West Bengal News Live Updates: ফলের দোকান বসানো নিয়ে রণক্ষেত্র মহেশতলা, অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশ
WB News Live Updates: সব জেলার প্রতি মুহূর্তের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখুন একনজরে।

Background
এখনও নাগালের বাইরে শ্বেতা। ডোমজুড়ে চাকরির টোপ দিয়ে ডেকে বাড়িতে বন্দি করে তরুণীকে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত আরিয়ান গলফ গ্রিন থেকে গ্রেফতার।
মুখ্যমন্ত্রীকে নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের জের। প্রিভিলেজ কমিটির কাছে যাবে স্বাধিকারভঙ্গের নোটিস। চলতি অধিবেশনেই আসবে রিপোর্ট, জানালেন স্পিকার। প্রতিবাদ বিজেপির।
অনুব্রতর কুকথা নিয়ে মুলতুবি প্রস্তাব জমা দিয়েছিলেন বিরোধী বিধায়করা। খারিজ অধ্যক্ষর। প্রতিবাদে বিজেপি বিধায়কদের ওয়াক আউট।
অনুব্রতর অডিওকাণ্ডে এবার রিভিউ অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। ৫ দিনের মধ্যে দিতে হবে তথ্য-সহ রিপোর্ট, বীরভূমের এসপি-কে চিঠি NCW-র।
পুলিশের রিপোর্টের সঙ্গে দেওয়া হয়নি কোনও FIR কপি, দেওয়া হয়নি অভিযুক্তর মেডিক্যাল রিপোর্টও। কেন বাজেয়াপ্ত নয় অভিযুক্তর ডিজিটাল ডিভাইস, প্রশ্ন NCW-র।
আগের ধারার সঙ্গে এবার জামিনঅযোগ্য ধারা-সমেত ৩ ধারা জুড়তে বললে কমিশন। উর্দিধারীরা নিজের পরিবারকে রক্ষা না করতে পারলে বিপজ্জনক বার্তা, উদ্বিগ্ন NCW।
WB News Live: গুজরাতে কালনার নাবালককে অত্যাচার, মূল অভিযুক্ত গ্রেফতার
গুজরাতে কালনার নাবালককে অত্যাচার, মূল অভিযুক্ত গ্রেফতার। গুজরাতে নিয়ে গিয়ে অত্যাচার, পুলিশের জালে হাপান মোল্লা। কারখানায় কাজের জন্য শিশুদের নিয়ে গিয়ে অত্যাচার। কালনার নাবালকের উপর অত্যাচার, গুজরাতে গ্রেফতার হাপান মোল্লা। গুজরাত পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিটের অভিযান। গুজরাতে গ্রেফতার হাপান মোল্লাকে ট্রানজিট রিমান্ডে আনল কালনা থানার পুলিশ। রাজকোটের কারখানা থেকে উদ্ধার আরও ১৯জন নাবালক। কাজের জন্য নিয়ে গিয়ে মুখে রড ঢুকিয়ে, লাঠি দিয়ে মেরে নাবালকের উপর অত্যাচার ! কালনার নাবালককে গুজরাতে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগে গ্রেফতার।
West Bengal News Live: সন্তোষজনক নয় পুলিশের রিপোর্ট, কেষ্টকাণ্ডে ফের রিভাইজড অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন
সন্তোষজনক নয় পুলিশের রিপোর্ট, কেষ্টকাণ্ডে ফের ATR তলব, IC-কে কদর্যভাষায় হুমকি, রিভাইজড অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। ৫ দিনে SP-র কাছে উপযুক্ত তথ্য-সহ রিভাইজড অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। পুলিশের রিপোর্টের সঙ্গে দেওয়া হয়নি কোনও FIR কপি: NCW সূত্র। রিপোর্টের সঙ্গে দেওয়া হয়নি অভিযুক্তর মেডিক্যাল রিপোর্টও, খবর সূত্রের, 'IC-র মোবাইল বাজেয়াপ্ত, অথচ অভিযুক্তর কোনও ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত হয়নি!' অবিলম্বে অভিযুক্তর মোবাইল বাজেয়াপ্ত করতে হবে, নির্দেশ জাতীয় মহিলা কমিশনের। 'একই অপরাধ কোনও সাধারণ নাগরিক করলে, তাকে থাকতে হত জেলে'। 'এক্ষেত্রে অভিযুক্ত খোলামেলা ঘুরে বেড়াচ্ছে, আইন প্রভাবশালীর ক্ষেত্রে বিপরীত হতে পারে না'। 'উর্দি পরা বাহিনী রাজনৈতিক ছত্রছায়ায় থাকা অপরাধীদের থেকে নিজের পরিবারকে রক্ষা করতে না পারলে, তাতে বিপজ্জনক বার্তা যায়', গোটা ঘটনায় স্বচ্ছতার অভাব রয়েছে বলে মনে করছে NCW, মামলায় BNS-এর ৭৯, ৩৫২ ও ৭৪ নম্বর ধারা যুক্ত করার নির্দেশ। এর মধ্যে BNS-এর ৭৪ নম্বর ধারা জামিনঅযোগ্য।






















