(Source: ECI/ABP News/ABP Majha)
West Bengal News Live Updates: মঙ্গলাহাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা করে ঋণের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী
West Bengal LIVE News: জেলা থেকে জেলা , গুরুত্বপূর্ণ খবর, এক ক্লিকে
LIVE
Background
লজ্জা এবার বাংলায়, মালদায় (Malda Violence)হাটের মধ্যেই চোর অপবাদে ২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়। এসপি অফিস ঘেরাও বিজেপির (BJP)।
১৮ জুলাই নির্যাতন, চুরির অভিযোগে সেদিনই গ্রেফতার ২নির্যাতিতা, দাবি পরিবারের। ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় ধৃত, দাবি পুলিশের। নির্যাতন-অভিযোগের ৪দিন পরে গ্রেফতার ৫!
মালদায় নারী নির্যাতনে ধৃতদের রাজনৈতিক পরিচয় নিয়েও তরজা।
একুশের মঞ্চ থেকে বিজেপি নেতাদের (BJP) বাড়ি ঘেরার ডাক অভিষেকের (Abhishek Banerjee)। উস্কানি-অভিযোগে এবার থানায় অভিযোগ শুভেনদুর। চিঠিতে নাম মমতারও। ভয় পেয়েছে, কটাক্ষ তৃণমূলের।
জরুরি ভিত্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্বকে দিল্লিতে তলব কেন্দ্রীয় নেতৃত্বের। সোমবার মেগা বৈঠক। পঞ্চায়েতের ফলের ভিত্তিতে নেওয়া হতে পারে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, খবর সূত্রের।
তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে খাস জমি দখলের চেষ্টার অভিযোগ। বোলপুরের কাশিমবাজারে কাউন্সিলরকে তাড়া স্থানীয়দের। পার্টি অফিসে আটকে রেখে বিক্ষোভ।
বর্তমানের পর এবার প্রাক্তন। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষাসচিব দুষ্মন্ত নারিয়ালাকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বাড়ির সামনে ধৃতের গাড়ি থেকে আরও অস্ত্র উদ্ধার! ফ্লোর ম্যাটের নীচে ১৫ ইঞ্চির কুকরি, উদ্ধার বেসবল ব্যাটও। ৩ অগাস্ট পর্যন্ত ধৃতের পুলিশ হেফাজত।
শিলিগুড়িতে টক টু মেয়র, তাল কাটল বাসিন্দার ফোনে। ভোট দেওয়া ভুল হয়েছিল বলে আক্ষেপ!
২ মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা! মালদায় অভিযুক্তদের আগে নির্যাতিতাই গ্রেফতার! বিজেপি নেতাদের বাড়ি ঘেরার ডাক, অভিষেকের বিরুদ্ধে থানায় শুভেন্দু (Suvendu Adhikari)।
West Bengal News LIVE Updates: লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তেজনা
লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তেজনা। বাগনানে ১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ। রবিবার দুপুরে হাওড়ার বাগনান আমতা মোড়ে ১৬ নং জাতীয় সড়কের পথ দুর্ঘটনা কে কেন্দ্র করে উত্তেজনা।
WB News LIVE Updates: গৃহবধূকে লক্ষ্য করে অ্যাসিড হামলা
গৃহবধূকে লক্ষ্য করে অ্যাসিড হামলা।শৌচাগার থেকে ফেরার সময় গভীর রাতে ওই গৃহবধূ কে লক্ষ্য করে অ্যাসিড ছোড়া হয় বলে অভিযোগ।অ্যাসিড দগ্ধ অবস্থায় রাতেই তাকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে নিয়ে আসা হয়।। অ্যাসিডে বধূর মুখ,গলা ও হাত দগ্ধ হয়েছে।
West Bengal News LIVE Updates: মঙ্গলাহাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা করে ঋণের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী
মঙ্গলাহাটের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ৫ লক্ষ টাকা করে ঋণের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ব্যবসায়ীদের দাবি, ঋণ শোধের ক্ষমতা নেই তাঁদের। তাই অনুদান দেওয়ার দাবি তুলেছেন ব্যবসায়ীরা। এছাড়াও, মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া তদন্ত কমিটিতে দুজন ব্যবসায়ীকে রাখার অনুরোধ করেছেন তাঁরা
WB News LIVE Updates: নিক্কো পার্কে রাইড চড়াকে কেন্দ্র করে বচসা
নিক্কোপার্কে রাইড চড়াকে কেন্দ্র করে বচসা। এক আধিকারিককে মারধরের ঘটনায় পাঁয় অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। শনিবার সন্ধ্যায় ওই পাঁচ যুবক রাইড চড়ার লাইনে দাঁড়াতে অস্বীকার করেন। পার্কের আধিকারিক মলয় চট্টোপাধ্যায় তাঁদের বাধা দিলে শুরু হয় বচসা। বচসার মধ্যেই মলয়কে মারধর করেন ওই যুবকরা। কর্তৃপক্ষের অভিযোগ পেয়ে, সিসি ক্যামেরের ফুটেজ দেখে অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। প্রহৃত আধিকারিককে ভর্তি করা হয়েছে হাসপাতালে
West Bengal News LIVE Updates: নেতাজিনগরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর রহস্যমৃত্যু
নেতাজিনগরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর রহস্যমৃত্যু। এক সপ্তাহ নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পরিত্যক্ত ঘর থেকে মিলল পচাগলা দেহ। প্রতিবেশীর ষড়যন্ত্রে খুন বলে অভিযোগ তুলেছে মৃতের পরিবার। কীভাবে মৃত্যু খতিয়ে দেখছে নেতাজিনগর থানার পুলিশ