West Bengal Live : নতুন বছরের শুরুতে ফের করোনা আক্রান্তর মৃত্যু কলকাতায়
West Bengal Live Update : রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর সবার আগে...
LIVE
Background
কলকাতা : বালিগঞ্জের পর এবার গড়িয়াহাট, ফের কোটি টাকার হদিশ। গাড়ির ডিকিতে থরে থরে সাজানো ৫০০ টাকার বান্ডিল। কলকাতা পুলিশের এসটিএফের অভিযান, গাড়িতে বান্ডিল বান্ডিল নোট নিয়ে যাওয়ার সময় পাকড়াও। গ্রেফতার ২। কোথায়, কার কাছে নিয়ে যাওয়া হচ্ছিল বান্ডিল বান্ডিল নোট? এখনও রহস্য।
স্কুলে চাকরি দেওয়ার নামে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। অভিযুক্ত তৃণমূলকর্মীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার জেঠিয়া থানার পুলিশ। ঘটনায় তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। দল কোনএভাবেই এই ধরনের ঘটনাকে সমর্থন করে না। সত্য়ি প্রমাণিত হলে কঠোর শাস্তি পাক অভিযুক্ত, প্রতিক্রিয়া তৃণমূলের।
জামার ভেতরে সোনার পেস্ট বানিয়ে পাচারের চেষ্টা৷ কিন্তু শেষ রক্ষা হল না। কলকাতা বিমানবন্দরে আটক করা হল এক যাত্রীকে। গতকাল রাতে ইন্ডিগোর বিমানে ব্যাঙ্কক থেকে কলকাতায় আসেন এক যাত্রী। সন্দেহ হওয়ায় তাঁকে আটক করে শুল্ক দফতর।
নিয়োগ-দু্র্নীতিতে পরতে পরতে জালিয়াতির অভিযোগ উঠেছে কুন্তল ঘোষের বিরুদ্ধে। সিবিআই সূত্রে দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নাম দেখিয়ে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিতেন কুন্তল। টাকা নিয়ে পর্ষদের ওয়েবসাইটে উত্তীর্ণ দেখানোর পরে উধাও হয়ে যেত সেই চাকরিপ্রার্থীদের নাম।
বীরভূমে মাড়গ্রামে উদ্ধার হল ব্যাগ ভর্তি বোমা। পুলিশ সূত্র খবর, মাড়গ্রামে বোমা মারার ঘটনায় মূল অভিযুক্ত পঞ্চায়েত সদস্য সুজ্জাউদ্দিন শেখের খামার বাড়ি থেকে ৩টি ব্যাগ ভর্তি বোমা মিলেছে। পুলিশ জায়গাটিকে ঘিরে রেখেছে। বোমস্কোয়াডে খবর দেওয়া হয়েছে। প্রসঙ্গত, রবিবারই মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই-সহ ২ তৃণমূল কর্মীর। সেই ঘটনায় তদন্তে নেমে পুলিশ সুজ্জাউদ্দিন শেখ ও তাঁর ২ ছেলে সহ ৬জনকে গ্রেফতার করে।
West Bengal News Live Updates: দুয়ারে কড়া নাড়ছে পুলিশ
সমস্যার কথা শুনতে এবার দুয়ারে কড়া নাড়ছে পুলিশ? হুগলির পোলবায় এমন ঘটনা ঘিরে চাপানউতোর। পুলিশ দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল, অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। সম্পর্ক দৃঢ় করতে এই পদক্ষেপ, দাবি পুলিশ সুপারের।
WB News Live Updates: সাইবার প্রতারণার জেরে দুর্গাপুরে গ্রেফতার ঝাড়খণ্ডের ৪ যুবক
সাইবার প্রতারণার অভিযোগে ছত্রিশগড় সাইবার পুলিশের হাতে দুর্গাপুরের বিধাননগরের অরবিন্দ পথ এলাকার ভাড়া বাড়ি থেকে গ্রেফতার চার যুবক।
West Bengal News Live Updates: চিকেন পক্সে রাজ্যে একের পর এক মৃত্যু
চিকেন পক্সে রাজ্যে একের পর এক মৃত্যু। ফেব্রুয়ারিতেই এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।
WB News Live Updates: লাইনচ্যুত হাওড়ামুখী লোকাল ট্রেনের কামরা
দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়গপুর শাখায় লাইনচ্যুত হল হাওড়ামুখী লোকাল ট্রেনের একটি কামরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। একঘণ্টার মধ্যে রিলিফ ট্রেন এনে যাত্রীদের তুলে দেওয়া হয়। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ ।
West Bengal News Live Updates: ফের করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু কলকাতায়
২০২৩-এর শুরুতে ফের করোনা আক্রান্ত এক রোগীর মৃত্যু হল কলকাতায়। বেলেঘাটা আইডি-তে ভর্তি ছিলেন ওই রোগী। আদতে বিহারের বাসিন্দা তিনি। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।