West Bengal News Live Updates : বিষ্ণুপুর থানার মনসাতলায় প্রকাশ্যে বোমা-গুলি করে খুন
WB News Live: সব জেলার, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
কলকাতা: পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Resul)। এবার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন ছাত্র। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন। ১৬ জেলার ১১৮ জন স্থান পেয়েছেন মেধাতালিকায়।
এগরায় (Egra) বিস্ফোরণকাণ্ডে আহত মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু (Bhanu Bag Death)। বিস্ফোরণের পর এলাকা থেকে পালিয়ে সঙ্কটজনক অবস্থায় কটকের (Katak) হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভানু।
এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণকাণ্ডে অবশেষে বিস্ফোরক আইনের ধারা যোগ। যুক্ত করা হল অভিযুক্তদের বিরুদ্ধে খুন ও খুনের চেষ্টার ধারাও।
এগরা বিস্ফোরণকাণ্ডের প্রতিবাদে ভগবানপুরে বিজেপির মিছিলেই বোমা! পাল্টা গুলি বিধায়কের সুরক্ষায় থাকা সিআইএসএফের।
‘হে ভগবান! এত ছিন্ন ভিন্ন মৃতদেহ! এগরা বিস্ফোরণের ছবি দেখে শিউরে উঠলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এনআইএ মামলায় রাজ্যের রিপোর্ট তলব।
বিচারপতি বদলেও মিলল না স্বস্তি, হাইকোর্টে জোড়া ধাক্কা অভিষেকের। এজেন্সির জিজ্ঞাসাবাদে মিলল না রক্ষাকবচ। কুন্তল-সহ ২জনের ৫০ লক্ষ জরিমানা!
তদন্তে বাধা ও অফিসারদের সন্ত্রস্ত করার উদ্দেশ্যেই রায় পুনর্বিবেচনার আবেদন। শুরুতেই এই কৌশল কড়া হাতে দমন করতে হবে। অভিষেক-কুন্তলকে ৫০ লক্ষ টাকা জরিমানা করে কড়া পর্যবেক্ষণ বিচারপতি সিন্হার।
দাঁত-নখ বের করে তদন্তের বিরোধিতা করছেন অভিষেক। তদন্তের মুখোমুখি হয়ে স্বচ্ছতার সঙ্গে বেরিয়ে আসা উচিত। জরিমানা করে মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার।
বিচারপতি সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অভিষেক-কুন্তল। খতিয়ে দেখার আশ্বাস প্রধান বিচারপতির। আজ শুনানির সম্ভাবনা।
WB News Live : এগরার কামারডিহা গ্রামে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বারুদ
এগরায় ভয়ঙ্কর বিস্ফোরণের রেশ এখনও কাটেনি। এরইমধ্য়ে এগরার কামারডিহা গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বারুদ। একাধিক টিনের ব্যারেল, বস্তা ভর্তি বারুদ উদ্ধার করতে এসে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হল পুলিশকে।
WB LIVE News Updates : '৩ বছর ধরে ইডি-সিবিআই লাগিয়ে রেখেছে, স্ত্রী-আত্মীয়-স্বজন কাউকে ছাড়েনি' : অভিষেক
'তিনবছর ধরে ইডি-সিবিআই লাগিয়ে রেখেছে'। 'আমার স্ত্রী, আত্মীয়-স্বজন কাউকে ছাড়েনি'। 'সিবিআইকে চ্যালেঞ্জ করছি, আমি যদি দোষী হই, আমাকে গ্রেফতার করো'। বাঁকুড়ার সোনামুখী থেকে সিবিআই-এর উদ্দেশে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
WB News Live : বিষ্ণুপুর থানার মনসাতলায় প্রকাশ্যে বোমা-গুলি করে খুন
ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর থানার মনসাতলায় প্রকাশ্যে বোমা-গুলি করে খুন। ভরসন্ধেয় বোমা-গুলি করে খুন আইজুদ্দিন মোল্লাকে।
বোমা-গুলির পর পলাতক ৩ দুষ্কৃতী। মাটি-সিন্ডিকেট নিয়ে বিবাদ নাকি পুরনো শত্রুতা ? খতিয়ে দেখছে পুলিশ।
WB LIVE News Updates : এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের কটকের হাসপাতালে মৃত্যু
এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু বাগের মৃত্যু। কটকের হাসপাতালে মৃত্যু ভানু বাগের। মৃত্যুর আগে নেওয়া যায়নি বয়ান, খবর সিআইডি সূত্রে। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় ভানুর বয়ান নেওয়া যায়নি, খবর সিআইডি সূত্রে।
বিস্ফোরণের পর এলাকা থেকে পালিয়েছিলেন ভানু। কটকের হাসপাতালে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভর্তি ছিলেন। এগরা বিস্ফোরণকাণ্ডে মূল অভিযুক্ত ভানু ওরফে কৃষ্ণপদ বাগ।
WB News Live : 'তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব', ট্যুইট করে জানালেন অভিষেক
'তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব'। 'নোটিসে একদিনও সময় দেওয়া হয়নি'। ট্যুইট করে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'সমনের কারণে আজ জনসংযোগ যাত্রা স্থগিত রাখতে হল'। '২২ মে ফের বাঁকুড়া থেকে শুরু হবে জনসংযোগ যাত্রা'। ট্যুইট করে জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পেশিশক্তির ছবি ট্যুইট করে চ্যালেঞ্জ মোকাবিলার বার্তা।