SSC Hearing: অব্যাহত OMR জট, প্রশ্নবাণে বিদ্ধ SSC; আগামী বছর ফের শুনানি
Supreme Court: 'আমি জানি না, ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সবকুছ কালা হ্যায়,' মন্তব্য প্রধান বিচারপতির
কলকাতা: নিয়োগ-দুর্নীতি মামলায় ওএমআর নিয়ে সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে প্রশ্নবাণে বিদ্ধ SSC। OMR শিট কবে নষ্ট করে দেওয়া যায় তার কোনও নিয়ম আছে? প্রশ্ন করেন প্রধান বিচারপতি। তাতে রাজ্য জানায় এক বছর পরে নষ্ট করে দেওয়া যায়।
গত ২২ এপ্রিলে নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। তার ফলে চাকরি যায় ২৫,৭৫৩ জনের। যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ। সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশও।
এদিন সুপ্রিম কোর্টের শুনানিতে প্রশ্ন ওঠে OMR Sheet সংরক্ষণ করা নিয়ে। প্রধান বিচারপতি রাজ্য সরকার ও SSC-র কাছে জানতে চান, OMR Sheet কবে নষ্ট করে দেওয়া যায় তার কোনও নিয়ম আছে? রাজ্য সরকারের আইনজীবী জানান, এক বছর। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, OMR Sheet-এর Mirror Image কি SSC সংরক্ষণ করেছিল? রাজ্য জানায় না। তখন প্রধান বিচারপতি বলেন, যেটা দেখা যাচ্ছে, SSC NYSA-কে নিযুক্ত করেছিল, সেখান থেকে এটা DATA SCANTECH-এর হাতে যায়। কিন্তু তারাও এটা করেনি। SSC-র কি উচিত ছিল না Mirror Image রেখে দেওয়া? কারণ এক্ষেত্রে আসল নথি হচ্ছে OMR। যদি OMR Sheet-এ কোনও পরিবর্তন হয়ে থাকে তাহলে সেটা সেখান থেকেই দেখা যাবে। যদি OMR Sheet পরে ভর্তি করা হয়ে থাকে বা পরিচয় গোপন করা হয়ে থাকে তাহলে তো সেটা OMR থেকেই দেখা যাবে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, "মূল কথা, আমাদের হাতে আসল OMR নেই, বা এমন কোনও Scanned Copy বা Mirror Image-ও নেই যেটা আমরা দেখতে পারি। বাস্তব চিত্র এটাই যে SSC কোনও MIRROR Image রাখেনি। একমাত্র নথি বলতে যা আছে তাহল, NYSA-কে দেওয়া Data SCANTECH এর Scanned Image। যেখান থেকে দেখা যাচ্ছে যে, SSC-র দেওয়া নম্বর এবং সার্ভারের নম্বর আলাদা আলাদা।'' প্রধান বিচারপতি আরও বলেন, "স্ক্যানিং-এর ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। Data SCANTECH এই কাজ SSC-র অফিসে করেছে। Scanner-এর Meta Data খতিয়ে দেখতে হবে যে কোনও পরিবর্তন করা হয়েছিল কিনা। এগুলো যদি সত্যি হয় তাহলে বৈধ-অবৈধ আলাদা করার কোনও উপায় নেই। প্রধান বিচারপতি জানতে চান, সমস্ত পরীক্ষার্থীর OMR Sheet সার্ভারে আছে? নাকি কিছু হারিয়ে গেছে?'' SSC-র আইনজীবী তখন বলেন, "SSC মূল্যায়নের বরাত NYSA-কে দিয়েছিল। Data SCANTECH-কে কোনও কাজের বরাত SSC দেয়নি। Data SCANTECH সম্পর্কে SSC কিছুই জানত না। আমরা কখনওই হলফনামা দিয়ে একথা বলিনি যে, আমাদের কাছে Mirror Image আছে। প্রায় ২৬ লক্ষ পরীক্ষার্থী ছিল, SSC নিয়মিত পরীক্ষা নেয়। সমস্ত OMR Sheet সংরক্ষণ করা সম্ভব না।
প্রধান বিচারপতি বলেন, "এখন মূল প্রশ্ন হল, হার্ড ডিস্কে পাওয়া তথ্যের সত্যতা। আমাদের কাছে যে Data Base বা তথ্য উপলব্ধ আছে সেটা কি আসল Data Base? এটাই এখন মূল প্রশ্ন। কারণ, CBI এ সম্পর্কে নির্দিষ্ট অবস্থান গ্রহণ করতে পারেনি। আমি এখন খালি OMR Sheet নিয়ে চিন্তিত, OMR পরিবর্তন করার সম্ভবনা নিয়ে আমি ভাবছি। আপনাদের তরফ থেকে থেকে কিছু Manipulation করা হয়েছে। এখন সেটা পঙ্কজ বনশলের তরফ থেকে করা হয়েছে কিনা খতিয়ে দেখা বাকি আছে। কিন্তু আপনাদের আধিকারিকরা সমস্যায় পড়বেন। তখন মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলেন, এই নিয়োগের সব থেকে বেশি সমস্যা হলে গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে। কারণ এখানেই সবথেকে বেশি অবৈধ নিয়োগ হয়েছে বলে অভিযোগ।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Jhargram News: পর্যটক টানতে উদ্যোগ, জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে আসছে দুই অতিথি