West Bengal News Live : উন্নয়নের টাকা থেকে পঞ্চায়েতের বিদ্যুতের বিল মেটানোর নির্দেশিকা
West Bengal news live updates : জেলা থেকে জেলার খবর এক ক্লিকে
LIVE
Background
- আজকের শিরোনাম
- কুন্তলের (Kuntal Ghosh) পর এবার শান্তনু-ঘনিষ্ঠ অয়ন। বান্ধবী শ্বেতার জন্য টলিউডেও লগ্নি! লকডাউনের সময় শ্যুটিং শুরু হলেও আর হয়নি শেষ।
- পঞ্চায়েতের সামান্য কর্মী থেকে শান্তনুর মতোই রকেট গতিতে উত্থান! অয়নের হাত ধরেই রুপোলি দুনিয়ায় শ্বেতার প্রবেশ।
- প্রথম পোস্টিং হুগলির (Hooghly) পঞ্চায়েত দফতরে। ইঞ্জিনিয়ার ছিলেন কামারহাটি পুরসভাতেও। শ্বেতাকে নিয়ে বাড়ছে রহস্য়। গাড়ি, লক্ষ লক্ষ টাকা লেনদেনে ইডির নজর।
- ইডির (ED) অভিযানের আগেই অয়নের মোবাইলে জিনিসপত্র সরিয়ে পালানোর পরামর্শ! ইডির নজরে এবার আরও এক রহস্যময়ী। জেরায় অয়নের মুখে কুলুপ।
- নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) ১০০ কোটির চাকরি বিক্রি করেছিল শান্তনু-ঘনিষ্ঠ অয়ন শীল। জেরায় এমনই জানিয়েছে কুন্তল, বিস্ফোরক দাবি ইডির। মানিক-যোগের অভিযোগ।
- স্কুল থেকে পুরসভায় চাকরি বিক্রি। সল্টলেকে অয়নের অফিসে রাশি রাশি আসল ওএমআর শিট! দুর্নীতি হয়েছিল জানা যাবে তদন্তে, দাবি পুরমন্ত্রীর।
- প্রভাবশালী বলেই এখনও দলে! ক্ষমতাকে কাজে লাগিয়ে দুর্নীতি। সেই টাকায় সপরিবারে একাধিকবার বিদেশ ভ্রমণ! মানিকের বিরুদ্ধে বিস্ফোরক ইডি।
- পার্থর পরে এবার মানিক। কোর্টে কিছু বলতে চান জেলবন্দি অপসারিত প্রাথমিক পর্ষদ সভাপতি। আইন কলেজের অধ্যক্ষ ছিলেন, আইন জানেন না, ধমক বিচারকের।
- মরিয়া চেষ্টাই সার, শেষপর্যন্ত সায়গল, মণীশদের সঙ্গে তিহাড় (Tihar Jail) জেলেই অনুব্রতর ঠাঁই। এখনও কীভাবে জেলা সভাপতি? আড়ালের চেষ্টা তৃণমূলের।
- কয়লাকাণ্ডে ফের আইনমন্ত্রী মলয় ঘটককে ইডির তলব। ২৯ মার্চ দিল্লির সদর দফতরে হাজিরার নির্দেশ। ২৩ মার্চ আপ্ত সহায়ককেও হাজিরার নির্দেশ।
- কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সুর চড়াচ্ছেন মমতা। এবার বসবেন ধর্নায়। ২৯ মার্চ থেকে ২দিনের অবস্থান।
- বকেয়া টাকার দাবিতে ধর্নায় বসছেন মমতা। কেন্দ্রের টাকা চুরি করলে জবাব দিতেই হবে, পাল্টা বিজেপি। সবই লোকদেখানো, পাল্টা কটাক্ষ বামেদের।
- অখিলেশের পর এবার নবীন পট্টনায়ক। পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে ভুবনেশ্বর যাবেন মমতা। কাল ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক।
- সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। ১১ এপ্রিল ফের শুনানি। আরও এক অনশনকাীর অসুস্থ।
- অসুস্থ কাটল জটিলতা। ভোটের ফল ঘোষণার ২০দিনের মাথায় আজ সাগরদিঘির বিধায়ক পদে শপথ নেবেন বায়রন। দুপুর ১টায় বিধানসভায় শপথগ্রহণ।
- মুর্শিদাবাদে ফের বাম-কংগ্রেস জোট প্রার্থীদের জয়। লালবাগ মহকুমা ফৌজদারি আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় বাম-কংগ্রেসের জোটের।
- ১৮দিন পরে ট্যাংরার নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার বামনঘাটায়। পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে থানার সামনে গাড়ি ভাঙচুর, ইট বৃষ্টি।
West Bengal News Live: উন্নয়নের টাকা থেকে পঞ্চায়েতের বিদ্যুতের বিল মেটানোর নির্দেশিকা
উন্নয়নের টাকা থেকে পঞ্চায়েতের বিদ্যুতের বিল মেটানোর নির্দেশিকা! রাজ্যে পঞ্চায়েতগুলির বিদ্যুতের বকেয়া বিলের অঙ্ক প্রায় ৬০০ কোটি টাকা, খবর সূত্রের। উন্নয়নের টাকা থেকে বকেয়া বিদ্যুতের বিল মেটানোর নির্দেশিকা পঞ্চায়েত দফতরের। পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে বিদ্যুতের বিল মেটানোর নির্দেশিকা পঞ্চায়েত দফতরের।
WB News Live: আসানসোল জেল সুপার কৃপাময় নন্দীকে ইডির নোটিস
এবার আসানসোল জেল সুপার কৃপাময় নন্দীকে ইডির নোটিস। গরুপাচার মামলায় আসানসোল জেলের সুপারকে তলব। ৫ এপ্রিল দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরার নির্দেশ। ১০ বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট, সম্পত্তির তথ্য নিয়ে হাজিরার নির্দেশ। জেলের সুপারের পরিবারের সম্পত্তির তথ্য নিয়ে হাজিরার নির্দেশ। জেলে থাকাকালীন কেষ্টর ফোনে কথা বলার অভিযোগ নিয়েও প্রশ্ন করতে পারে ইডি।
West Bengal News Live: তৃণমূল কাউন্সিলর-ঘনিষ্ঠ ১৭জনকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ
চুঁচুড়ায় তৃণমূল কাউন্সিলরের পরিবার-ঘনিষ্ঠদের ১৭জনের চাকরি? নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ বিজেপির। হুগলিতে তৃণমূল কাউন্সিলর-ঘনিষ্ঠ ১৭জনকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ। চাকরিতে বেলাগাম দুর্নীতির বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির।
WB News Live: রেজিস্ট্রারকে বরখাস্ত করার নোটিসে অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট
আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে বরখাস্ত করার নোটিসে অন্তর্বতী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। তিন সপ্তাহ স্থগিতাদেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। স্বস্তিতে রেজিস্ট্রার। উপাচার্যর সিদ্ধান্ত যে সঠিক ছিল না, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আদালত, প্রতিক্রিয়া আন্দোলনকারীদের। নিজের সিদ্ধান্তে অনড় উপাচার্য।
WB News Live: দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে সন্দেশের বশে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, গ্রেফতার স্বামী। খুনের পরে দেহ টুকরো টুকরো করে লোপাটের চেষ্টা। অভিযুক্ত সঙ্গে নিয়ে জলাভূমির পাড় থেকে দেহাংশ উদ্ধার করল পুলিশ। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত কিনা, খতিয়ে দেখছে পুলিশ।