West Bengal News Live: হাইকোর্টে শিক্ষা সংক্রান্ত সব মামলার ডিভিশন বেঞ্চ বদল
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
মাথায় চোট নিয়েই রাজভবনে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বর্ধমান থেকে কলকাতায় ফেরার পথে হঠাৎ কনভয়ে গাড়ি।
গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে মমতার কড়া বার্তার পরের দিনই অশান্ত বীরভূম (Birbhum)। কাজলের গড় নানুরে সংঘর্ষ, কেষ্ট-অনুগামী-সহ ৮জন আহত। গুলি-বোমাবাজির অভিযোগ।
অসম থেকে আজ বাংলায় ঢুকছে রাহুলের (Rahul Gandhi) ন্যায় যাত্রা। একবারও না জানানোর অভিযোগ মমতার। সবাই জানে শুধু উনি ছাড়া, কটাক্ষ বাম-কংগ্রেসের।
বিশ বাঁও জলে বাংলায় জোট। রাহুলের বার্তা সরাসরি খারিজ করে একলা চলোর ডাক মমতার।
জোট নিয়ে মমতার হুঙ্কার। বিশ্বাসঘাতক বলে আক্রমণে প্রদেশ কংগ্রেস। পাল্টা দ্বিচারিতার অভিযোগ কুণাল। জোটের কফিনে পেরেক, কটাক্ষ বিজেপির।
বাংলার পর পাঞ্জাব, কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই। মমতার পর ঘোষণা ভগবন্ত মানের। ১৩টা লোকসভাতেই জিতব, হুঙ্কার পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর।
১৯দিন পরে সন্দেশখালির বেতাজ বাদশার ডেরায় ইডির ২৫ গাড়ির কনভয়। তালা ভেঙে বাড়িতে ঢুকল ১২৫জন জওয়ানকে নিয়ে। সোমবার হাজিরার সমন।
আশঙ্কাই হল সত্যি! শাহজাহানের বাড়িতে তল্লাশিতে কিছুই পেল না ইডি। মিলল শুধু ফাঁকা ব্রিফকেস, আলমারি। বাড়ি সিল করে খালি হাতে ফিরল এজেন্সি।
আরও এক দুর্নীতির তদন্তে সিবিআই (CBI)। মেডিক্যালে ভর্তি-দুর্নীতি নিয়ে ২ বেঞ্চে টানাপোড়েন। ১ ঘণ্টার মধ্যেই সিঙ্গল বেঞ্চের নির্দেশে ডিভিশন বেঞ্চের স্থগিতাদেশ।
মেডিক্যালে ভর্তি-দুর্নীতিতে সিবিআই। ডিভিশন বেঞ্চের মৌখিক নির্দেশ দেখাতে পারলেন না সরকারি আইনজীবী। অবিলম্বে তদন্ত শুরুর নির্দেশ সিঙ্গল বেঞ্চের।
মেডিক্যালে ভর্তি দুর্নীতির মামলাতেও উঠল শেখ শাহজাহান প্রসঙ্গ। দুর্নীতিগ্রস্তদের আখড়া রাজ্য। পুলিশ গ্রেফতার করতে পেরেছে? বললেন বিচারপতি।
শিক্ষক-নিয়োগে দুর্নীতিতে তোলপাড় রাজ্য। নিয়োগ-জটের জন্য বিরোধীদের দায়ী করে আক্রমণে মুখ্যমন্ত্রী। গোটা শিক্ষা দফতরই তো জেলে, পাল্টা সিপিএম।
ফের বঙ্গ সফরে অমিত শাহ। রবিবার রাতে আসছেন কলকাতায়। সোমবার থাকবেন মেচেদার কর্মী সম্মেলনে। বিকেলে সায়েন্স সিটিতে বিশিষ্টদের সঙ্গে বৈঠক।
রানাঘাটে সেনকোর শোরুমে ডাকাতি। ১৪৯দিনের মাথায় ৪জন দোষী সাব্যস্ত। আজ সাজা ঘোষণা। আদালতে ৩৫জনের সাক্ষ্যগ্রহণ। এখনও ফেরার ৩ ডাকাত।
গার্ডেনরিচের পাম্পিং স্টেশনে মেরামতি। শনিবার সকাল ১০টা থেকে বন্ধ থাকবে পরিশ্রুত জলের সরবরাহ। স্বাভাবিক হবে রবিবার সকালে, জানাল পুরসভা।
আন্তর্জাতিক বক্সিং ফেডারেশনের বয়সের নিয়মের বেড়াজালে আটকে গেলেন মেরি কম। বক্সিং-কে বিদায় জানিয়ে ৪১ বছর বয়সেই গ্লাবস জোড়া তুলে রাখার সিদ্ধান্ত ৬ বারের বিশ্ব চ্যাম্পিয়নের।
West Bengal News Live: হাইকোর্টে শিক্ষা সংক্রান্ত সব মামলার ডিভিশন বেঞ্চ বদল
হাইকোর্টে শিক্ষা সংক্রান্ত সব মামলার ডিভিশন বেঞ্চ বদল। মেডিক্যালে ভর্তিতে দুর্নীতি-সহ শিক্ষা সংক্রান্ত মামলার ডিভিশন বেঞ্চ বদল। বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে অন্য বেঞ্চে গেল সব মামলা। বিচারপতি সৌমেন সেনের শিক্ষা সংক্রান্ত মামলা গেল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর কাছে। শিক্ষা সংক্রান্ত মামলা বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চের বদলে শুনবেন বিচারপতি চক্রবর্তীর বেঞ্চ। সোমবার থেকে শিক্ষা সংক্রান্ত সব মামলা শুনবেন বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।
WB News Live Updates: বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে সরল মামলা
বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ থেকে সরল মামলা। সব মামলা শুনবে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ।
West Bengal News Live: এবার জেলাতেও অখিল গিরির বিরুদ্ধে বিদ্রোহ তৃণমূল নেতার
এবার জেলাতেও অখিল গিরির বিরুদ্ধে বিদ্রোহ তৃণমূল নেতার। 'অখিল গিরি যে ভাবে রাজনীতি করছেন, তাতে কোনও ভদ্রলোক তাঁর নেতৃত্বে কাজ করতে পারবে না। হিটলারি নেতৃত্ব চালাচ্ছেন অখিল ও তাঁর ছেলে', কারামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রামনগরের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের।
WB News Live Updates: জাতীয় ভোটার দিবস উপলক্ষে ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে হাজির মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্যসচিব
জাতীয় ভোটার দিবস উপলক্ষে ন্যাশনাল লাইব্রেরির ভাষা ভবনে হাজির মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্যসচিব। নতুন ভোটারদের হাতে তুলে দেওয়া হল পরিচয়পত্র।
West Bengal News Live: রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতি, ৪ দুষ্কৃতীর যাবজ্জীবন কারাদণ্ড
রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ডাকাতি, ৪ দুষ্কৃতীর যাবজ্জীবন কারাদণ্ড। দোষীসাব্যস্ত ৪ ডাকাতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ রানাঘাট ফার্স্ট ট্র্যাক কোর্টের। গতবছর ২৯ অগাস্ট দিনেদুপুরে রানাঘাটে সেনকো গোল্ডের শোরুমে ভয়াবহ ডাকাতি হয়। গুলি ছুড়তে ছুড়তে পালায় দুষ্কৃতীরা। পুলিশ কুন্দন যাদব, ছোটু পাসোয়ান, রাজু পাসোয়ান ও রিকি পাসোয়ানকে গ্রেফতার করে। অপর দুষ্কৃতী মণিকান্ত যাদবের পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।