West Bengal News Live Updates: বিষাক্ত’ স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ, অসুস্থ আরও চার প্রসূতি, প্রতিবাদে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে SFI-DYFI-এর বিক্ষোভ
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত খবর দেখুন এক ক্লিকে।

Background
নিষিদ্ধ স্যালাইনেই মেদিনীপুর মেডিক্যালে প্রসূতির মৃত্যু? অসুস্থ ৪ প্রসূতির মধ্যে ২জন সঙ্কটজনক। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফল, রিপোর্ট হাসপাতালের।
কর্ণাটকে ব্ল্যাক লিস্টেড, বাংলায় উৎপাদন, ব্যবহারে নিষেধ। তাও কীভাবে সরকারি হাসপাতালে সেই স্যালাইন? তদন্ত কমিটি গঠন করল স্বাস্থ্য দফতর।
জাল ওষুধের পর এবার সরকারি হাসপাতালে নিষিদ্ধ স্যালাইন! দুর্নীতির দায় কার? হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্ত চায় চিকিৎসকদের সংগঠন।
সরকারি হাসপাতালেই নিষিদ্ধ স্যালাইন। ভয়ঙ্কর অভিজ্ঞতা খোদ চিকিৎসকদের।
একের পর এক পদ হারিয়ে এবার তৃণমূল থেকেই সাসপেন্ড অভিষেকপন্থী শান্তনু। হঠাৎ শাস্তিতে কার্যত দলকেই চ্যালেঞ্জ।
আর জি কর-কাণ্ডের আন্দোলনকারীদের সমর্থনে প্রকাশ্যে সওয়াল, তাই কি দলের কোপে শান্তনু সেন?
জেল থেকে মুক্তির পরেই সওকতের সঙ্গে সংঘাত। শান্তনুর সঙ্গে ফের সাসপেন্ড আরাবুল! শাস্তির খবর আসতেই ভাঙড়ে শুরু উৎসব।
টার্গেট ১ কোটি, সময় বাড়িয়ে পুরস্কারের টোপ দিয়েও অর্ধেকেই আটকাল বঙ্গ বিজেপি! রাজ্যের সব বুথে একজন করেও সক্রিয় সদস্য তৈরি করতেও ব্যর্থ!
কেন্দ্রীয় এজেন্সির ব্যর্থতা থেকে আবাসের টাকা আটক। নেতৃত্বের সঠিক ব্যবহারের ভুলেই আটকে বঙ্গ বিজেপি, কটাক্ষ দলের অন্দরেই। গুরুত্ব দিতে নারাজ শমীক।
এবার বাম রাজ্যেও খাতা খুলল তৃণমূল। জোড়াফুলে কেরলের নির্দল বিধায়ক। প্রাক্তন সিপিএম নেতাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানালেন অভিষেক।
১ বছর ধরে খুনের ছক, ২ মাস ধরে মালদাতেই ঘাঁটি, তাও জানতে পারল না কেউ! মাস্টারমাইন্ডি কি শুধুই নরেন্দ্র? এখনও সন্দেহ দুলাল-পত্নীর।
বারবার ডেরা বদল। মালদায় তৃণমূল নেতা খুনে অভিযুক্ত ২ ফেরার রোহন-বাবলু কি উত্তরপ্রদেশ কিংবা নেপালে? আশরফ নামে শ্যুটারের খোঁজে পুলিশ।
২ বর্ধমানের পর এবার মালদা। দুলাল-হত্যার পরে এবার সুরক্ষা বাড়ল মন্ত্রী তাজমুল হোসেনের। ভাগের বখরা নিয়ে দলের মধ্যেই দ্বন্দ্ব, কটাক্ষ বিরোধীদের।
মালদার পর কোচবিহার, ফের সীমান্তে বাংলাদেশের উস্কানি! কাঁটাতার দিতে ফের বিএসএফকে বাধা!
অনুপ্রবেশ থেকে পাচারে সুবিধে করে দিতেই কাঁটাতারে আপত্তি ইউনূস সরকারের? হামলার আশঙ্কায় কোচবিহারে গ্রামবাসীদের রাত পাহারা।
বিজিবির সঙ্গে কালো পোশাকে ওরা কারা? মালদা সীমান্তে বিএসএফের সঙ্গে কাঁটাতার নিয়ে সংঘাতের মধ্যেই একের পর এক বাঙ্কার তৈরিতে ব্যস্ত বাংলাদেশ।
লাগাতার যুদ্ধ-জিগিরের মধ্যেই সীমান্তে প্ররোচনা। এবার বালুরঘাট সীমান্তে বিএসএফকে বাধা বিজিবির।
ত্রিপুরা সীমান্তে বিজিবির সামনেই বিএসএফের উপর বাংলাদেশিরা চড়াও। এবার ভারতীয় শ্রমিকদের তুলে নিয়ে গিয়ে রাতভর অত্যাচারের অভিযোগ!
