West Bengal News Live: কলকাতায় ৫০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
West Bengal News : জেলা থেকে শহর, রাজ্যের সব গুরুত্বপূর্ণ খবর দেখে নিন চটজলদি।
LIVE
Background
প্রাথমিক স্কুলে (Primary School) এবার পড়াবে সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer)! নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) আবহে বাঁকুড়া পুলিশের সিদ্ধান্ত ঘিরে তোলপাড়! ৪৬টি স্কুল, কমিউনিটি সেন্টার চিহ্নিত!
সিভিক ভলান্টিয়ার এবার শিক্ষক ! প্রতিবাদ আন্দোলনকারীদের। চাকরি-ডিএ এড়ানোর কৌশল দেখছেন শুভেন্দু। মমতার আমলেই মান্নোনয়ন, পাল্টা দাবি তৃণমূলের।
অবনতি হয়েছে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির, অস্বীকার করার উপায় নেই। কৌস্তভ-কাণ্ডে পুলিশকে বেনজির ভর্ৎসনা বিচারপতির। ৩ সপ্তাহে রিপোর্ট তলব।
তড়িঘড়ি এফআইআর, মধ্যরাতে বাড়িতে হানা। কৌস্তভের গ্রেফতারি নিয়ে এবার হাইকোর্টেও (Calcutta High Court) মুখ পুড়ল পুলিশের। অতিসক্রিয়তায় সিপির রিপোর্ট তলব।
অতিসক্রিয়তায় অভিযুক্তই এবার কৌস্তভের সুরক্ষা! সিআরপিএফের সম্মতি না পাওয়া পর্যন্ত সঙ্গে সশস্ত্র কনস্টেবল, বাড়িতেও থাকবে পুলিশ। নির্দেশ হাইকোর্টের।
২ মাস পার, বিচারপতির বাড়ির সামনে পোস্টারকাণ্ডে এখনও দুষ্কৃতীরা অধরা ! সিপির রিপোর্টে থাকা ৬জনের হাজিরার নির্দেশ হাইকোর্টের।
পুলিশকে ভর্ৎসনা
চাকরিচ্যুতদের হয়ে সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee)। আদালত অবমাননার অভিযোগে মামলা দায়েরের আবেদন বিকাশরঞ্জন ভট্টাচার্যর। হলফনামা দাখিলের পরামর্শ বিচারপতির।
মণীশের নির্দেশেই অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) যাবতীয় বেআইনি লেনদেন, সায়গলেরও টাকা পাচার! কোর্টে দাবি ইডির।
গ্রেফতারির পরে ইডি হেফাজতে কেষ্টর সিএ, দিল্লিতে হাজিরা এড়ালেন মেয়ে সুকন্যা। সময় চেয়ে ইমেল। ২০ মার্চের আগে ফের তলবের প্রস্তুতি ইডির।
এবার সিবিআই (CBI) নজরে গোপাল বর্ণিত কালীঘাটের কাকু! টাকা নেওয়ার অভিযোগ উড়িয়ে শুধু কুন্তল-শান্তনুকে রাজনৈতিকভাবে চেনার দাবি।
রাজারহাট ফ্ল্যাটে কারা আসতেন? কুন্তলের স্কুলেও কী ঢুকেছে নিয়োগ দুর্নীতির টাকা। হদিশ পেতে এবার স্ত্রীকে ইডির তলব। ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ।
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই আশ্বাস শিক্ষামন্ত্রীর। এপ্রিল থেকে স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু, এবিপি আনন্দে জানালেন ব্রাত্য।
৮৬৭ কোটি ক্ষতি করে আবাসন প্রকল্পের জন্য আলিপুর জেলের জমি বিক্রির অভিযোগ শুভেন্দু। তদন্ত চেয়ে রাজ্যপালকে চিঠি। মনগড়া অভিযোগ, পাল্টা কুণাল।
এবার কেষ্টর সুরে উদয়নের (Udayan Guha) হুঙ্কার। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর হুঁশিয়ারি, পঞ্চায়েত ভোটে এমন ব্যবস্থা করতে হবে, যেন বিরোধীরা প্রার্থী দিতে না পারে। তাহলে ইয়ং ফোর্স অন্য জায়গায় ব্যবহার করব।
