অভিষেকের দফতরে পঃ মেদিনীপুর, উত্তরবঙ্গের ২ বিজেপি বিধায়ক, শুরু জল্পনা
ক্লিক করে জেনে নিন আজকের লেটেস্ট খবর ।
LIVE
Background
১। বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতিতে অনুমতি দিল না পুলিশ। গঙ্গাসাগর মেলা, জি-২০ সম্মেলনের কারণ দেখিয়ে পিছোনোর অনুরোধ। গঙ্গা আরতি হবেই হবেই, হুঁশিয়ারি সুকান্তর। মমতাকে দেখে কর্মসূচি, পাল্টা কটাক্ষ তৃণমূলের
২। বেনজির আক্রমণের মুখে বিচারপতি রাজাশেখর মান্থা। যোধপুর পার্কে বাড়ির সামনে নাম-ছবি দিয়ে পোস্টার। অনুসন্ধানে পুলিশ। কারা মেরেছেন, জানা নেই, দাবি তৃণমূলের
৩। বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ির সামনে পোস্টার, এজলাসের বাইরে আইনজীবীদের একাংশের বিক্ষোভ, ধস্তাধস্তি। বিচার্য বিষয় বদলের দাবিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ।
৪। বিচারপতিকে বেলাগাম আক্রমণ। নিয়ন্ত্রণের চেষ্টায় নেপথ্যে তৃণমূল, আক্রমণে শুভেন্দু। কারা পোস্টার দিয়েছেন, জানা নেই, পাল্টা দাবি কুণালের।
৫। আবাসে দুর্নীতির অভিযোগে তোলপাড় রাজ্য, মুখ খুললেন দেব। 'যেটা ভুল, সেটা ভুল, আমার দল করলেও ভুল। যাদের পাকা বাড়ি, তারা পাচ্ছে, যাদের মাথায় ছাদ নেই, তারা পাচ্ছে না।'
৬। ঘোষণা ছাড়াই পঞ্চায়েত ভোটের আগে কীভাবে অস্থায়ী হোমগার্ড নিয়োগ? ক্যাডারদের কাজে লাগানোর আশঙ্কা করে ট্যুইট শুভেন্দুর। কোর্টে যান, চ্যালেঞ্জ কুণালের।
৭। পঞ্চায়েত ভোটে বাধা দিলে মারের দাওয়াই সৌমিত্রর।
৮। গরুপাচার মামলায় সিবিআই নজরে কেষ্টর বাড়ির পরিচারক ও মেয়ের গাড়ি চালক। আজ তলব। ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে সিউড়ির ব্যাঙ্কে বিজেপির বিক্ষোভ।
৯। শত্রুঘ্নর পরে এবার ভারত-জোড়ো যাত্রা নিয়ে রাহুলের প্রশংসায় চিরঞ্জিত।
১০। বিরোধী প্রধানমন্ত্রী পদে নীতীশের থেকে এগিয়ে মমতা-কেজরিওয়াল। বিজেপি সাংসদ সুশীল মোদির মন্তব্যে জোর জল্পনা।
WB News Live : অভিষেকের দফতরে পঃ মেদিনীপুর, উত্তরবঙ্গের ২ বিজেপি বিধায়ক
অভিষেকের দফতরে পঃ মেদিনীপুর, উত্তরবঙ্গের ২ বিজেপি বিধায়ক। ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে ২ বিজেপি বিধায়ক। তৃণমূলে এলে কী দায়িত্ব? কথা হয়েছে অভিষেকের সঙ্গে: সূত্র।
WB News Live : রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলায় কাঁথি থানার সাব ইন্সপেক্টর ও এক কনস্টেবলকে প্রায় ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিবিআই
পূর্ব মেদিনীপুরের রাঙামাটি শ্মশানে টেন্ডার দুর্নীতি মামলায় কাঁথি থানার সাব ইন্সপেক্টর ও এক কনস্টেবলকে প্রায় ২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। কাল তলব করা হয়েছে মামলার তদন্তকারী অফিসারকে। হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমে গতকালই আইসি-কে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
West Bengal News Live Updates : উল্টোডাঙায় নেশার আসরে ধারাল অস্ত্রের কোপে যুবক খুন
উল্টোডাঙায় নেশার আসরে যুবক খুন। ধারাল অস্ত্রের কোপে যুবক খুন। মির্জা বাগান এলাকায় নেশার আসরে খুন, মদ খাওয়ার সময় বচসা থেকে হামলা, অনুমান পুলিশের।
WB News Live : আরামবাগ পুরসভার চেয়ারম্য়ানের বিরুদ্ধে আবাস যোজনায় বিস্তর দুর্নীতির অভিযোগ
কোটি কোটি টাকার মালিক। রয়েছে ৩-৩টে বাড়ি। তারপরও পুর চেয়ারম্য়ানের স্ত্রী ও দুই ভাইয়ের নাম আবাস যোজনার তালিকায়! তৃণমূল পরিচালিত আরামবাগ পুরসভার চেয়ারম্য়ানের বিরুদ্ধে আবাস যোজনায় বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছে। স্বচ্ছতার উদাহরণ, খোঁচা দিতে দেরি করেনি বিজেপি।
West Bengal News Live Updates : অভিষেকের দফতরে পঃ মেদিনীপুর, উত্তরবঙ্গের ২ বিজেপি বিধায়ক
অভিষেকের দফতরে পঃ মেদিনীপুর, উত্তরবঙ্গের ২ বিজেপি বিধায়ক। ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে ২ বিজেপি বিধায়ক। তৃণমূলে এলে কী দায়িত্ব? কথা হয়েছে অভিষেকের সঙ্গে: সূত্র।