় বিমানের জরুরি অবতরণ।
অক্টোবরে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের রেজাল্ট। পাশের হারে রেকর্ড। প্রথম দশে ৬৯ জনের মধ্যে অধিকাংশই নরেন্দ্রপুর-পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের।
West Bengal News Live: গোঘাটে জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে খাওয়া-দাওয়ার পর বন্ধুর হাতে খুন বন্ধু
গোঘাটে জগদ্ধাত্রী পুজোর ভাসান উপলক্ষে খাওয়া-দাওয়ার পর বন্ধুর হাতে খুন বন্ধু! অন্যের ডিম খেয়ে ফেলা নিয়ে বচসার জেরে লাঠিপেটার অভিযোগ। যুবককে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা। পুলিশ ফাঁড়ির ১০০ মিটারের মধ্যে যুবক খুন, প্রশ্নের মুখে এলাকার নিরাপত্তা।
WB News Live: কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে গন্ডগোল, পুলিশকে নিশানা শুভেন্দু অধিকারীর
কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে গন্ডগোল, পুলিশকে নিশানা শুভেন্দু অধিকারীর। 'কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের হিন্দুদের ওপর নির্যাতন'। 'কোতোয়ালি থানার IC অমলন্দু বিশ্বাসের ভাষা থেকেই স্পষ্ট, হিন্দুদের কী চোখে দেখে মমতার পুলিশ প্রশাসন'। 'জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে পুলিশি ব্যবস্থায় খামতি ছিল'। 'নিজেদের ব্যর্থতা ঢাকতে জনগণকে লাঠিপেটা পুলিশের'। শুক্রবারের ভিডিও পোস্ট করে অভিযোগ শুভেন্দুর।






















