West Bengal Live Updates: রাজ্যপালের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হচ্ছে, খবর সূত্রের
West Bengal Live Update : রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর সবার আগে...
LIVE
Background
কলকাতা : অমর্ত্য সেনের (Amartya Sen) সঙ্গে বিবাদে জড়িয়েছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় (Visva Bharati University) কতৃপক্ষ। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী (Bidyut Chakraborty) দাবি করেছেন, বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন অর্মত্য সেন। এই নিয়ে তিনবার বিশ্বভারতীর পক্ষ থেকে অর্মত্য সেনকে চিঠি দেওয়া হয়েছে এবং যৌথ ভাবে জমি জরিপের প্রস্তাবও দেওয়া হয়েছে।
জমি বিতর্কের মধ্যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুললেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন । দিল্লির লোকজন তাঁকে পছন্দ করেন না বলে আগেই অভিযোগ করেছিলেন। দিল্লির উপকার করতেই তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে এ বার অভিযোগ তুললেন তিনি। ওই জমি যে তাঁদের, তা-ও একবার স্পষ্ট ভাবে জানিয়ে দেন অমর্ত্য সেন।
স্ত্রীর দেহ আগলে স্বামী। গতকাল পুরসভার স্বাস্থ্য দপ্তরের কর্মীরা এলাকায় সার্ভে করতে আসেন হাওড়ার জগাছা থানার অন্তর্গত নন্দীপাড়া এলাকায়। তুষার চক্রবর্তীর(৭৫) বাড়িতে দরজা নক করতে গিয়ে দুর্গন্ধ পান।দরজা কেউ খোলেনি।খবর দেওয়া হয় পুলিশে।জগাছা থানার পুলিশ এসে দরজা খুলে দেখেন তুষার বাবু ঘরে বসে রয়েছেন।মেঝেতে পড়ে রয়েছে তার স্ত্রী তপতি দেবীর(৬৭) পচা গলা দেহ।
'বিজেপির বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে মানুষের জবাব দেওয়ার সমাবেশ'। 'বাংলাভাগের চক্রান্তের বিরুদ্ধে এই সমাবেশ'। 'এবার আসতে এক মাস দেরি হয়েছে, সবার কাছে ক্ষমা চাইছি'। 'শুধু ভোট চাইতে এখানে আসিনি'। 'আমাদের ভুলত্রুটির কারণে '১৯ ও '২১-এ মানুষ মুখ ফিরিয়েছিলেন'। 'তবে এই সমাবেশ পালাবদলের সমাবেশ'। 'মানুষ তৃণমূলকে চায়, কাল থেকে সবার বাড়ি যান'। মাথাভাঙার সমাবেশ থেকে তৃণমূল নেতাদের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।
আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র সহ পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধিত পাঁচ ব্যাক্তির নাম আরিফ মন্ডল, রঞ্জিত সাধুখান, অপূর্ব রায়, অমর রায় , নীলরতন বিশ্বাস । পুলিশ জানিয়েছে গতকাল গভীর রাতে গোপালনগর থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এই পাঁচ দুষ্কৃতী।
West Bengal News Live Updates:কাঁথিতে নাড্ডা, ত্রিপুরায় শুভেন্দু
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি জে পি নাড্ডা যখন রামনগরে সভা করলেন, তখন ত্রিপুরায় নির্বাচনী সভায় ব্যস্ত রইলেন শুভেন্দু অধিকারী। এনিয়ে তৃণমূল কটাক্ষ করলেও, সুকান্ত মজুমদার বলছেন, সভায় না থাকলেও, শুভেন্দু অধিকারী তো আমাদের সঙ্গেই আছেন।
WB News Live Updates: রাজ্যপালের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হচ্ছে, সূত্রের খবর
রাজ্যপালের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে সরিয়ে দেওয়া হচ্ছে, সূত্রের খবর। রাজ্য়পালের প্রিন্সিপ্যাল সেক্রেটারি নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হচ্ছে, সূত্রের খবর। নন্দিনী চক্রবর্তীর জায়গায় আনা হবে নতুন কাউকে, সূত্রের খবর। রাজ্যপাল নতুন টিম তৈরি করতে চাইছেন, সেই কারণেই সরানো হচ্ছে, সূত্রের খবর
West Bengal News Live Updates: শূন্য়স্থানে নিয়োগ-বিজ্ঞপ্তি
হাইকোর্টের নির্দেশে বাতিল শিক্ষাকর্মীদের শূন্যপদে নিয়োগের জন্য ফের তালিকা প্রকাশ করল SSC। ১ হাজার ৯১১টি শূন্যপদে নিয়োগের জন্য ওয়েটিং লিস্টে থাকা ১ হাজার ৪৪৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। যদিও ওয়েটিং লিস্টের তালিকাও চূড়ান্ত নয়, পরিবর্তন হতে পারে, জানিয়েছে কমিশন।
WB News Live Updates: জেলা আদালতের মালখানায় বাজেয়াপ্ত গাঁজার মধ্যে থেকেই মিলল হ্যান্ড গ্রেনেড
কোচবিহার জেলা আদালতের মালখানায় বাজেয়াপ্ত গাঁজার মধ্যে থেকেই মিলল হ্যান্ড গ্রেনেড! সেনার ব্যবহারের গ্রেনেড আদালতের মালখানায় এল কী করে? গাঁজার আড়ালে কি গ্রেনেড পাচার হচ্ছিল? উঠছে প্রশ্ন। আজ গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করে সেনা। মামলা রুজু করে তদন্তে নেমেছে পুলিশ।
West Bengal News Live Updates: কোচবিহারে নিশীথের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের
কোচবিহারে বিএসএফের গুলিতে তরুণের মৃত্য়ু, নিশীথের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের। ১৯ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক অভিষেকের। ১৯ ফেব্রুয়ারি সকাল ১০ থেকে সন্ধে ৬ পর্যন্ত নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করবে তৃণমূল।