West Bengal News Live: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে একাধিক শর্ত কেন্দ্রের
Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
বেআইনি জেনেও শূন্যপদ তৈরিতে কীভাবে মন্ত্রিসভার সিদ্ধান্ত? পার্টি করে দেবো। কমিশনকে বলব তৃণমূলের প্রতীক প্রত্যাহার করতে। বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
নিয়োগে বাধা কোর্ট, তৃণমূলের অভিযোগে ক্ষুব্ধ হাইকোর্ট। যে আসলেই স্থগিতাদেশ পাবে, আদালত কি এগরোল? মন্তব্য বিচারপতির।
শিক্ষামন্ত্রীর নির্দেশেই অতিরিক্ত শূন্যপদ, কোর্টে জানালেন শিক্ষাসচিব। ক্যাবিনেট সিদ্ধান্তর পর আইনি পরামর্শ নিতে বলেছিলাম, দাবি ব্রাত্যর।
শূন্যপদে অযোগ্যদের নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি রাজ্যের। ডিভিশন বেঞ্চের নির্দেশে উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। তিন সপ্তাহ পর শুনানি
পাচারকারীর সঙ্গে কেন বৈঠক কয়লামন্ত্রীর? ছবি দেখিয়ে আক্রমণে তৃণমূল। প্রহ্লাদ যোশীকে জিজ্ঞাসাবাদের দাবি। অহেতুক রাজনীতি,পাল্টা বিজেপি।
West Bengal News Live: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে একাধিক শর্ত কেন্দ্রের
প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে একাধিক শর্ত কেন্দ্রের। কেন্দ্রের শর্ত মানার জন্য পঞ্চায়েতের উপর শর্ত চাপাচ্ছে রাজ্য । ‘কারা প্রকল্পের প্রকৃত দাবিদার ? ঠিক করতে হবে গ্রাম সভার বৈঠকে’, স্বচ্ছতা বজায় রাখতে পঞ্চায়েত কড়া নির্দেশ রাজ্য সরকারের । কেন্দ্রের ৮ হাজার ২০০ কোটি বরাদ্দ, তৈরি হবে ১১ লক্ষ বাড়ি।
WB News Live Updates: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে একাধিক শর্ত কেন্দ্রের
প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পেতে একাধিক শর্ত কেন্দ্রের। কেন্দ্রের শর্ত মানার জন্য পঞ্চায়েতের উপর শর্ত চাপাচ্ছে রাজ্য (West Bengal)। ‘কারা প্রকল্পের প্রকৃত দাবিদার ? ঠিক করতে হবে গ্রাম সভার বৈঠকে’, স্বচ্ছতা বজায় রাখতে পঞ্চায়েত কড়া নির্দেশ রাজ্য সরকারের (WB Govt)। কেন্দ্রের ৮ হাজার ২০০ কোটি বরাদ্দ, তৈরি হবে ১১ লক্ষ বাড়ি।
West Bengal News Live: পঞ্চায়েত ভোটের প্রচারে এসে হুঁশিয়ারি কংগ্রেস সভানেত্রীর
বীরভূমে পঞ্চায়েত ভোটের প্রচারে হুঁশিয়ারি মহিলা প্রদেশ কংগ্রেসের রাজ্য সভানেত্রীর। বিধানসভা কেন্দ্রে পুলিশকে নিশানা সুব্রতা দত্তর। ‘পুলিশকে টেনে-হিঁচড়ে নিয়ে যাবেন। দরকার পড়লে বোমা মারতে হবে। পুলিশকে গুলি করে শরীর ঝাঁঝরা করে দিতে হবে’, অভিষেকের গুলি-মন্তব্যের উল্লেখ করে সাফাই কংগ্রেস নেত্রীর। 'পুলিশকে বলব ওঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে, প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের। দল এ ধরনের মন্তব্য অনুমোদন করে না, প্রতিক্রিয়া কংগ্রেসের বীরভূম জেলা সভাপতির।
WB News Live Updates: মিঠুনের মহাজোটের বার্তার পর তোপ শমীক লাহিড়ির
মিঠুনের মহাজোটের বার্তার পর তোপ শমীক লাহিড়ির । এদিন মিঠুনের বক্তব্যের পর শমীক লাহিড়ি বলেন, 'উনি অত্যন্ত ভালো অভিনেতা। ওটাই করুন না। এর আগে তো তৃণমূলে গিয়ে, সাংসদ হয়েছিলেন, দেখলেন না পরিণতিটা কী হল ! এখন আবার বিজেপিতে গিয়ে এসব শুরু করেছেন। তার চাইতে যেটা উনি অসম্ভব ভালো জানেন, গোটা ভারতবর্ষের লোক যে কারণে ওকে মানেন, সেই কাজটার মধ্যেই নিজে থাকুন। রাজনীতিটা করতে গিয়ে , একবার বিপদে পড়ে, ওনার মনে হচ্ছে, শিক্ষা হয়নি !'
West Bengal News Live: মিঠুনের কনভয়ে দুর্ঘটনা
বিষ্ণুপুর থেকে দুর্গাপুর আসার সময় মিঠুনের কনভয়ে দুর্ঘটনা । সামনে হঠাৎ সাইকেল, বিজেপি নেতার গাড়ি ব্রেক কষায় দুর্ঘটনা। সামনে থাকা গাড়ি হঠাৎ থামায় পরপর ৩টি গাড়ির ধাক্কা। সামনে থাকা বিজেপি নেতার গাড়িতে ধাক্কা মিঠুনের গাড়ির। পরপর ৩টি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও, কেউ আহত হননি, খবর সূত্রের।