Kolkata News: বড় পোস্টে চাকরি, আগামী বছরই ছিল বিয়ে, সান্দাকফুতে ঘুরতে গিয়ে কলকাতার তরুণীর রহস্যমৃত্যু !
Kolkata Girl Mysterious Death In Sandakphu: সান্দাকফু গিয়ে কলকাতার তরুণীর রহস্যমৃত্যু, অসুস্থতার জেরে মৃত্যু? না অন্য কোনও কারণ ? কী বলছেন মৃতার পরিবার এবং প্রতিবেশী ?
জয়ন্ত পাল: কলকাতা: সান্দাকফু গিয়ে কলকাতার তরুণীর রহস্যমৃত্যু। টুমলিং নামার সময় অসুস্থ, হাসপাতালে ভর্তির পরে মৃত্যু। মৃত দুর্গানগরের তরুণী অঙ্কিতা ঘোষ। অসুস্থতার জেরে মৃত্যু? না অন্য কোনও কারণ, খতিয়ে দেখছে পুলিশ । ইতিমধ্যেই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পাহাড়ে ঘুরতেই বেশি বছন্দ করতেন বঙ্গ কন্যা অঙ্কিতা
ঘুরতে ভালবাসতেন ভালবাসতেন অঙ্কিতা। জানিয়েছেন মৃতার বাবা অমিত ঘোষ। মূলত পাহাড়ে ঘুরতেই বেশি বছন্দ করতেন।দক্ষিণ দমদম পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কবি মুকুন্দ দাস রোডের বাসিন্দা অঙ্কিতা ঘোষ পেশায় ঋণ প্রদানকারী সংস্থার কর্মী। বাবা হলেন পেশায় ব্যবসায়ী। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য এখন আর তা করতে পারছেন না । 'হার্টের সমস্যা রয়েছে বলে মেয়েই কাজ করতে যেতে দিত না' বলে জানিয়েছেন মৃতার বাবা।
কী বললেন মৃতার বাবা ? ঠিক কী হয়েছিল
মৃতার বাবা অমিত ঘোষ এদিন বলেন, 'আজকেই খবর পেলাম। বাথরুমে পড়ে গিয়ে মেয়ের নাক থেকে রক্ত বের হয়েছে। মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।' এরপর আরও একবার ফোন আসে। বলতে গিয়ে গলা ধরে আসে মৃতার বাবার। তিনি বলেন, এরপর নেক্টট ফোন। মৃত্যু হয়েছে মেয়ের। ! বাড়ির তরফে সেখানে কেউ গিয়েছে ? সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, না বাড়ির তরফে কেউ যায়নি। বলছে অফিসের তরফ থেকে গিয়েছে। ওদের ব্রাঞ্চ আছে শিলিগুড়িতে। সেখান থেকেই দুই জন গিয়েছে। এখান থেকে আমরা লিখিত জমা দিয়েছি। যাতে ময়নাতদন্ত হয়। এবং মৃতদেহ যাতে হস্তান্তর করতে পারে।'
'বড় পোস্টে চাকরি, আগামী বছরই ছিল বিয়ে..'
এদিকে ঘটনার খবর পেয়ে শোকের ছায়া গোটা এলাকায়। এক প্রতিবেশী জানিয়েছেন। 'আমরা শকড্। কী বলব , বলে ঠিক বোঝাতে পারব না। একটা ২৮ বছরের মেয়ে, যার আগামী বছরের মাঝামাঝি বিয়ে ঠিক হয়েছিল। সম্প্রতি নতুন চাকরিতেও জয়েন করেছিল অঙ্কিতা। ভাল পোস্টে চাকরি পেয়েছিল। ভাল বেতনও পেত।আমরা খুব আনন্দেই ছিলাম। কিন্তু..' এইটুকু বলে এই মুহূর্তে কথা বলার অবস্থায় নেই বলেই জানিয়েছেন ওই প্রতিবেশী।
কান্নায় ভেঙে পড়েছেন অঙ্কিতার মা
পরিবার সূত্রে খবর, গত শনিবার অঙ্কিতা অফিস কর্মীদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন সান্দাকফু। গতকালই সান্দাকফু থেকে চলে আসেন। রাতের খাওয়া দাওয়া সেরে বাথরুমে যান। সেখানেই পড়ে গিয়ে মৃত্যু হয় ওই তরুণীর। আজই তাঁর বাড়ি ফেরার কথা থাকলেও, তাঁর নিথর দেহ আগামীকাল এসে পৌঁছবে। এদিকে সাত সকালে মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন অঙ্কিতার মা।
আরও পড়ুন, 'বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের ভারতে আশ্রয় দেওয়া হোক', প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কার্তিক মহারাজ
অঙ্কিতাই পরিবারের একমাত্র সন্তান এবং একমাত্র উপার্জনকারী
স্বাভাবিকভাবেই কারওর সঙ্গে কথা বলার মত পরিস্থিতি নেই তাঁর। কারণ একদিকে অঙ্কিত যেমন একমাত্র সন্তান। অপরদিকে তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী। কী করবেন, কোথায় যাবেন ? ভেবে উঠতে পারছেন না ! কীভাবে মৃত্যু তা জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকেরা। দেহটিকে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে প্রকৃতই কী কারণে মৃত্যু হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।