WB News Live: স্বাগত ২০২৪, নতুন বছরের উদযাপনে মাতোরায়া গোটা বিশ্ব
West Bengal News Live:রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
আড়াই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ডানকুনিতে (Dankuni) শুরু যান চলাচল। কেন্দ্রীয় সরকারের (Central Governmemt) নতুন পরিবহণ আইনের প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ ট্রাক চালকদের। ব্যাপক যানজট, চরম ভোগান্তি।
মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নির্দেশের পরেও অর্জুনের (Arjun Singh) সঙ্গে 'যুদ্ধবিরতি'তে নারাজ শ্যাম-সুবোধ।
লোকসভা ভোটে (Parliament Election) নিজেকে ডায়মন্ড হারবারেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক (Abhishek Banerjee), খবর সূত্রের। কটাক্ষ বিরোধীদের।
রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন বি পি গোপালিকা। নতুন স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পেলেন নন্দিনী চক্রবর্তী। নন্দিনী ছিলেন পর্যটন দফতরের প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্বে।
এত জোরে চেঁচান যাতে নিজের বাড়ি চোরের আশ্রয়স্থল মানুষ বুঝতে না পারে। পদ খুইয়ে বছর শেষে ফের ইঙ্গিতপূর্ণ পোস্ট বিজেপির অনুপমের (Anupam Hazra)। ঘটি হারিয়ে সর্বহারা, কটাক্ষ সজলের।
বিষ্ণুপুরেই বিজেপি (BJP) সাংসদ সৌমিত্রর (Soumitra Khan) বিরুদ্ধে পোস্টার। লোকসভা ভোটে প্রার্থী না করার দাবি। নেপথ্যে তৃণমূল, অভিযোগ বিজেপির। পাল্টা গেরুয়া শিবিরের গোষ্ঠীকোন্দলকে নিশানা শাসকদলের।
'বাংলার ভবিতব্য, বিকল্প রাজনীতি, সাতসকালে পোস্টার-রহস্যের মধ্যেই পোস্ট কৌস্তভ বাগচীর। হতাশার রাজনীতি, কটাক্ষ কংগ্রেস (Congress) মুখপাত্রর। বিকল্প বিজেপি, দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)।
বায়রন বিশ্বাসের পর এবার তৃণমূলের পটাশপুরের বিধায়ককে আয়কর নোটিস (Income Tax)। মামলা ইডিকে হস্তান্তরের দাবি শুভেন্দুর। যা চেয়েছে জমা দেব, পাল্টা উত্তম বারিক।
এসএসকেএমে সুপারের ঘরে বসে সুজয়কৃষ্ণকে নিয়ে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী। ইন্টারকমে কথা বলেছেন জ্যোতিপ্রিয়র সঙ্গেও। বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর। পাগলের প্রলাপ, পাল্টা কটাক্ষ কুণালের।
২০২৪-এ যে কাজই করুন, দেশের জন্য করুন। মনে রাখবেন রাষ্ট্র প্রথম। বছর শেষের মন কি বাতে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বললেন প্রধানমন্ত্রী।
করোনা আতঙ্কের মধ্যেই শেষ হচ্ছে ২০২৩। বেলেঘাটা আইডি-তে নতুন করে ভর্তি আরও ২। চিকিৎসাধীন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ৫।
Happy New Year: স্বাগত ২০২৪, নতুন বছরের উদযাপনে মাতোরায়া গোটা বিশ্ব
নতুন বছরে পা রাখল গোটা বিশ্ব। ২০২৪ সালকে উদযাপন করতে সর্বত্র হুল্লোড়।
WB News Live: ভক্তদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা খুলে যাবে রাত ১টায়
ভক্তদের জন্য পুরীর জগন্নাথ মন্দিরের দরজা খুলে যাবে রাত ১টায়। নতুন বছরের প্রথম দিন ভক্তদের ভিড় সামলাতে সিদ্ধান্ত জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের। রবিবার মন্দিরের আচার ও রীতি সম্পূর্ণ করা হবে রাত ১১টায়। ২ ঘণ্টা পর রাত ১টায় ফের খুলবে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা, জানালেন পুরীর জেলাশাসক। ১ জানুয়ারি লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয় পুরীর জগন্নাথ মন্দিরে। তাঁদের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের।
West Bengal News: ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। রাম মন্দির, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও এসটিএফ প্রধানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। ভারতীয় কিষাণ মঞ্চের সর্বভারতীয় সভাপতিকে হুমকি ই-মেল। ই-মেল প্রেরক নিজেকে আইএসআই-এর যুক্ত বলে দাবি। হুমকি ই-মেল, উত্তরপ্রদেশে থানায় এফআইআর দায়ের।
WB News Live: নির্দিষ্ট সময়সীমা পেরলেও জারি হল না ধূপগুড়ি মহকুমা নিয়ে সরকারি বিজ্ঞপ্তি
নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও এখনও জারি হল না ধূপগুড়ি মহকুমা নিয়ে সরকারি বিজ্ঞপ্তি। এই নিয়ে ক্রমেই ক্ষোভ জমছে ধূপগুড়ির বাসিন্দাদের মনে। সোমবারই বৈঠক করে আগামী আন্দোলনের রূপরেখা ঠিক করতে চলেছে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
West Bengal News: ২০২৪-কে স্বাগত জানাতে প্রস্তুত বাংলা, শুরু উদযাপন
বিদায় বেলায় ২০২৩। ২০২৪-কে স্বাগত জানাতে প্রস্তুত কলকাতা। বছর শেষের আনন্দে মাতোয়ারা শহর থেকে শহরতলি। বছরের শেষ দিনটা উপভোগ করতে পথে নেমেছে মানুষ। সুখ-দুঃখ, পুরনো যা কিছু সব পিছনে ফেলে নতুন বছরে নতুন করে স্বপ্ন দেখা শুরু। বছরের শেষ দিন থেকেই শুরু হয়েছে তার প্রস্তুতি।