West Bengal News Live: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর দখল উচ্ছেদ অভিযান
Get the latest West Bengal News Highlights: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
মমতার (Mamata Banerjee) সঙ্গে রাহুলের কথায় কাটল জট। স্পিকার-নির্বাচনে কংগ্রেসের সুরেশকেই সমর্থন করতে চলেছে তৃণমূল। খাড়গের বাড়িতে বৈঠকে তৃণমূল।
১০ বছর পরে বিরোধী দলনেতা পাচ্ছে লোকসভা। রাহুল গাঁধীই বিরোধী দলনেতা, বার্তা দিয়েছেন প্রোটেম স্পিকার, জানিয়ে দিল কংগ্রেস।
সহমতে নয়, লোকসভার স্পিকারে এবার ভোটাভুটি। এনডিএ প্রার্থী ওম বিড়লা, ইন্ডিয়া জোটের কে সুরেশ। আজ সংসদে ভোটাভুটি। মমতাকে ফোন রাজনাথের।
জরুরি অবস্থার ৫০ বছর। কংগ্রেসের বিরুদ্ধে মৌলিক অধিকার খর্ব,সংবিধানকে বিকৃত করার অভিযোগ প্রধানমন্ত্রীর। অকর্মণ্যতা ঢাকার চেষ্টা, পাল্টা কংগ্রেস।
২ বিধায়কের শপথ নিয়ে আরও সংঘাত। রাজভবনের কড়া চিঠির পাল্টা রাজ্যপালকেই বিধানসভায় শপথ গ্রহণে আসতে আমন্ত্রণ সায়ন্তিকা-রেয়াতের।
বিজেপির পরে এবার বিরোধীরা। রাহুলের পরে লোকসভায় শপথ নিলেন অভিষেক। তৃণমূলের সুদীপদের সঙ্গে শপথ নিলেন বিজেপির অভিজিৎরাও।
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে ঘুম ভাঙল পুলিশের! সল্টলেক থেকে গড়িয়াহাট-হাতিবাগান, নিউ মার্কেট-জবরদখল উচ্ছেদে ধরপাকড়। দুর্গাপুরে ৩জন গ্রেফতার।
কলকাতা থেকে জেলা, মুখ্যমন্ত্রীর ধমকের পর ফুটপাথ জবরদখলমুক্ত করতে অভিযান।
WB News Live Updates: ভারী বর্ষণের হলুদ সতর্কতা উত্তরবঙ্গে
২৭ জুন থেকে ২৯ জুন ভারী বর্ষণের হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পংয়ে।
West Bengal News Live: অ্যাপোলো হাসপাতালের সামনে নামল বুলডোজার
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর দখল উচ্ছেদ অভিযান। জবরদখল মুক্ত করতে কলকাতা-সহ ৭ জায়গায় নামল বুলডোজার । বেহালা, নিউটাউন, আলিপুর, অ্যাপোলো হাসপাতালের সামনে নামল বুলডোজার। হাওড়া, সিউড়ি, আলিপুরদুয়ারেও বুলডোজার নিয়ে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান। কলকাতা থেকে জেলা, ফুটপাথ জবরদখল মুক্ত করতে অভিযান।
WB News Live Updates: মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে শিক্ষকদের বিক্ষোভ
মৌলানা আবুল কালাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে শিক্ষকদের বিক্ষোভ। মেয়াদ শেষের পরেও পদে থেকে বেআইনি কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ। বিক্ষোভকারীরা সবাই বেআইনিভাবে নিয়োগ, পাল্টা বিস্ফোরক দাবি উপাচার্যের ।
West Bengal News Live:মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় পুলিশ, তৃণমূল নেতা গ্রেফতার
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় পুলিশ, তৃণমূল নেতা গ্রেফতার। সরকারি জমি জবরদখল করে বিক্রি, তৃণমূল নেতা গ্রেফতার । ডাবগ্রাম-ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি গ্রেফতার। জলপাইগুড়ি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক। বাড়ি থেকে ডেকে দফায় দফায় জেরার পরে গ্রেফতার করল সিআইডি। শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিক।
West Bengal News Live: বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ
খারাপ রাস্তা নিয়ে কেন প্রতিবাদ? জবাবে বোমা! বোমাবাজিতে উত্তপ্ত মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ । তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ। রঘুনাথগঞ্জের সম্মতিনগরে ব্যাপক বোমাবাজি। গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ। হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের: সূত্র ।