Bangladesh Situation: হামলা রুখতে পদক্ষেপ নয়, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারকেই 'কল্পকাহিনি' বললেন ইউনূস
Muhammad Yunus: আওয়ামি লিগ ছাড়া বৃহস্পতিবার ইউনূসের ডাকা সর্বদল বৈঠকে হাজির ছিল বাংলাদেশের সব রাজনৈতিক দলই।
ঢাকা: সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা রোখা নিয়ে আলোচনাই হল না। বরং সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের ঘটনাকে 'গল্প-উপন্যাস' বলে উল্লেখ করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সেখানে হিন্দুদের উপর অত্যাচার, হামলার ঘটনা যখন লাগাতার সামনে আসছে, সেই সময়ই সর্বদল বৈঠকে বসেন তিনি। আর সেখানেই যাবতীয় অভিযোগকে 'কল্পকাহিনি' বলে উল্লেখ করলেন। (Bangladesh Situation)
আওয়ামি লিগ ছাড়া বৃহস্পতিবার ইউনূসের ডাকা সর্বদল বৈঠকে হাজির ছিল বাংলাদেশের সব রাজনৈতিক দলই। আগরতলায় বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনে বিক্ষোভ নিয়ে আলোচনা হয় বৈঠকে। পাশাপাশি, সেখানে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা রুখতে আলোচনা হবে বলে ভাবা হয়েছিল। কিন্তু সেই নিয়ে আলোচনা তো দূর, বরং যাবতীয় অভিযোগকে উড়িয়ে দিলেন ইউনূস। হিন্দুদের উপর অত্যাচারের ঘটনাকে 'গল্প-উপন্যাস' বললেন তিনি। তাই হামলা রুখতে নয়, প্রতিবাদের বিরোধিতায় তাঁর সরকার সক্রিয় বলে মনে করছেন অনেকে। (Muhammad Yunus)
এদিনের বৈঠকে ইউনূস বলেন, "ছাত্রজনতার অভ্যুত্থানের পর মুক্ত-স্বাধীন বাংলাদেশকে মুছে দিতে কল্পকাহিনি প্রচার করা হচ্ছে। বাংলাদেশের মুক্তি, স্বাধীনতা অনেকের পছন্দ হচ্ছে না। নানা ভাবে, নানা গতিতে তাই উল্টে দেওয়ার চেষ্টা চলছে। ৫ অগাস্টের পর কতরকম ভাবে চেষ্টা হয়েছে আপনারা জানেন।"
ইউনূসের কথায়, "৫ অগাস্ট যে শক্তি নিয়ে ঐক্যবদ্ধ ভাবে শত্রুর মোকাবিলা করেছি আমরা, ছাত্রজনতা যেভাবে বুক পেতে দিয়েছিল, সেই লক্ষ্যে কোথাও ফাটল বা চিড় ধরেনি। স্বৈরাচারী সরকারকে বিদায় করেছি। আমরা ঠান্ডা হইনি, সেই সতেজ, মজবুত রয়েছি। পুলিশ বলে, স্যর একটা মারি তো চারটে দাঁড়িয়ে যায়। এখনও চারটে নয়, ৪০টা দাঁড়ায়। কোনও দুর্বলতা থেকে এখানে আজ আসিনি আমরা। সে জাতি মরেনি, দুর্বল হয়নি, সবল আছে, এটা বোঝাতেই আজ আপানেদের এখানে ডাকা।"
ইউনূস আরও বলেন, "অভ্যুত্থান যাঁদের পছন্দ হয়নি, তাঁরা এটা মুছে দিতে চায়। নতুন নতুন চেষ্টা হয়েই চলেছে। এই চেষ্টার একটা বিশেষ রূপ আছে। নতুন যে বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা হচ্ছে, সেটিকে ধামাচাপা দিয়ে আর একটি বাংলাদেশের কাহিনি রচনার অপচেষ্টা চলছে। একটিমাত্র দেশ নয়, বড় দেশগুলিতেও এটা ছড়িয়েছে। আমাদের অভ্যুত্থান পছন্দ হয়নি ওদের, তাই মুছে দিতে চায়, আড়াল করতে চায়। ভয়ঙ্কর কাণ্ড ঘটে গিয়েছে, রক্ষা করতে হবে, এমন এক ভঙ্গিতে দুনিয়ার সামেন আমাদের পেশ করার অপচেষ্টা চলছে। এই মিথ্যে প্রচারের বিরুদ্ধে একজোট হতে হবে আমাদের। জাতি হিসেবে আমাদের অস্তিত্বের প্রশ্ন জড়িয়ে এখানে।" হিন্দুদের উপর হামলার ঘটনা প্রতিহত করতে, কী করণীয়, তা নিয়ে যদিও কোনও মন্তব্য করতে শোনা যায়নি ইউনূসকে।