West Bengal News :' আলিপুরের ক্রিমিনাল কোর্টের জন্য বরাদ্দ হয়েছে ৪৫ কোটি টাকা', ঋষি অরবিন্দের মূর্তি উন্মোচনে বার্তা মুখ্যমন্ত্রীর
এক ক্লিকেই জেলা জেলার খবর
LIVE
Background
আজকের শিরোনাম ( Headlines )
- ১০০-২০০ নয়, ৩৫o কোটির নিয়োগ দুর্নীতি? কেলেঙ্কারি দেখে এভারেস্টকেও মনে হচ্ছে অযোধ্যা পাহাড়! কোর্টে বিস্ফোরক ইডি ( ED )। ২৪ মার্চ পর্যন্ত হেফাজতে শান্তনু ( Shantanu Banerjee ) ।
- শান্তনু বন্দ্যোপাধ্যায়ের দুটি ফোন সোনার খনি! আরও অনেক প্রভাবশালী জড়িত। কেস ডায়েরিতে এমন এমন নাম, দেখলে চমকে যাবেন। সওয়াল ইডির আইনজীবীর। শান্তনুর ফোন 'সোনার খনি'!
- মোবাইলেই আছে সব তথ্য। কার্যত শান্তনু-ইডির এক সুর।
- দুর্নীতির কালো টাকাতেই বিপুল সম্পত্তি? কুন্তলের থেকে নগদে কোটিরও বেশি নিয়েছিলেন শান্তনু। প্রভাবশালী তত্ত্বে কোর্টে বিস্ফোরক দাবি ইডির।
- কয়েক বছরে বিপুল সম্পত্তির মালিক। গ্রেফতারির পরে কুন্তলের ঘাড়েই দায় ঠেললেন শান্তনু।
- বছরে ৬ লক্ষ টাকা আয় থেকে রকেট গতিতে ধনকুবের! কোথায় কোথায় ছড়়িয়ে শান্তনুর সম্পত্তির সাম্রাজ্য? রেজিস্ট্রি অফিসের কাছে তথ্য চাইল ইডি।
- গ্রেফতারির পর শান্তনুর বিরুদ্ধে সরব দলেরই নেতা। '১৮-র পঞ্চায়েতে পছন্দের প্রার্থীকে জেতাতে সন্ত্রাসের অভিযোগ।
- ০ পেয়েও ৫৮, ২ পেয়েও ৫৬। ৩ হাজার ৪৭৮ জনের মধ্যে ৩ হাজার ৩০ জনেরই নম্বরে কারচুপি। গ্রুপ সি-র নিয়োগে দেদার দুর্নীতি কবুল কমিশনের।
- কুন্তল-যোগে আজ ফের অভিনেতা বনি সেনগুপ্তকে ইডির তলব।
- ফের স্কুলে চাকরি চুরিতে শাসক-যোগ। বাঁকুড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যর ভাইপোর নাম চাকরিচ্যুতদের তালিকায়। বিজ্ঞপ্তি প্রকাশের পর উধাও!
- আজ নন্দীগ্রাম দিবস। শাসক-বিরোধী সংঘাতের মধ্যেই বিজেপিকে প্রথমে ২ ঘণ্টার শান্তিপূর্ণ মিছিলে হাইকোর্টের অনুমতি। তারপরে কর্মসূচি পালন করতে পারবে তৃণমূল।
- নাটক বন্ধ না করলে বোমা মেরে ডিএ-র মঞ্চ ওড়ানোর হুমকি পোস্টার। থানায় অভিযোগ দায়ের আন্দোলনকারীদের।
- সাগরদিঘিতে জোটের কাছে ধাক্কা। পঞ্চায়েতের আগ ঘর গোছাতে চায় তৃণমূল।
- রণকৌশল নিয়ে শুক্রবার মমতা-অভিষেকের উপস্থিতিতে কালীঘাটে বৈঠক।
- কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের সমবায় সমিতির নির্বাচনে তৃণমূলের হার, ৮ বছর পরে জয়ী সিটু। ১৫টির মধ্যে ১০টিতেই জয়। খাতাই খুলতে পারল না গেরুয়া শিবির।
- সংসদে একলা চলো নীতি তৃণমূলের। কংগ্রেসের ডাকা বিরোধী দলের বৈঠকে সিপিএম, আরজেডি, জেডিইউ সহ ১৬ বিরোধী দল। নেই তৃণমূল।
- উদ্বেগ বাড়িয়ে শ্বাসকষ্টজনিত অসুখ, অ্যাডিনো ভাইরাসে বাড়ছে শিশু মৃত্যু। এবার ডেথ অডিট করবে সরকার। টেস্টের খরচেও রাশ টানার ভাবনা।
- আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক ( Higher Secondary ) । শিয়ালদা মেন লাইনে কমবে বাতিল ট্রেনের সংখ্যা। সময়েই রেল চলার আশ্বাস। ২০ মার্চ পর্যন্ত চলবে লাইনের কাজ।
WB News Live :আমি তৃণমূলের লোক। সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত জয়ী কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের এই মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্ক।
আমি তৃণমূলের লোক। সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত জয়ী কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসের এই মন্তব্য ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। এনিয়ে মুখ খুলেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বায়রনের অবশ্য দাবি, তিনি তৃণমূল নন, তৃণমূলী। কংগ্রেসে ছিলেন, আছেন এবং থাকবেন।
WB News Live Update:বেহালায় জেমস লং সরণিতে ব্যবসায়ীর রহস্যমৃত্যু
বেহালায় জেমস লং সরণিতে ব্যবসায়ীর রহস্যমৃত্যু। অফিস থেকে ব্যবসায়ী উমেশ সিংহের ঝুলন্ত দেহ উদ্ধার। বেহালায় টেলিমেডিসিনের ব্যবসায়ীর রহস্যমৃত্যু
আত্মহত্যা, না অন্য কিছু, খতিয়ে দেখছে পুলিশ।
WB News Live :কয়লা পাচারকাণ্ডে এবার বীরভূমের সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই
কয়লা পাচারকাণ্ডে এবার বীরভূমের সিউড়ি থানার আইসি শেখ মহম্মদ আলিকে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করল সিবিআই।
Recruitment Scam:'সামাজিক স্টেটাস নষ্ট হচ্ছে। আমি অত্যন্ত উচ্চ বংশের মেয়ে', বিচারককে বললেন অর্পিতা মুখোপাধ্যায়
'সামাজিক স্টেটাস নষ্ট হচ্ছে। আমি অত্যন্ত উচ্চ বংশের মেয়ে', বিচারককে বললেন অর্পিতা মুখোপাধ্যায়
WB News Live :নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি, তাও 'অপা'র 'প্রেম'!
নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি, তাও 'অপা'র 'প্রেম'! ভার্চুয়াল শুনানিতেই ইশারায় ইশারায় কথা পার্থ-অর্পিতার!