Bangladesh: সাঁড়াশি আক্রমণের মুখে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা । চলছে হিন্দুদের মারধর, বাড়িতে হামলা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ইসকনের সন্ন্য়াসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে জ্বলছে বাংলাদেশ। ঢাকা-চট্টগ্রাম থেকে রংপুর, তাঁর মুক্তির দাবিতে দিকে দিকে পথে নেমেছেন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন। কিন্তু সেই প্রতিবাদী হিন্দু সমাজের ওপরই নেমে আসছে সাঁড়াশি আক্রমণ। একদিকে হিন্দুদের মারধর, বাড়িতে হামলা, লুঠপাট চালাচ্ছে জামাত ও অন্য় মৌলবাদীরা, অন্য়দিকে রাস্তায় নামা হিন্দুদের । ওপর ব্য়াপক লাঠিচার্জ করছে বাংলাদেশের পুলিশ
আরও খবর...
বাংলাদেশ নিয়ে কেন নীরব মুখ্যমন্ত্রী? প্রশ্ন বিজেপির। তৃণমূলনেত্রীর দ্বিচারিতা, খোঁচা কংগ্রেসের।আন্তর্জাতিক ইস্যু, কেন্দ্রের অবস্থানকেই সমর্থন করবে তৃণমূল, বললেন অভিষেক।
বাংলাদেশে তালিবানের পদধ্বনি! চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে বাংলাদেশীদের ভিসা দেওয়া বন্ধের আর্জি শুভেনদুর। সোমাবার চেকপোস্টে বিক্ষোভ, বাংলাদেশগামী ট্রাক আটকানোর ডাক।
হিন্দু সন্ন্যাসীর গ্রেফতারির প্রতিবাদে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসে দেখা করে বেরিয়ে আরও একবার সুর চড়ালেন শুভেন্দু অধিকারী। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মুক্তির দাবি জানান তিনি। এর পাশাপাশি এদিন একাধিক ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে তুলোধনা করেন বিরোধী দলনেতা। একটি ভিডিও দেখিয়ে তিনি দাবি করেন, সেটা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক মন্ত্রীর। তাঁর বিস্ফোরক মন্তব্যের কথা শুনিয়ে শুভেন্দু পাল্টা সমালোচনায় সরব হন।