West Bengal News Live Updates: 'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য
Bengali News Live Updates: বাংলার প্রতি মুহূর্তের সব খবরের আপডেট জেনে নিন এক ক্লিকে।
LIVE
Background
১। অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে মমতার আক্রমণ (Mamata Banerjee)। পাল্টা ৫ পাতার খোলা চিঠি শুভেন্দুর। ভোট ব্যাঙ্কের স্বার্থে সীমান্ত রক্ষী বাহিনীর অবমাননার অভিযোগ। (Suvendu Adhikari)
২। অনুপ্রবেশকারীদের ভিড়ে ABT জঙ্গি! শ্রমিকের আড়ালে অসম থেকে বাংলায় ঢুকে শুরু সন্ত্রাসবাদী কার্যকলাপ। এক জঙ্গিকে জেরা করে বড় নেটওয়ার্কের হদিশ পেল অসম এসটিএফ। (Bangladeshi Infiltrators)
৩। পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে সর্ষের মধ্যেই ছিল ভূত! উত্তর ২৪ পরগনায় পুলিশের তল্লাশি, পাসপোর্ট সেকশনে ভেরিফিকেশনের দায়িত্বে থাকা প্রাক্তন অফিসার গ্রেফতার! (Passport Fraud)
৪। কলকাতা পুলিশের সিকিওরিটি কন্ট্রোল অফিসে বসেই পাসপোর্ট জালচক্র? জোড়-বিজোড়ের তারিখের সুযোগ নিয়ে বেছে বেছে ভেরিফিকেশনের নামে জালিয়াতি। (Kolkata Police)
৫। জন্মের জাল শংসাপত্র দিয়ে পাসপোর্টের ছক। বর্ধমানে ২জনকে গ্রেফতারির সূত্র ধরে হুগলির সিঙ্গুর থেকে আরও ২জন গ্রেফতার। নেপথ্যে আর কারা? তদন্তে পুলিশ।
৬। ২দিন পার, মোটিভ কী? মাস্টারমাইন্ডও বা কে? মালদায় তৃণমূল নেতা খুনে আরও ২জনের গ্রেফতারিতেও রহস্য। স্ত্রী বলছেন, বড় মাথা আছে। আসল অপরাধীদের যেন আড়াল না করা হয়। (Malda News)
৭। তৃণমূল নেতার বাড়ির কাছেই আততায়ীদের ঘাঁটি, জানতেই পারল না কেউ! আশ্রয় থেকে রুটম্যাপ-সাহায্যের অভিযোগে ২জন গ্রেফতার। কোর্ট-নজরদারিতে সিবিআই চান শুভেন্দু। (TMC News)
৮। মালদার পর এবার মুর্শিদাবাদ, ফের শ্যুটআউট। কর্মসূচিতে যাওয়ার সময় যানজটে তৃণমূলকর্মীদের বাস, বচসার সময় হঠাৎ গুলি।
৯। মালদা, মুর্শিদাবাদের পর বীরভূম। এবার খুনের আশঙ্কা করার পরই বীরভূমে কেষ্ট ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতে বোমা।
১০। মুর্শিদাবাদে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, বোমার ভাণ্ডার। টার্গেট ছিলেন পুরসভার চেয়ারম্যান?
