West Bengal News Live Updates: ৩ দিন পর পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কর্মবিরতি প্রত্যাহার
Get the latest West Bengal News Highlights: শহর থেকে জেলা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
বাজেটে (Union Budget 2024) মধ্যবিত্তের নামমাত্র সুরাহা। অপরিবর্তিত পুরনো আয়কর কাঠামো। নতুনে ৩ লক্ষের কম আয়ে নেই কোনও কর। স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে ৭৫ হাজার।
নতুন কর কাঠামোয় বাড়ল ছাড়ের ঊর্ধ্বসীমা। ৩ থেকে ৭ লক্ষ আয়ে ৫%। ১০ লক্ষ পর্যন্ত ১০%। ১২ লক্ষে ১৫%। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর। সাড়ে ১৭ হাজার পর্যন্ত লাভ।
স্বল্প-দীর্ঘ, দুই মেয়াদেই ক্যাপিটাল গেনে বাড়ল কর। ফ্যামিলি পেনশনে ছাড় ১৫ হাজার থেকে বেড়ে ২৫ হাজার। NPS-এ লগ্নির ঊর্ধ্বসীমা ১০ থেকে বেড়ে ১৪%।
শরিকে কল্পতরু তৃতীয় মোদির সরকারের প্রথম বাজেট। নীতীশ, নায়ডুর রাজ্যের জন্য দরাজহস্ত। পূর্বোদয়ে বাংলার নাম, তবু আলাদা প্রকল্পের কথাই শোনা গেল না নির্মলার মুখে।
এবার পরনির্ভর মোদি সরকার। বাজেটেও N ফ্যাক্টর। শরিক নীতীশের বিহারে এক্সপ্রেসওয়ে, ব্রিজ তৈরিতে ২৬ হাজার কোটি। নায়ডুর অন্ধ্রকে ১৫ হাজার কোটির বিশেষ প্যাকেজ।
মধ্যবিত্তকে আরও শক্তিশালী করার বাজেট। কর্মসংস্থান থেকে গরিব উন্নয়নে জোর। অর্থনীতিতে দেশকে তৃতীয় শক্তিধর করার লক্ষ্য, পাল্টা মোদি। (বাইট- )
উন্নয়ন থেকে বন্যা নিয়ন্ত্রণ। বাজেটে বিহার-অন্ধ্রের জন্য ঢালাও বরাদ্দ। বাংলার প্রাপ্তি নামমাত্র। বিহার-ওড়িশার সঙ্গে বাংলার উন্নয়নেও সমান নজর, দাবি সীতারমণের।
বাজেটে ক্যানসারের জীবনদায়ী ৩টি ওষুধে সমপূর্ণ শুল্কছাড়ের ঘোষণা কেন্দ্রের । দাম কমছে সোনা-রূপো থেকে মোবাইল-সোলার প্যানেলের। বাড়ছে প্লাস্টিকের।
কর্মসংস্থানের লক্ষ্যে ৫ বছরে ১ কোটি শিক্ষানবীশ নিয়োগ। নতুন চাকরিতে ঢুকলেই একমাসের বেতন পিএফে। সময়ে TDS না দিলে অপরাধ নয়, ঘোষণা সীতারমণের।
আবাসে আরও ৩ কোটি ঘর। মহিলারা বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটিতে ছাড়। ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধি। ৫ বছর বাড়ল গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ।
West Bengal News Live: কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যা
কালীঘাট মেট্রো স্টেশনে আত্মহত্যা। মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। রাত সোয়া ৯টা থেকে ডাউন লাইনে বন্ধ মেট্রো।
WB News Live Updates: জেলে জেসিবি, এখনও চোপড়ায় গ্যাংয়ের অত্যাচার?
জেলে জেসিবি, এখনও চোপড়ায় গ্যাংয়ের অত্যাচার? পাওনা টাকা চাওয়ায় হামলা, ফাটিয়ে দেওয়া হল মাথা। সিকিমে কাজ করতে গিয়েও টাকা আটকে রাখার অভিযোগ।
West Bengal News Live: আড়িয়াদহে রাস্তায় ফেলে মা-কলেজ ছাত্রকে গণপিটুনি, জয়ন্তের পুলিশ হেফাজত
আড়িয়াদহে রাস্তায় ফেলে মা-কলেজ ছাত্রকে গণপিটুনি, জয়ন্তের পুলিশ হেফাজত। জয়ন্তের শাগরেদ সৈকত মান্নারও ৩দিনের পুলিশ হেফাজতের নির্দেশ। জয়ন্তের আরেক শাগরেদ রাহুল গুপ্তর ৩দিনের জেল হেফাজত।
WB News Live Updates: গ্রেফতারির প্রায় ৩ সপ্তাহ পরেও স্বমহিমায় আড়িয়াদহকাণ্ডের অভিযুক্ত!
গ্রেফতারির প্রায় ৩ সপ্তাহ পরেও স্বমহিমায় আড়িয়াদহকাণ্ডের অভিযুক্ত! ব্যারাকপুর কোর্টে পেশের সময় জয়ন্তকে ধরেও রাখল না পুলিশ! পকেটে হাত, প্রিজন ভ্যান থেকে সটান প্রবেশ জয়ন্তর, ধরেই রাখল না পুলিশ! দেখা যাক কী হয়, গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে বললেন সংবাদমাধ্যমকে।
West Bengal News Live: রিজেন্ট পার্কে টালি নালায় মহিলার বস্তাবন্দি দেহ, এখনও রহস্য
রিজেন্ট পার্কে টালি নালায় মহিলার বস্তাবন্দি দেহ, এখনও রহস্য। 'বস্তাবন্দি অবস্থায় জলে ফেলার সময়েও জীবিত ছিলেন মহিলা', মাথার পিছনে আঘাত, জলে ডুবেই মৃত্যু, প্রাথমিক রিপোর্ট ময়নাতদন্তের, খবর সূত্রের।