West Bengal News Live Updates: রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
রেশন দুর্নীতিতে (Ration Scam) ধৃত বালুকে দরাজ সার্টিফিকেট মুখ্যমন্ত্রীর।
রেশন দুর্নীতির দায় বামেদের ঘাড়েই চাপালেন মুখ্যমন্ত্রী। ক্ষমতার প্রায় ২ দফা কেলেঙ্কারি সাফ করতেই চলে যাওয়ার দাবি। ১৩ বছর পরে মনে পড়ল, পাল্টা কটাক্ষ সিপিএমের।
রাজ্যে পালাবদলের পরেও ফেরেনি দিন। বাম আমলে রেশন আন্দোলনে নিহত কেতুগ্রামের দিনমজুরের এখনও জোটেনি অন্নপূর্ণা অন্ত্যোদয়ের কার্ড। (
নাম না করে শুভেন্দুকে (Suvendu Adhikari) হুঁশিয়ারি মমতার (Mamata Banerjee)
পঞ্চমবার ইডির কাছে জ্যোতিপ্রিয়র পিএর হাজিরা। কার বলে বলিয়ান বাকিবুর? জানতে মুখোমুখি বসিয়ে জিজ্ঞসাবাদের সম্ভাবনা। প্রাক্তন পিএ-কে আজ ফের তলব।
এগারো থেকে একুশ, ১০ বছরে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত বাকিবুরের রকেট উত্থান।একাধিক রাইস মিল, কনস্ট্রাকশন কোম্পানি থেকে ব্র্যান্ডেড পোশাক বিপণন, আরও ১৮টি সম্পত্তির হদিশ।
পুর নিয়োগ দুর্নীতির তদন্তেও তৎপরতা কেন্দ্রীয় এজেন্সির। দক্ষিণ দমদমের প্রাক্তন পুরপ্রধানকে জিজ্ঞাসাবাদ। নজরে কামারহাটি পুরসভার চিফ ইঞ্জিনিয়ারও।
বাঁকুড়ায় শুভেন্দুর সভায় অনুমতি দিল না হাইকোর্ট। ফোনেই ভাষণ শুভেন্দুর। মঞ্চে না গিয়ে মিছিল। পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। রায় বিপক্ষে, তাই আক্রমণ, পাল্টা তৃণমূল।
১০০ দিনের কাজের বকেয়া টাকা নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। ১৬ নভেম্বর নেতাজি ইন্ডোরে দলীয় নেতা-কর্মীদের জমায়েতের নির্দেশ।
আজ হাজিরার আগে এথিক্স কমিটিকে পাঠানো চিঠি প্রকাশ মহুয়া মৈত্রর। রমেশ বিদুরি ইস্যুতে দ্বিচারিতার অভিযোগ। দেহাদ্রাই-হীরানন্দানিকে সরাসরি প্রশ্ন করার অনুমতি চান তৃণমূল সাংসদ।
ফোনে আড়ি পাতার অভিযোগে মোদি সরকারের বিরুদ্ধে এবার স্পিকারকে চিঠি মহুয়ার। নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি। পুঁজিপতির স্বার্থরক্ষা করছেন মহুয়া, ফের আক্রমণ নিশিকান্তর।
চব্বিশের ভোটের আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের। ভোটার বাড়ল ১ লক্ষ ৭৭ হাজার ৬৯৫। বাদ গেল ৩ লক্ষ ৮১ হাজার ১২৬ জনের নাম। ৫ জানুয়ারি চূড়ান্ত তালিকা।
ভুল চিকিৎসার অভিযোগ খোদ মুখ্যমন্ত্রীর!
WB News Live:রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যেই, এবার উত্তর দিনাজপুরে রাস্তার ধার থেকে উদ্ধার হল রেশন কার্ড
রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যজুড়ে তোলপাড়ের মধ্যেই, এবার উত্তর দিনাজপুরে রাস্তার ধার থেকে উদ্ধার হল রেশন কার্ড। প্রায় ২০ টির মতো রেশন কার্ড উদ্ধার করল পুলিশ। এই রেশন কার্ডগুলি কোথা থেকে এল তা নিয়ে শুরু হয়েছে রাজনাতিক চাপানউতোর।
WB News Live Update:জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ে থাকত বাকিবুর রহমানের গাড়িও। বিস্ফোরক দাবি করা হচ্ছে ED সূত্রে
জ্যোতিপ্রিয় মল্লিকের কনভয়ে থাকত বাকিবুর রহমানের গাড়িও। বিস্ফোরক দাবি করা হচ্ছে ED সূত্রে। এমনকী অমিত দে-র মোবাইল ফোনে বাকিবুরের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী কথা বলতেন বলেও সূত্রের দাবি।
WB News Live:ইয়ার্কি থেকে কথা কাটাকাটি। তারপর শুরু হয় বচসা। বচসার জেরে এক ব্যক্তির আঙুল কামড়ে কেটে দেওয়ার অভিযোগ অপর এক ব্যক্তির বিরুদ্ধে
ইয়ার্কি থেকে কথা কাটাকাটি। তারপর শুরু হয় বচসা। বচসার জেরে এক ব্যক্তির আঙুল কামড়ে কেটে দেওয়ার অভিযোগ অপর এক ব্যক্তির বিরুদ্ধে। বুধবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পোয়ালতোর বাজার এলাকায়।
WB News Live Update:'জ্যোতিপ্রিয় মল্লিক ভাল লোক, ওঁর বিপদে পাশে দাঁড়াব', মমতার পর এবার জ্যোতিপ্রিয়র পাশে অর্জুন সিংহ
'জ্যোতিপ্রিয় মল্লিক ভাল লোক, ওঁর বিপদে পাশে দাঁড়াব। প্রয়োজনে ওঁকে আইনি সহায়তা দেব, ওঁর পাশে থাকব', মমতার পর এবার জ্যোতিপ্রিয়র পাশে অর্জুন সিংহ
WB News Live:রেশন দুর্নীতিকাণ্ডে দায় জ্যোতিপ্রিয়রই, বুঝিয়ে দিলেন কাকলি ঘোষ দস্তিদার
রেশন দুর্নীতিকাণ্ডে দায় জ্যোতিপ্রিয়রই, বুঝিয়ে দিলেন কাকলি ঘোষ দস্তিদার। 'ব্যক্তি জ্যোতিপ্রিয় যা করেছেন, তাতে দলের ভাবমূর্তি কেন নষ্ট হবে?' বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে পাশে বসিয়ে মন্তব্য তৃণমূল সাংসদের