WB News Live Updates: চন্দ্রকোণায় মাও নেতা আকাশের বাড়িতে গিয়ে পোস্টার ঝাড়খণ্ড পুলিশের
West Bengal News Live Updates: প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে বিধানসভা ভবনে বি আর অম্বেডকরকে শ্রদ্ধা জানাতে গিয়ে রাজ্যের কড়া সমালোচনা রাজ্যপাল জগদীপ ধনকড়ের।
LIVE
Background
কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও সনৎ ঝা, কলকাতা ও শিলিগুড়ি: রাজ্যে গত প্রায় দু’বছর স্কুল বন্ধ। মাঝে দু’বার খুললেও, করোনার তৃতীয় ঢেউয়ের (Corona Third Wave) কারণে ফের বন্ধ হয়ে গেছে নবম থেকে দ্বাদশ শ্রেণির সশরীরে ক্লাস। এই প্রেক্ষাপটেই করোনার মধ্যে গতকাল থেকে মহারাষ্ট্রে (Maharashtra) খুলল স্কুল। কিন্তু, পশ্চিমবঙ্গে কবে স্কুল খুলবে?এখনও নির্দিষ্ট উত্তর নেই শিক্ষা দফতরের কাছে।
মহারাষ্ট্রে যেদিন ক্লাস ওয়ান থেকে স্কুল খুলল, তখন রাজ্য সরকার নির্দিষ্ট করে জানাতে পারল না, এরাজ্যে কবে স্কুল খুলবে। উল্টে, স্কুলের বাইরে প্রাথমিক পড়ুয়াদের জন্য বিশেষ প্রকল্প ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। তিনি জানিয়েছেন, ‘আবার স্কুল খুলব, আবার বন্ধ হচ্ছে। পাকাপাকি সিদ্ধান্ত নিয়ে স্কুল খুলতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরাও স্কুল খোলার পক্ষে। পুরো স্কুল ধাপে ধাপে খুলতে চাইছি। এটা মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।’
শিক্ষামন্ত্রী যখন বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করছেন, তার কিছুক্ষণ আগেই বিকাশ ভবনের অদূরে অবিলম্বে স্কুল-কলেজ খোলার দাবিতে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর আন্দোলন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে যাওয়ার আগে করুণাময়ী মোড়ের কাছে পুলিশ এসএফআই-এর কর্মী-সমর্থকদের আটকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধস্তাধস্তি। রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। এসএফআই-এর কয়েকজন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। পাঁজাকোলা করে বিক্ষোভকারীদের পুলিশের গাড়িতে তোলা হয়। ধস্তাধস্তিতে রাস্তায় পড়ে যান এসএফআই-এর কর্মী-সমর্থকরা।
স্কুল-কলেজ খোলার দাবিতে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।
এই অবস্থায় রাজ্যে স্কুল খোলার বিষয়ে এখনও সিদ্ধান্ত না হলেও, ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যে চালু হচ্ছে প্রকল্প ‘পাড়ায় শিক্ষালয়’ প্রকল্প। প্রশাসনিক উদ্যোগে প্রাক প্রাথমিক ও প্রাথমিকের পড়ুয়াদের পাড়ায় পাড়ায় খোলা আকাশের নিচে পড়াশোনা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে সামিল করা হবে। পড়াবেন প্রাথমিক স্কুলের শিক্ষক, পার্শ্বশিক্ষক ও সহায়করা। রাজ্যের ৫০ হাজার ১৫৯টি স্কুল ও ১৫ হাজার ৫৯৯টি শিশুশিক্ষা কেন্দ্রের ৬০ লক্ষ ৫২ হাজার ৬৮২ পড়ুয়ারা এই প্রকল্পে সামিল হবে।
এদিকে, স্কুল বন্ধ রাখার সিদ্ধান্তের সমালোচনা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তিনি বলেছেন, ‘রাজ্য সরকার তো স্কুল খুলতে পারত। গঙ্গাসাগর মেলা হচ্ছে, ২৫ ডিসেম্বর হয়েছে, নেতাজির জন্মদিনের অনুষ্ঠান হয়েছে। স্কুল খুলতো তো পারত। আমরা চিন্তায় রয়েছি। এরাজ্য শিক্ষায় পিছিয়ে যাচ্ছে। অন্য রাজ্য স্কুল খোলার দিকে এগিয়ে যাচ্ছে।’
সবমিলিয়ে স্কুল খোলার দাবি ঘিরে তুঙ্গে উঠেছে শাসক-বিরোধী চাপানউতোর।
WB News Live Updates: স্কুল খোলার অনুরোধ জানিয়ে গলায় প্ল্যাকার্ড হাতে বিয়ের পিঁড়িতে স্কুল শিক্ষক
মুখে মাস্ক, গলায় বরমালা, সঙ্গে স্কুল খোলার অনুরোধ জানিয়ে গলায় প্ল্যাকার্ড হাতে বিয়ের পিঁড়িতে স্কুল শিক্ষক। স্কুল খোলার দাবিতে আলিপুরদুয়ারের কুমারপাড়া মথুরা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম দাসের অভিনব প্রতিবাদ এখন শিক্ষা মহলে চর্চার বিষয়। প্ল্যাকার্ডে তাঁর আর্জি, "করোনা বিধি মেনে আমরা বিয়ে করতে পারলে, অনুরোধ স্কুলগুলোও খোলা হোক।"
West Bengal News Live Updates: চন্দ্রকোণায় মাও নেতা আকাশ ওরফে অসীম মণ্ডলের বাড়িতে গিয়ে পোস্টার ঝাড়খণ্ড পুলিশের
মাও নেতা আকাশের খোঁজে হুলিয়া জারি করল ঝাড়খণ্ড পুলিশ। খোঁজ দিতে পারলে ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা। এদিন চন্দ্রকোণায় মাও নেতা আকাশ ওরফে অসীম মণ্ডলের বাড়িতে গিয়ে পোস্টার লাগিয়ে দিয়ে আসে ঝাড়খণ্ড পুলিশ। ঝাড়খণ্ডের সঙ্গে এরাজ্যেও একাধিক মামলায় অভিযুক্ত মাও নেতা আকাশ ওরফে অসীম মণ্ডল।
WB News Live Updates: বেপরোয়া গাড়ি, কেন্দ্রের পথেই জরিমানা বাড়াল রাজ্য
বেপরোয়া গাড়ি, কেন্দ্রের পথেই জরিমানা বাড়াল রাজ্য। ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা। বেশি গতিতে গাড়ি চালালে ১ হাজার টাকা জরিমানা। বেপরোয়া গতিতে গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা। সিট বেল্ট না পরলে ১ হাজার টাকা জরিমানা। হেলমেট না পরলে ১ হাজার টাকা জরিমানা। সাইলেন্স জোনে হর্ন বাজালে ১ হাজার টাকা জরিমানা। নম্বর ছাড়া গাড়ি চালালে ৫ হাজার টাকা জরিমানা। বৈধ পারমিট ছাড়া গাড়ি চালালে ১০ হাজার টাকা জরিমানা
West Bengal News Live Updates: পদ্মশ্রী ‘প্রত্যাখ্যান’ পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়েরও
পদ্মশ্রী ‘প্রত্যাখ্যান’ করছেন পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়। ‘প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে ফোন আসে, গ্রহণ করছি না’। পদ্মশ্রী ‘প্রত্যাখ্যান’ নিয়ে এবিপি আনন্দকে জানালেন শিল্পী।
WB News Live Updates: পদ্মভূষণ' প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য
'পদ্মভূষণ' প্রত্যাখ্যান করলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদ্মভূষণ প্রত্যাখ্যানের কথা জানান তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য।