Murshidabad Farmer Attack: ভারতীয় ভূখণ্ডে ঢুকে অত্যাচার, ২ কৃষককে বেধড়ক মার বাংলাদেশি দুষ্কৃতীদের
Bangladesh News: ভারত বাংলাদেশ সীমান্তের রানীতলা থানার নির্মলচরেভারতীয় ভূখণ্ডে ঢুকে ২ ভারতীয় কৃষককে বেধড়ক মারধর করে বাংলাদেশি দুষ্কৃতীরা।
রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: অশান্ত বাংলাদেশ। মুর্শিদাবাদের (Murshidabad Farmer Attack) রানিতলার নির্মল চরে ভারত বাংলাদেশ সীমান্তে আক্রান্ত ২ ভারতীয় কৃষক। মাঠে কাজ করার সময় বাংলাদেশের দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ।
আক্রান্ত ২ ভারতীয় কৃষক: বাংলাদেশজুড়ে চূড়ান্ত অরাজক পরিস্থিতির মধ্যেই এবার সামনে এল আরও চাঞ্চল্যকর অভিযোগ। ভারত বাংলাদেশ সীমান্তের রানীতলা থানার নির্মলচরে ভারতীয় ভূখণ্ডে ঢুকে ২ ভারতীয় কৃষককে বেধড়ক মারধর করে বাংলাদেশি দুষ্কৃতীরা। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে BSF। কৃষকদের দাবি, এই এলাকায় সীমান্তে কোন কাঁটাতার নেই। ফলে ওপারের দুষকৃতীরা ভারতীয় ভূখণ্ডে তাদের উপর অত্যাচার চালাচ্ছে। এই ঘটনার পর বৃহস্পতিবার এলাকায় গিয়ে বিএসএফের সাথে কথা বলেন স্থানীয় বিধায়ক রেয়াত হোসেন সরকার।
এদিকে বাংলাদেশের পরিস্থিতি যতই অশান্ত হচ্ছে, মৌলবাদী-কট্টরপন্থীদের দাপট যত বাড়ছে, ততই পশ্চিমবঙ্গের নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের জেল থেকে জঙ্গি পালানো, একাধিক সন্দেহভাজন জঙ্গিকে বাংলাদেশ প্রশাসনের মুক্তি দেওয়া, পশ্চিমবঙ্গে ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্ট বাংলাদেশিদের হাতে যাওয়া, বাংলাদেশি জঙ্গির ধরা পড়া, পরপর এই ধরনের ঘটনায় উদ্বেগ-আতঙ্ক চরমে উঠছে। গত দুদিনে ৮ জন জঙ্গিকে গ্রেফতার করেছে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ধৃত ৮ জনের মধ্য়ে ২ জন মুর্শিদাবাদের বাসিন্দা। মহম্মদ আব্বাস আলি হরিহরপাড়ার বাসিন্দা, মগুরার বাসিন্দা মিনারুল শেখ।
১০ ডিসেম্বর, আসাম পুলিশের এসটিএফের কাছে গোপন সূত্র মারফত খবর আসে। STF আধিকারিকরা জানতে পারেন, বাংলাদেশ থেকে নাশকতা চালানোর জন্য ভারতে ঢুকেছে বেশ কিছু জঙ্গি। এরপরই শুরু হয় 'অপারেশন প্রঘাত'। ১৬ ও ১৭ ই নভেম্বর বাংলা, কেরল ও আসামে অভিযান চালায় আসাম পুলিশের STF। এরপরই জালে ধরা পড়ে ৮ জঙ্গি। আসাম পুলিশের এসটিএফ সূত্রে খবর, কুখ্য়াত জঙ্গি সংগঠন আল কায়েদার শাখা সংগঠন 'আনসারউল্লা বাংলা'র প্রধান জসিমউদ্দিন রহমানির সহযোগী মহম্মদ ফারহান ইশরাকের নির্দেশেই বাংলাদেশ থেকে ভারতে ঢোকে একটি টিম। যার মধ্যে অন্যতম আসাম পুলিশের জালে ধরা পড়া মহম্মদ শাদ রদি ওরফে শব শেখ। এই মহম্মদ শাদ বাংলাদেশের রাজশাহির বাসিন্দা। তার কাছ থেকে পাওয়া গেছে বাংলাদেশের পরিচয়পত্র ও সার্টিফিকেট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: SSC Hearing: অব্যাহত OMR জট, প্রশ্নবাণে বিদ্ধ SSC; আগামী বছর ফের শুনানি