West Bengal News Live Updates : এবার ব্রিজ বিপর্যয় পূর্ব মেদিনীপুরের তমলুকে! মৃত এক
WB News Live: সব জেলার, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
কলকাতা : অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari) থেকে পাওয়া ১৬ লক্ষ টাকা ববিতা সরকারকে ফেরতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট (Calcutta High Court)। কিন্তু টাকা ফেরতের জন্য় কিছুটা সময় চেয়েছেন ববিতা (Babita Sarkar)। তাঁর দাবি, সেই টাকায় একটা গাড়ি কিনেছেন তিনি। মামলার জন্য়ও কিছুটা খরচ হয়ে গেছে। ১৯ শে মে-র মধ্য়ে প্রথম কিস্তি ও ৬ জুনের মধ্য়ে পুরো টাকা মেটানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। এই পুরো টাকাটাই তুলে দেওয়া হবে সদ্য় চাকরিপ্রাপ্ত অনামিকা রায়কে।
এত ব্যাপক দুর্নীতি হয়েছে যে, কে বৈধ আর কে অবৈধভাবে চাকরি পেয়েছেন, খুঁজে বের করা সম্ভব নয়। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে। মঙ্গলবার এমনই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় (Abhijit Gangopadhyay)। প্রাথমিকের নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিল মামলায় এদিন, নির্দেশ সংশোধন করে বিচারপতি জানান, ৩৬ হাজার নয়, প্রাথমিকে চাকরি বাতিলের সংখ্যা প্রায় ৩২ হাজার।
মুখ্যমন্ত্রীর পাড়ায় মিছিলে অনুমতিকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ রাজ্যের। গ্রুপ ডি পদে বঞ্চিত চাকরিপ্রার্থীদের মুখ্যমন্ত্রীর পাড়ায় হ্যারিকেন নিয়ে মিছিল করার অনুমতি দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য।গ্রুপ ডি-র বঞ্চিত চাকরিপ্রার্থীরা ১৭ মে, হরিশ মুখার্জি রোড ধরে কালীঘাট থানা পর্যন্ত মিছিল করতে পারবেন বলে গতকালই অনুমতি দেন বিচারপতি মান্থা।
পুকুরে মোবাইল ফোন ফেলেও কাজ হল না। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার দুটি মোবাইল ফোন থেকে একশো শতাংশ তথ্য উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করল সিবিআই।কেন্দ্রীয় এজেন্সির দাবি, SSC মামলার তদন্ত শুরু হওয়ার পরেই জীবনকৃষ্ণ তাঁর দুটি ফোন থেকে প্রচুর কথোপকথন ও ছবি ডিলিট করে দেন। কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যে মুছে দেওয়া ডেটার একশো শতাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআইয়ের দাবি, ডেটা রিট্রিভ করে জীবনকৃষ্ণর কাছ থেকে নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় পৌঁছেছে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, এই সমস্ত তথ্য লুকোতেই বাড়িতে তল্লাশি চলাকালীন ফোন দুটি পুকুরে ফেলে দেন জীবনকৃষ্ণ।
WB News Live: দাবি-দাওয়া নিয়ে ফের মুখ্যমন্ত্রীর দরবারে কুড়মি সমাজ
দাবি-দাওয়া নিয়ে ফের মুখ্যমন্ত্রীর দরবারে কুড়মি সমাজ
West Bengal News Live : কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, খড়গপুরে দিলীপের বাংলোয় তাণ্ডব
কুড়মিদের নিয়ে বিতর্কিত মন্তব্য, খড়গপুরে দিলীপের বাংলোয় তাণ্ডব। ভাঙল গেট। তৃণমূলের ইন্ধন দেখছেন দিলীপ। অসম্মানের মাসুল, পাল্টা শাসক শিবির।
WB News Live: এবার ব্রিজ বিপর্যয় পূর্ব মেদিনীপুরের তমলুকে! মৃত এক
এবার ব্রিজ বিপর্যয় পূর্ব মেদিনীপুরের তমলুকে! মেরামতি চলাকালীন ভেঙে পড়ল ৫০ বছরের পুরনো সেতু। চাপা পড়ে মৃত্য়ু হল এক শ্রমিকের। দুর্ঘটনার ৫ ঘণ্টা পর, অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু শেষ রক্ষা হল না।
West Bengal News Live : আর জি কর হাসপাতালের কাছে কাগজের গুদামে আগুন
আর জি কর হাসপাতালের কাছে কাগজের গুদামে আগুন। ১৫ নম্বর মন্মথ গাঙ্গুলি স্ট্রিটে আগুন। ঘিঞ্জি এলাকা হওয়ায় ছড়ায় আতঙ্ক। দমকলের ৪টি ইঞ্জিনের ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে।
WB News Live: শোকের মধ্যেই ক্ষোভে ফুঁসছে এগরা, গ্রামে এল ৬জনের নিথর দেহ
শোকের মধ্যেই ক্ষোভে ফুঁসছে এগরা, গ্রামে এল ৬জনের নিথর দেহ
কোন 'জহরের' সাহায্যে বিস্ফোরণের পরেই পগারপার ভানু?
বিস্ফোরণের পর দলবল নিয়ে ওড়িশায় চম্পট ভানু বাগ, অনুমান পুলিশের