West Bengal News Live : সিউড়ির সভা থেকে শাহি-আক্রমণ, পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
West Bengal News : জেলা থেকে জেলা, বাছাই করা গুরুত্বপূর্ণ খবর ।
LIVE
Background
বিচারপতির মুখে অভিষেক : শহিদ মিনারের ভাষণের সুরেই কুন্তলের অভিযোগ। নিয়োগ মামলায় বিচারপতির মুখে অভিষেকের নাম। জিজ্ঞাসাবাদ করলে দ্রুত হোক, জানাল হাইকোর্ট।
'টার্গেট অভিষেক' : এজেন্সির বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ। অভিষেককে ইডি-সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে জানাল হাইকোর্ট। পাল্টা জবাব তৃণমূলের।
'অনুমতি ছাড়া এফআইআর নয়' : কোর্টের অনুমতি ছাড়া নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-সিবিআই অফিসারদের বিরুদ্ধে এফআইআর নয়। পদক্ষেপ করতে পারবে না নিম্ন আদালত, পুলিশ। নির্দেশ হাইকোর্টের।
কুণাল বনাম বিকাশ : বিচারপতিকে বিরোধীদের ক্যাডার বলে কটাক্ষ কুণালের। পাল্টা জবাব বিকাশের।
অভিষেকে নীরব পার্থ : দলে ব্রাত্য, তাও দলের পাশে পার্থ। তৃণমূল আবার জাতীয় দলের তকমা ফিরে পাবে বলে দাবি। চুপ অভিষেক নিয়ে কুন্তলের অভিযোগে।
'মুখ খোলাবেন না' : কয়েকজন জামিন পেয়ে যান, এমন পদক্ষেপ করছেন। মুখ খোলাবেন না।
সিবিআইয়ের আইনজীবীকে ভর্ৎসনা বিচারপতির। পক্ষপাত দেখছে তৃণমূল।
শিলিগুড়িতে ঝরল রক্ত : নিয়োগে দুর্নীতির প্রতিবাদে ডিওয়াইএফআইয়ের উত্তরকন্যা অভিযানে রণক্ষেত্র শিলিগুড়ি। ঝরল রক্ত। পুলিশকে ইট, পাল্টা কাঁদানে গ্যাস, লাঠিচার্জ।
নিশীথকাণ্ডে সিবিআই খারিজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর কনভয়ে হামলা, সুপ্রিম কোর্টে জোর ধাক্কা বিজেপির।
সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে হাইকোর্ট রায় পুনর্বিবেচনা করার নির্দেশ।
সিবিআই-সংঘাত: দিনহাটায় কনভয়ে হামলাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ। বিজেপির মিথ্যাচার ফাঁস, কটাক্ষ উদয়নের। হাইকোর্ট তো পুনর্বিবেচনা করবে, দাবি সুকান্তর।
'কারও চাকরি খাব না' কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ফের সরব মুখ্যমন্ত্রী। বললেন, 'দিল্লির কাছে ভিক্ষে চাইতে যাব না। অনেক টাকা আটকে রাখা হয়েছে। কারও চাকরি যাবে না'
আজ সিউড়িতে শাহি সভা : পঞ্চায়েত ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্যে অমিত শাহ। সিউড়িতে সভা। রবিবার পাল্টা সভার প্রস্তুতি তৃণমূলের। দায়িত্বে ফিরহাদ।
দণ্ডিকাণ্ডে গ্রেফতার : ৫ দিন পরে অবশেষে দঃ দিনাজপুরে দণ্ডিকাণ্ডে ২ তৃণমূল নেতা-কর্মী গ্রেফতার।
হেফাজতেই চাইল না পুলিশ। ১৭ এপ্রিল পর্যন্ত ২জনেরই জেল হেফাজত।
রাজু খুনে ঝাড়খণ্ড গ্যাং? : রাজু ঝা খুনের নেপথ্যে ঝাড়খণ্ডের গ্যাং, সন্দেহ সিটের।
হাজারিবাগ জেলে বন্দি দুষ্কৃতীর যোগসূত্র থাকার সম্ভাবনা। নজরে জেলের ঢোকা, বাইরের ফুটেজ।
WB News Live: সিউড়ির সভা থেকে শাহি-আক্রমণ, পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
সিউড়ির সভা থেকে শাহি-আক্রমণ, পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 'আমার অস্তিত্ব কষ্ট দিলে, আগে মিটিয়ে দিন রাজ্যের বকেয়া, রাজ্যের পাওনা ১ লক্ষের বেশি, মেটালে সরে যাব রাজনীতির ময়দান থেকে', কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
West Bengal News Live: বড়ঞার আন্দিতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই
আমবাগান থেকে ফটোকপির দোকান বিধায়ককে নিয়ে সিবিআইয়ের তল্লাশি।বড়ঞার তৃণমূল বিধায়কের বাড়ি, অফিস, আত্মীয়ের বাড়িতে তল্লাশি। বড়ঞার আন্দিতে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে সিবিআই।
WB News Live : ফেলে দেওয়া জোড়া ফোনের খোঁজে বিধায়কের বাড়ির পুকুরে তল্লাশি
সাড়ে ১০ ঘণ্টা পার, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। ফেলে দেওয়া জোড়া ফোনের খোঁজে বিধায়কের বাড়ির পুকুরে তল্লাশি। অফিসারদের হাত থেকে ছিনিয়ে ফোন ফেলে দেন বিধায়ক, দাবি সিবিআই সূত্রে। পুকুরের জল তুলে ফেলে দেওয়া জোড়া ফোনের খোঁজে সিবিআই তল্লাশি।
West Bengal News Live: সংগঠনের জোরেই লড়তে হবে পঞ্চায়েত ভোটে: শাহ
'সংগঠনের জোরেই লড়তে হবে পঞ্চায়েত ভোটে। পঞ্চায়েত স্তরে ঠিকমতো হিসেব না দেওয়ায় বঞ্চিত সাধারণ মানুষ', মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে', সিউড়ি সফর সেরে বঙ্গ বিজেপিকে বার্তা অমিত শাহের
WB News Live : চৈত্র সংক্রান্তির দিন কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
চৈত্র সংক্রান্তির দিন কালীঘাটে পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।