West Bengal News LIVE Updates: ফের নাবালককে নির্মম নির্যাতন, কোন্নগরে আম পাড়তে যাওয়া নাবালককে পেরেক লাগানো লাঠি দিয়ে নির্মম মার
WB News LIVE Updates: রাজ্যে থেকে জেলার সব খবরের আপডেটস...

Background
ফের নাবালককে নির্মম নির্যাতন, কোন্নগরে আম পাড়তে যাওয়া নাবালককে পেরেক লাগানো লাঠি দিয়ে নির্মম মার। মাথা ও চোখে গুরুতর আঘাত। আনা হল কলকাতা মেডিক্যালে। মারতে মারতে অজ্ঞান করে দিয়েছে ছেলেকে। ভেঙে দিয়েছে হাড়গোড়, কথা বলতে বলতে ভেঙে পড়লেন মা।
West Bengal News LIVE: পথ-যন্ত্রণা
পথে বেরোলেই যেন প্রাণ সংশয়। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ... বিভিন্ন জায়গায় ছবিটা মোটের উপর একই। ভোটের আগে বেহাল রাস্তাকে হাতিয়ার করে শাসকদলকে বেকায়দায় ফেলতে চাইছে বিরোধীরা। পাল্টা সুর চড়াচ্ছে তৃণমূলও।
West Bengal News: সোমে রাস্তায় বিজেপি
বোলপুর থানার IC-কে ফোনে অনুব্রত মণ্ডলের কুরুচিকর আক্রমণের ঘটনার প্রতিবাদে এবার রাস্তায় নামছে বিজেপি। সোমবার অনুব্রত গড়ে 'নারী সম্মান যাত্রা' কর্মসূচি করবে গেরুয়া শিবির। থাকবেন বিরোধী দলনেতা। ইতিমধ্যেই গোটা এলাকায় ব্যানার, ফ্লেক্স লাগানো শুরু হয়ে গেছে। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।























