West Bengal News Live: এবার তৃণমূলপন্থী জুনিয়র ডাক্তারদের নিশানায় জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন!
West Bengal All News Updates Live: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। গোসাবায় বিডিও অফিসের বাইরে বঙ্কিম হাজরাকে ঘিরে তৃণমূলকর্মীদের একাংশের বিক্ষোভ।
আবাস যোজনায় সমীক্ষার কাজ শুরু হতেই দিকে দিকে ক্ষোভ। এবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ।
উপ নির্বাচনের আগে আবাস যোজনার টাকা বিলির জন্য তালিকা চেয়েছেন বিডিও। বাঁকুড়ার ইন্দপুরে অভিযোগ বিজেপির। নির্বাচন কমিশনে নালিশ।
নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার ১২টি সরকারি হাসপাতালে নিরাপত্তা এজেন্সিকে দেওয়া কাজের বরাত বাতিল হাইকোর্টের। কেন জারি হয়েছিল নোটিস জানাতে সংশ্লিষ্ট
অর্জুন সিংহের বাড়িতে বোমাবাজির ঘটনায় রাজ্যকে রিপোর্ট দিতে নির্দেশ হাইকোর্টের। জানাতে হবে কেন্দ্রকে রিপোর্ট দেওয়া হয়েছে কিনা। সিসিটিভি ফুটেজ সংরক্ষণেরও নির্দেশ।
রাতের কলকাতায় ফের দুষ্কৃতী দৌরাত্ম্য। নারকেলডাঙার যুবককে শিয়ালদা ডিআরএম
অফিসের সামনে এনে ছুরির কোপ, গুলি। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হল এসএসকেএমে।
West Bengal News Live: এবার তৃণমূলপন্থী জুনিয়র ডাক্তারদের নিশানায় জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন!
এবার তৃণমূলপন্থী জুনিয়র ডাক্তারদের নিশানায় জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশন!
WB News Live Updates: টাকা আত্মসাতের অভিযুক্ত বিধায়ক! কর্মীদের প্রশ্নের মুখে মেজাজ হারালেন মন্ত্রী
টাকা আত্মসাতের অভিযুক্ত বিধায়ক! কর্মীদের প্রশ্নের মুখে মেজাজ হারালেন মন্ত্রী।
West Bengal News Live: উর্দি পরেই তৃণমূলের মঞ্চে IC, থানায় নেতার জন্মদিন পালন?
উর্দি পরেই তৃণমূলের মঞ্চে IC, থানায় নেতার জন্মদিন পালন?
WB News Live Updates: আবাসে দুর্নীতির অভিযোগে দিকে দিকে বিক্ষোভ, সতর্কবার্তা মন্ত্রীর
আবাসে দুর্নীতির অভিযোগে দিকে দিকে বিক্ষোভ, সতর্কবার্তা মন্ত্রীর
'আবাস যোজনার সার্ভের কাজে যেন কোনও অস্বচ্ছতা না থাকে'
'আবাসের তালিকা নিয়ে যেন কোনও অভিযোগ না ওঠে'
পূর্ব বর্ধমানের সমস্ত পঞ্চায়েত প্রধান, জনপ্রতিনিধিদের সতর্ক করলেন মন্ত্রী স্বপন দেবনাথ
West Bengal News Live: জেল থেকে মুক্ত কেষ্ট, দীপাবলির পরে আরও সক্রিয়, ইলামবাজারের সভায় উঠল 'টাইগার জিন্দা হ্যায়' স্লোগান
জেল থেকে মুক্ত কেষ্ট, দীপাবলির পরে আরও সক্রিয়
দীপাবলির পরেই ব্লকে ব্লকে জনসভায় বীরভূমের জেলা সভাপতি
ইলামবাজারের সভায় উঠল 'টাইগার জিন্দা হ্যায়' স্লোগান