West Bengal News Live: শিবপুরে অশান্তির ঘটনার তদন্তভার নিল CID
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
কলকাতা : হাওড়ার অশান্তির (Howrah Violence) ঘটনায় দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিলেন রাজ্যপাল। এই সংক্রান্ত স্পেশাল সেল তৈরির পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন রাজ্যপাল। রাজভবনের (Rajbhavan) বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে। এদিকে, হাওড়ায় (Howrah) রামনবমীর মিছিল (Ramnavami Rally) ঘিরে অশান্তি বাধল কেন, তা নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর।
আমতলায় উদ্বোধন হল নতুন বাস টার্মিনাসের। এখান থেকে চালু হল হাওড়াগামী ২ টি বাস-রুট পরিষেবা। আগামীদিনে, এখান থেকে ছাড়বে পুরী, দিঘা সহ বহু দূর পাল্লার বাস। খবর পরিবহণ দফতর সূত্রে। আজ ভার্চুয়ালি টার্মিনাসের উদ্বোধন করেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রীও।
তিলজলাকাণ্ডের অনুসন্ধানে রাজ্যে এসে বিস্ফোরক জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। প্রিয়াঙ্ক কানুনগোর অভিযোগ, পুলিশের বেআইনি কাজের প্রতিবাদ করায় থানার ভিতরেই তাঁকে মারধর করেছেন ওসি। অভিযোগের প্রেক্ষিতে পুলিশের প্রতিক্রিয়া মেলেনি। নাবালিকা খুনের তত্ত্বতালাশে গিয়ে তিলজলায় এদিন সংঘাতে জড়িয়েছে দুই কমিশন।
গরুপাচারকাণ্ডে (Cow Smuggling Case) আসানসোলের সিবিআই আদালতে পিছোল অনুব্রত-মামলার শুনানি। ইডি-র মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি বীরভূমের তৃণমূল সভাপতি। গরুপাচার মামলায় এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশ করার কথা ছিল অনুব্রতকে। দিল্লি হাইকোর্টে অনুব্রতর শুনানি জুলাই পর্যন্ত পিছোনোয় এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আসেননি তৃণমূল নেতার আইনজীবী। অন্যদিকে, নেটওয়ার্ক-সমস্যার কারণে আজ তিহাড় জেলে বন্দি সায়গল হোসেনকেও ভার্চুয়ালি পেশ করা যায়নি। অনুব্রত ও সায়গলের পরবর্তী শুনানি ২৭ এপ্রিল।
WB News Live: চিরকুট মন্তব্যের পাল্টা এবার মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি পাঠাবেন DA-এর আন্দোলনকারীরা
চিরকুট মন্তব্যের পাল্টা এবার মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিবকে চিঠি পাঠাবেন DA-এর আন্দোলনকারীরা। সেখানে আন্দোলনকারীদের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি চাকরিতে যোগদান ও পদের কথা উল্লেখ থাকবে। অন্যদিকে বিজেপি শাসিত অসম সরকারের ৪ শতাংশ DA বৃদ্ধি নিয়েও, সরগরম বঙ্গ রাজনীতি।
West Bengal Live News: লালন সাঁইয়ের গানে ঘুম ভাঙল নবাবের শহরের!
লালন সাঁইয়ের গানে ঘুম ভাঙল নবাবের শহরের! প্রভাতফেরীর মধ্যে দিয়ে মুর্শিদাবাদ শহরে এই প্রথম শুরু হল বাউল-ফকির উৎসব। ঐতিহাসিক পার্কের আমবাগানে বসেছে লোকগানের আসর।
WB News Live: শেষ হয়ে আসছে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্রের মেয়াদ
শেষ হয়ে আসছে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্রের মেয়াদ। তাই দ্রুত অরেঞ্জ লাইনে পরিষেবা শুরু করার কথা ভাবছে কলকাতা মেট্রো রেল। ঘোষণা করা হল নিউ গড়িয়া থেকে রুবি রুটের ভাড়ার তালিকা।
West Bengal Live News: শক্তিগড়ে ল্যাংচার দোকানে শ্যুটআউট
শক্তিগড়ে ল্যাংচার দোকানে শ্যুটআউট। ২ নম্বর জাতীয় সড়কের ধারে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু, আহত আরও ১। গাড়িতে এসে অপর একটি গাড়ি লক্ষ্য করে গুলি।
গাড়ির ভিতরে থাকা ২ জনের দেহে গুলি লাগে। ঘটনাস্থলেই মৃত্যু একজনের, আহত আরও ১। জাতীয় সড়কে প্রশ্নের মুখে নিরাপত্তা। কে বা কারা হামলা চালাল, স্পষ্ট নয়। হামলা চালিয়ে কলকাতার দিকে চলে আসে আততায়ীদের গাড়ি।
WB News Live: আগের দুয়ারে সরকারে আবেদন কিন্তু, এখনও মেলেনি পরিষেবা
আগের দুয়ারে সরকারে আবেদন। কিন্তু, এখনও মেলেনি পরিষেবা। এই অভিযোগে, দুই বর্ধমানের দুই জায়গায় বিক্ষোভ। কাঁকসায়, দুয়ারে সরকার ক্যাম্পে বিদ্যুৎ দফতরের টেবিল উল্টে দিলেন তৃণমূল নেতা। গলসিতে দুয়ারে সরকার কর্মসূচিতে ক্ষোভ উগরে দিলেন গ্রামবাসীরা।