Suvendu Adhikari: 'ট্রেলার দেখালাম, বাংলাদেশ না শুধরালে এবার পুরো সিনেমা দেখাব', হুঙ্কার শুভেন্দুর
Suvendu on Bangladesh Issue: বাংলাদেশকে ফের হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতার। শুভেন্দু বলেন, 'বাংলাদেশের উপর আমরা নির্ভর করি না, আমাদের উপর বাংলাদেশ নির্ভর করে।'
কলকাতা: বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার। বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের পর প্রকাশ্যে এল নতুন ভিডিও। 'ঢাকার উত্তরায় খুনের উদ্দেশ্যে ইসকন সদস্যের উপর হামলা'। এক্স হ্যান্ডলে চাঞ্চল্যকর ভিডিও পোস্ট 'সেভ বাংলাদেশি হিন্দুস'-এর। বাংলাদেশে হিন্দু-নিপীড়নের প্রতিবাদে পথে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি নামে একটি সংগঠনের। এদিন বাংলাদেশে লাগাতার হিন্দু-নিপীড়ন, পেট্রাপোলের পর এবার ঘোজাডাঙাতেও বিক্ষোভ শুভেন্দু অধিকারীর।
বাংলাদেশকে ফের হুঁশিয়ারি রাজ্যের বিরোধী দলনেতার। শুভেন্দু বলেন, 'বাংলাদেশের উপর আমরা নির্ভর করি না, আমাদের উপর বাংলাদেশ নির্ভর করে। হাসিমারায় ৪০টি যুদ্ধবিমান রাখা আছে, দুটো পাঠিয়ে দিলেই কাজ হয়ে যাবে। আমরা বিদ্যুৎ না পাঠালে বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। কী ভাবে শায়েস্তা করতে হয়, আমরা জানি। আমাদের প্রধানমন্ত্রী ৩৭০ ধারা উপড়ে ফেলে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছেন। ৫০০ বছরের অযোধ্যা-বিবাদ মিটিয়ে রামমন্দির তৈরি করেছেন। চিনের সঙ্গেও সামরিক শক্তিতে পাল্লা দেওয়ার ক্ষমতা ভারতের আছে। বড় বড় আওয়াজ বন্ধ করতে আমরা জানি। ৭১ সালে ১৭ হাজার ভারতীয় সেনা আত্মবলিদান দিয়ে বাংলাদেশের জন্ম দিয়েছেন। ট্রেলার দেখালাম, বাংলাদেশ না শুধরালে এবার পুরো সিনেমা দেখাব।'
আরও পড়ুন, ট্যাঙ্কার নিয়ে ভারত সীমান্তে এগিয়ে আসছে বাংলাদেশ! সোশালে ভাইরাল ছবি!
বাংলাদেশের হিন্দুদের রক্ষায় এবার রাষ্ট্রসংঘের সহায়তা চাইল বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। সেই সঙ্গে জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি দাবি করে বিশ্ব মানবাধিকার দিবসে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আজ বাংলাদেশসহ সারা পৃথিবীর হিন্দুদের মুখে কালো কাপড় বেঁধে এবং চিন্ময় দাসের মুক্তির প্ল্যাকার্ডের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করার অনুরোধ জানিয়েছে জোট। সোমবার সন্ধ্যায় জোটের পক্ষে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। আজ ফেসবুকসহ বিভিন্ন সোশাল মিডিয়ায় ছবি পোস্টের পাশাপাশি বুধবার প্রার্থনার দিনক্ষণ নির্ধারণ করা হয়। বুধবার গীতা জয়ন্তী উপলক্ষে প্রতিটি মন্দিরে চিন্ময় দাসের মুক্তি কামনায় গীতাপাঠ করার আহ্বান জানানো হয় বিবৃতিতে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে