West Bengal News Live: রাতের কলকাতায় ভারী বর্ষণ
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন জেলার সমস্ত খবরের আপডেট
LIVE
Background
কলকাতা: বউবাজারের (Bowbazar) দুর্গা পিটুরি লেনে বাড়ছে ফাটল? কেএমআরসিএলের আশ্বাসের মধ্যেই আতঙ্ক। শুরু হল সিমেন্ট দিয়ে ফাটল বোজানোর কাজ।
১৯-এর আতঙ্ক ফিরল বউবাজারে। পরপর বাড়িতে ফাটল। মধ্যরাতে গৃহহীন অসংখ্য মানুষ। কেউ হোটেলে, কেউ সারারাত কাটালেন রাস্তায়।
সুড়ঙ্গে জল ঢুকেই বিপত্তি, মনে করছে কেএমআরসিএল (KMRCL)। দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা। পুরনো বাড়ি রাখা নিয়েই সন্দিহান মেয়র (Mayor)।
বউবাজারে কেন বারবার বিপত্তি, দায় নিয়ে চাপানউতোর। পরপর বাড়িতে ফাটল, আতঙ্কে বাসিন্দারা। ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে রেলমন্ত্রীকে চিঠি অধীরের। ঘটনাস্থল পরিদর্শনের অনুরোধ।
আড়াই বছর পর আগে পাওয়া বাড়ির ফিট সার্টিফিকেট (Certificate) নিয়ে প্রশ্ন বউবাজারের ঘরছাড়াদের।
আনিস-খুনে (Anish Murder Case) সিটের রিপোর্ট নিয়েই প্রশ্ন হাইকোর্টের। পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হলে কেন ৩০৪-এ ধারার প্রয়োগ? প্রশ্ন আদালতের।
পালাতে গিয়ে পড়ে মৃত্যু হলে কেন দায়ী পুলিশ? আনিসকাণ্ডে প্রশ্ন (Anish Murder Case) কোর্টের। পলিগ্রাফ টেস্টের রিপোর্টের উল্লেখ রাজ্যের। মানতে নারাজ পরিবার।
অর্জুনের (Arjun Singh) বাড়ির কাছে বোমা, এনআইএ-র হাতে ভাটপাড়ার তৃণমূল (TMC) কাউন্সিলরের ছেলে গ্রেফতার। খুশি করার চেষ্টা, খোঁচা কুণালের।
জোর করে জমি দখল করে নন্দীগ্রামের মতোই সংঘর্ষের হুঁশিয়ারি শুভেন্দুর। শুধুই নাটক, খোঁচা কুণালের।
আদিবাসী-উচ্ছেদ করে শিল্পের বিরুদ্ধে বিজেপির দেউচা পাঁচামি অভিযান।প্রতিবাদে জমি-বাঁচাও কমিটির বিক্ষোভ। অশান্তি তৈরির চেষ্টা, অভিযোগ তৃণমূলের।
দিল্লিতে অভিষেককে তলব, প্রশ্নের মুখে ইডি। সস্ত্রীক সাংসদ অভিযুক্ত না সাক্ষী? কলকাতায় জিজ্ঞাসাবাদে কী সমস্যা? জানতে চাইল সুপ্রিম কোর্ট। সময় চাইল ইডি।
৪ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা বকেয়া থাকার অভিযোগ। হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। আবাস যোজনায় বরাদ্দেরও দাবি।
স্থানীয়দের চাকরির দাবিতে কল্যাণী এইমসে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ।
ফের বিতর্কে নির্মল মাজি (Nirmal Maji)। রোগী ভর্তিতে দেরী কেন? প্রশ্ন তুলে প্রবীণ চিকিৎসককে হেনস্থার অভিযোগ। রোগী ফেলে রাখার পাল্টা দাবি তৃণমূল বিধায়কের।
ঘুচল রাজ্যে আইএএস ও ডব্লুবিসিএস প্রোমোটি অফিসারদের বিশেষ ভাতার ব্যবধান। পঞ্চায়েত ভোটের আগে ঘোষণা মুখ্যমন্ত্রীর।
প্রয়োজনে আরও জেলা ভাগের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর। আগেই করা উচিত ছিল, কার্যত সমর্থন দিলীপের। নেপথ্যে রাজনৈতিক কারণ দেখছে বাম-কংগ্রেস।
West Bengal News Live: নন্দনে জায়গা মেলেনি অপরাজিত’র, ক্ষুব্ধ সায়নী
নন্দনে জায়গা পেল না সায়নী-অভিনীত ‘অপরাজিত’। কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ।
WB News Live Updates: গরমে স্বস্তি দিয়ে বৃষ্টি কলকাতায়
অসহ্য গরমে খানিক স্বস্তি। রাতের কলকাতায় ভারী বৃষ্টি।
West Bengal News Live: মেট্রোর রুট বদল নিয়ে তরজা শাসক-বিরোধীর
কিছু মানুষের স্বার্থ দেখতেই মেট্রোর রুট বদলে বাধ্য করা হয়েছিল, কটাক্ষ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের। ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে বিজেপি, পাল্টা তোপ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের।
WB News Live Updates: রুট বদল নিয়ে প্রশ্ন বিজেপির
উপযুক্ত ক্ষতিপূরণ, পুনর্বাসনের প্রতিশ্রুতি সত্ত্বেও কেন হল রুট বদল? প্রশ্ন তুললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
West Bengal News Live: আগামী সপ্তাহে পুরসভাকে রিপোর্ট মেট্রো কর্তৃপক্ষের
বউবাজারে ধস, একাধিক বাড়িতে ফাটল। পরিস্থিতি পর্যালোচনা করতে পুর কর্তৃপক্ষের সঙ্গে কেএমআরসিএলের বৈঠক। আরও ৩ মাস পিছিয়ে যাবে মেট্রোর কাজ, বললেন কেএমআরসিএল-এর এমডি। আগামী সপ্তাহে পুরসভাকে রিপোর্ট দেবে কেএমআরসিএল।