লন্ডনে বক্তব্যের জেরে রাহুলের ক্ষমা চাওয়া দাবিতে অনড় বিজেপি (BJP)। সংসদে হইচই। পাল্টা আদানি ইস্যুতে ইডি অফিস অভিযান বিরোধীদের, নেই তৃণমূল।
ঘূর্নাবর্তের জেরে উত্তরবঙ্গে শুরু বৃষ্টি (Rain)। ডুয়ার্সে কালবৈশাখীর তাণ্ডব। আলিপুরদুয়ারে শিলাবৃষ্টি। একাধিক জায়গা কিছুক্ষণ বিদ্যুৎবিচ্ছিন্ন।
এএফসি এশিয়ান কাপের পরেই অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী (Sunil Chetri)? দীর্ঘ কেরিয়ারের এটাই সম্ভব শেষ মরশুম, জাতীয় দলের কোচের মন্তব্যে বাড়ছে জল্পনা।
দেবকে (Dev) পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাব মুখ্যমন্ত্রীর।
West Bengal News Live Updates: বনির গাড়ির হদিশ
নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগে, অভিনেতা বনি সেনগুপ্তকে দুদফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গোয়েন্দা সূত্রে দাবি, বনি যে ৫৬ লক্ষ টাকার বিলাসবহুল গাড়িতে চড়তেন, তার দামের বড় অংশ মিটিয়েছিলেন কুন্তল। বনি সেই সেই গাড়ি বিক্রি করে দিয়েছেন। তবে গাড়ির হদিশ পেয়েছে এবিপি আনন্দ। বর্তমানে গাড়িটি রয়েছে মুম্বইয়ে।
WB News Live Updates: দুধের দাম বাড়াচ্ছে সরকার
দুধের দাম বাড়াচ্ছে সরকার। প্রতি ৫০০ এমএল দুধের দাম ১ টাকা করে বাড়ানোর ঘোষণা করল বাংলা ডেয়ারি কর্তৃপক্ষ। জারি হয়েছে নির্দেশিকা। অবিলম্বে কার্যকরী হচ্ছে দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত। তবে দুগ্ধজাত পণ্য়ের দাম এখনই বাড়ছে না।
West Bengal News Live Updates: নেশায় 'না', যুবক খুন!
খাস কলকাতায় NRS হাসপাতালের সামনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবক। মুচিপাড়া থানার পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাঁর মৃত্যু হয়। নেশায় সঙ্গ দিতে রাজি না হওয়ায় খুনের অভিযোগ। যুবকের মৃত্যুকালীন জবানবন্দির ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
WB News Live Updates: কলকাতায় ৫০ কিমি বেগে ঝড়ের সতর্কতা
কিছুক্ষণের মধ্যেই কলকাতায় ৫০ কিমি বেগে ঝড়ের সতর্কতা। ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনায় ঝড়ের পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস পূর্ব মেদিনীপুরেও
West Bengal News Live Updates: ট্যাংরায় যুবক খুন, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে থানা ঘেরাও স্থানীয়দের
ট্যাংরায় যুবক খুন, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে থানা ঘেরাও স্থানীয়দের। ৩ মার্চ থেকে নিখোঁজ ছিল ঝুনু রানা। থানায় মিসিং ডায়েরি করেছিল নিখোঁজ যুবকের পরিবার। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের। অভিযুক্তকে দিল্লি থেকে গ্রেফতার, খুনের কথা স্বীকার অভিযুক্তের। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে ট্যাংরা থানা ঘেরাও স্থানীয়দের