১১। দ্বিতীয় হুগলি সেতুতে প্রকাশ্যে বেনজির সংঘাতে বাবুল সুপ্রিয় এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়। (Babul Supriyo) (Abhijit Gangopadhyay)
১২। আর জি করে চিকিৎসককে ধর্ষণ-খুন। দেহ সৎকারে তাড়াহুড়ো থেকে সিবিআই-পুলিশের তদন্ত। ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন পরিবারের। (RG Kar Case)
১৩। নিট পিজির কাউন্সেলিং নিয়ে কেন্দ্রের নির্দেশিকা ঘিরে বিতর্ক। কমল জেনারেল ক্যাটিগরির জন্য কাট অফ মার্কস। ন্যূনতম ১৫ শতাংশ নম্বর পেলেই মিলবে সুযোগ। (NEET PG)
১৬। হঠাৎ ভাঙল উত্তর সিকিমের লাচুংয়ে লোহার সেতু। গ্যাংটকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। আটকে থাকা পর্যটকদের উদ্ধার। ঘুরপথে যাতায়াত। (Sikkim News)
১২। সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ভারত-বাংলাদেশে আটক মৎস্যজীবী আদানপ্রদান। ওপার বাংলা থেকে এপারে ফিরবেন ৯৫জন।
Bangladesh News: প্রশিক্ষণ নিতে বাংলাদেশি বিচারকদের ভারত সফর বাতিল
ইতিহাস ভুলেছে বাংলাদেশ, ভারতের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে ইউনূস সরকার। প্রশিক্ষণ নিতে বাংলাদেশি বিচারকদের ভারত সফর বাতিল। বাংলাদেশের ৫০ জন বিচারকের ভারত সফর বাতিল। ভোপালে জুডিশিয়াল অ্যাকাডেমিতে প্রশিক্ষণ কর্মসূচিতে আসছেন না বাংলাদেশি বিচারকরা। আগে অনুমতি দিয়েও এখন বিচারকদের ভারত সফরের অনুমতি প্রত্যাহার। বিচারকদের ভারত সফরের অনুমতি প্রত্যাহার বাংলাদেশের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রকের।
pradeep bhattacharya: 'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য
"মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করছে কংগ্রেস", বিস্ফোরক মন্তব্য বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। বললেন, "যেদিন মমতাকে দল থেকে বহিষ্কার করা হয়, তখন সোমেন মিত্র ফোনে জানান, সীতারাম কেশরী নির্দেশ দিয়েছেন। আমি সোমেন মিত্রকে বারণ করেছিলাম। সোমেনকে বাধ্য করা হয়েছিল। সেই প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে।"
pradeep bhattacharya: 'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও দিচ্ছে কংগ্রেস', বললেন প্রদীপ ভট্টাচার্য
'মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও দিচ্ছে কংগ্রেস', বিস্ফোরক মন্তব্য বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্যের। বললেন, "যেদিন মমতাকে দল থেকে বহিষ্কার করা হয়, তখন সোমেন মিত্র ফোনে জানান সীতারাম কেশরির নির্দেশ দিয়েছেন। আমি সোমেন মিত্রকে বারণ করেছিলাম। সোমেনকে বাধ্য করা হয়েছিল। সেই প্রায়শ্চিত্ত আজও কংগ্রেসক।"
Sukanta Majumdar: 'ব্যর্থ মুখ্যমন্ত্রীর লজ্জা লুকানোর জায়গা নেই', পাসপোর্ট জালিয়াতি নিয়ে সুকান্ত
পাসপোর্ট জালিয়াতিকাণ্ডে গ্রেফতার প্রাক্তন এসআই। মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। 'রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী প্রশাসনকে দুর্নীতিতে জড়িয়ে ফেলেছেন। সরকারি পৃষ্ঠপোষকতায় অনুপ্রবেশে মদত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এবিষয়ে কর্ণপাত করেননি। চাপে পড়ে পুলিশ এখন প্রাক্তন কর্মকর্তাদের গ্রেফতার করতে বাধ্য হচ্ছে। মুখ্যমন্ত্রীর গোয়েন্দা সংস্থাগুলি হঠাৎ জেগে উঠেছে। অনুপ্রবেশের মাধ্যমে ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখতে চান মমতা দি। পুলিশকে কাজে লাগিয়ে ভোটব্যাঙ্ক সুরক্ষিত রাখার মরিয়া প্রচেষ্টা চালানো হয়েছে। ব্যর্থ মুখ্যমন্ত্রীর লজ্জা লুকানোর জায়গা নেই!' মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।
Passport Fraud: জোড়-বিজোড়ের খেলাতেই রাশি রাশি পাসপোর্ট জালিয়াতি?
জোড়-বিজোড়ের খেলাতেই রাশি রাশি পাসপোর্ট জালিয়াতি? জাল পাসপোর্ট চক্রে প্রাক্তন পুলিশ অফিসার গ্রেফতার। প্রাক্তন SI-এর গ্রেফতারির পরে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে: সূত্র। নিয়ম অনুুযায়ী বিজোড় তারিখে পাসপোর্ট ভেরিফিকেশনের ফাইল দেখে স্থানীয় থানা। জোড় তারিখে ফাইল এলে, ভেরিফিকেশন করে সিকিওরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের অফিসার। এই ক্ষেত্রে এনকোয়ারি অফিসার থাকতেন পাসপোর্ট জালচক্রে ধৃত আব্দুল হাই। পরিকল্পনা করেই পাসপোর্টের ফাইল জোড় তারিখে ফেলার চেষ্টা করত চক্র: সূত্র।