WB News Live Updates: বীরভূমের মুরারইয়ে বোমাবাজি, গ্রেফতার ১
West Bengal News Live Updates: রামপুরহাট হত্যাকাণ্ডের পাশাপাশি এবার তৃণমূল উপ প্রধান ভাদু শেখের খুনেরও তদন্ত করবে সিবিআই। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Background
সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেন, কলকাতা ও নয়াদিল্লি: রামপুরহাট অগ্নিকাণ্ড (Rampurhat Fire), ঝালদায় (Jhalda) কংগ্রেস কাউন্সিলর খুন (Murder of Congress Councillor), আর এবার ভাদু শেখ হত্যা, একের পর এক মামলায় সিবিআই তদন্তের (CBI Probe) নির্দেশ। ভাদু শেখ হত্যা মামলাতেও ধাক্কা খেল রাজ্য সরকারের (West Bengal Government)। সিট (SIT) নয়, তৃণমূলের উপপ্রধান খুনের তদন্ত করবে সিবিআই। এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এই নিয়ে গত কয়েকমাসের মধ্যে মোট ১০টি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
২১ মার্চ খুন ভাদু শেখ
গত ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখকে মাথায় বোমা মেরে খুন করে দুষ্কৃতীরা। এর কিছু সময় পরেই তাণ্ডব শুরু হয় বগটুইয়ের পশ্চিমপাড়ায়। পুড়ে মারা যান ৯ জন। দু’টি মামলার মধ্যে সম্পর্ক রয়েছে বলে দাবি করে, রামপুরহাট হত্যাকাণ্ডের মতোই ভাদু শেখ হত্যার তদন্তের দায়িত্বও সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য হাইকোর্টে মামলা করে কংগ্রেস।
সিবিআই তদন্তের বিরোধিতা রাজ্য সরকারের
এই মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, পুলিশ ভাদু শেখ খুনের মামলার তদন্ত করছে। তাই সিবিআই-কে তদন্তভার দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু, শেষপর্যন্ত সিবিআই-এর হাতেই তদন্তভার তুলে দিল হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে, ‘রামপুরহাটে ভাদু শেখের খুনের ঘটনা এবং তার পরবর্তী হত্যাকাণ্ড পরস্পরের সম্পর্কযুক্ত। তাই এই মামলার তদন্তভারও সিবিআই-কেই দেওয়া হল।’
আদালতের যুক্তি, মূল অপরাধীদের খুঁজে বের করতে দু’টি ঘটনার একই সঙ্গে তদন্ত প্রয়োজন। আলাদা সংস্থা তদন্ত করলে, তা হত অসম্পূর্ণ। ভাদু শেখ খুন ও রামপুরহাট হত্যাকাণ্ড, দু’টি মামলাতেই তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট ২ মে-র মধ্যে জমা দেওয়ার জন্য সিবিআই-কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
West Bengal News Live Updates: ধুমধাম করে অন্নদাত্রীর পুজো হল লেক কালীবাড়ি ও বেহালার সাবর্ণ রায়চৌধুরী পরিবারে
ধুমধাম করে অন্নদাত্রীর পুজো হল লেক কালীবাড়ি ও বেহালার সাবর্ণ রায়চৌধুরী পরিবারে
WB News Live Updates: মগরাহাটে জোড়া খুনে মূল অভিযুক্ত জানে আলম মোল্লা ফেরার, কে এই জানে আলম মোল্লা?
মগরাহাটে জোড়া খুনে মূল অভিযুক্ত জানে আলম মোল্লা ফেরার। কে এই জানে আলম মোল্লা?






