শুধু আব্বাস নয়, জেলে কারও অনেকের মগজধোলাই করেছিল জঙ্গি তারিকুল! অনুমান বেঙ্গল এসটিএফের। ছক কষেই গিয়েছিল বহরমপুর জেলে।
জাল নথি গিয়ে আসল পাসপোর্ট, পৌঁছে যায়নি তো জঙ্গিদের হাতে? এবার আরেক নকল মহুরির হদিশ। রহড়া থেকে গ্রেফতার সমীরের সঙ্গী দিবাকর।
গাড়ির যন্ত্রাংশের দোকানের আড়ালে অস্ত্রের কারবার! মধুবনীর কারখানায় বিহার পুলিশের সঙ্গে কলকাতা পুলিশের এসটিএফের অভিযান। ৪জন গ্রেফতার।
পঞ্চায়েত সমিতির ক্যাশিয়ারকে পেটানোর অভিযোগ, নওদায় তৃণমূলের ব্লক সভাপতি ঘনিষ্ঠ কর্মাধ্যক্ষ গ্রেফতার। গাড়িতেও তল্লাশি। অত্যাচারের অভিযোগ বিধায়কেরও!
বাগুইআটিতে তোলা না দেওয়ায় প্রোমোটারের উপরে হামলায় এখনও অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর বেপাত্তা, বেঙ্গালুরু থেকে গ্রেফতার শাগরেদ।
ভাটপাড়া পুরসভার দুর্নীতি মামলায় ভবানীভবনে সিআইডি তলব। বিধানসভায় স্ট্যান্ডি কমিটির বৈঠকের কারণ দেখিয়ে হাজিরা এড়ালেন অর্জুন পুত্র।
ব্যস্ত অফিস টাইমে বেপরোয়া মিনিবাস, বড়বাজারে ফুটপাথেই পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু। আরও ৩জন আহত। লেকটাউনে স্কুটার চালককে বাসের ধাক্কা।
ছাত্রের পর খড়গপুর আইআইটির কোয়ার্টাসে ল্যাব কর্মীর রহস্যমৃত্যু।খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ পরিবারের। সুইসাইড নোট পাওয়ার দাবি পুলিশের।
বাঁকুড়ায় ভোরে বাড়িতে, ২জনের মৃত্যু। গুরুতর জখম আরও ৩জন। রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, অনুমান পুলিশ-দমকলের।
হঠাৎ বীরভূমের পুলিশ সুপার বদল। রাজানারায়ণ মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হল কম গুরুত্বের এসপি ট্রাফিক পদে। নতুন পুলিশ সুপার হলেন আমনদীপ।
পিকনিক থেকে ফেরার পথে বর্ধমানে ডিজে বাজিয়ে রাজ্য সড়কে মত্ত যুবকদের উদ্দাম নৃত্যু, থামতে বলাতেই পুলিশের উপর চড়াও! ইটের ঘায়ে একজন আহত। গ্রেফতার ৯।
WB News Live: মালদার সুখদেবপুর সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে বিবাদের জের, চাষের জমি থেকে গম কেটে নেওয়ার অভিযোগ
মালদার সুখদেবপুর সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে বিবাদের জের। গ্রামের বাসিন্দাদের চাষের জমি থেকে গম কেটে নিয়ে যাওয়া হয়েছে অভিযোগ। পাম্প খারাপ করে দেওয়ারও অভিযোগ।
West Bengal News Live: মালদায় ফের আক্রান্ত বিএসএফ, চোরা কারবারিদের হাতে আক্রান্ত বিএসএফ জওয়ানরা
মালদায় ফের আক্রান্ত বিএসএফ। চোরা কারবারিদের হাতে আক্রান্ত বিএসএফ জওয়ানরা। আত্মরক্ষার জন্য শূন্যে গুলি চালাতে বাধ্য হল বিএসএফ। গভীর রাতে কাঁটাতারের কাছে বাংলাদেশি চোরা কারবারিদের দেখতে পেয়ে বাধা বিএসএফ-এর। হাই বিম টর্চ জ্বালিয়ে চোরা কারবারিদের আটকায় বিএসএফ। পাল্টা ধারাল অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের উপর হামলা বাংলাদেশি চোরা কারবারিদের। আত্মরক্ষার্থে ২ রাউন্ড গুলি চালাতে বাধ্য হল বিএসএফ। গোলমাল দেখে বাকি জওয়ানরা জড়ো হলে পালিয়ে যায় পাচারকারীরা।






















