West Bengal News Live: হরিদেবপুরে বাংলাদেশি দুষ্কৃতীর রহস্যমৃত্যু
Get the latest West Bengal News and Live Updates:জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
হিঙ্গলগঞ্জে সরকারি অনুষ্ঠানে শীতবস্ত্র বিলির কর্মসূচি। নেই শীতবস্ত্রই! অব্যবস্থায় ক্রুদ্ধ মুখ্যমন্ত্রী (Chief Minister)। ভাষণ থামিয়ে মঞ্চেই বসে থাকলেন ২০ মিনিট। সরকারি অনুষ্ঠানে বেনজির অব্যবস্থা। প্রকাশ্য মঞ্চেই ডিএম-বিডিও-কে তিরস্কার।
তৃণমূল বনাম তৃণমূলের লড়াইয়ে রক্তাক্ত গোসাবা (Gosaba)। এলাকা দখলের দ্বন্দ্বে তৃণমূল কর্মীকে ছররা গুলি। অভিযুক্ত তৃণমূলকর্মী গ্রেফতার। তৃণমূলের পঞ্চায়েত প্রধানের মদতে হামলার অভিযোগে বিক্ষোভ।
দিল্লি (Delhi) পুরভোটের প্রচারে গিয়ে দিলীপের মুখে বাংলার হিংসা থেকে দুর্নীতি। কেজরিয়ালের সঙ্গে মমতাকে আক্রমণ। অশান্তি করে তো বিজেপিই, পাল্টা তৃণমূল।
মিনাখাঁ-কেশপুর বিস্ফোরণের তদন্তে কি এনআইএ? সিদ্ধান্ত নেবে কেন্দ্র, জনস্বার্থ মামলায় জানাল হাইকোর্ট (High Court)। দ্রুত পাঠানো হবে রিপোর্ট, বলল রাজ্য।
টেটে (TET) কেউ পেয়েছেন ১০০ শতাংশ, কারও ১০৯ শতাংশ! এবার চোদ্দর প্যানেলে নম্বর-বিতর্কে প্রাথমিক পর্ষদ। ভুল মেনে সংশোধন, জানাল পর্ষদ।
সরকারি হাসপাতালে নার্স নিয়োগেও দুর্নীতির অভিযোগ। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিক্ষোভের ধরন নিয়েই প্রশ্ন তৃণমূলের (TMC)।
বিধানসভা ভোট থেকে লাগাতার মিথ্যে মামলার অভিযোগ। এবার বই প্রকাশ করে প্রচারে শুভেন্দুর। বিকৃত তথ্য দিয়ে সংকলন, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের (Kunal Ghosh)।
মোদি-শাহকে সাবিত্রীর বেলাগাম আক্রমণ। আঁচ বিধানসভাতেও। বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ, প্রতিবাদে ওয়াকআউট। পাল্টা বিক্ষোভ তৃণমূলের।
বেলাগাম তৃণমূল বিধায়ক, চাপ বাড়াচ্ছে বিজেপি। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, পাল্টা দাবি সাবিত্রীর।
বরানগরে বিশেষভাবে সক্ষমদের হাসপাতালের হস্টেলে ছাত্রের রহস্যমৃত্যু। উঠল র্যাগিংয়ের অভিযোগ। তদন্ত করছে পুলিশ, জানাল কর্তৃপক্ষ।
বাসন্তী হাইওয়েতে বাইকের রেষারেষি, ৩ যুবকের মৃত্যু, আহত ১। হেলমেট ছাড়াই বেপরোয়া গতি। সায়েন্স সিটির দিকে আসার সময় লরিতে ধাক্কা।
৫৯ লক্ষের ১ কেজিরও বেশি সোনা গুঁড়ো করে লাম্বার বেল্টে লুকিয়ে পাচারের ছক বানচাল। কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) দুবাই ফেরত ২ যাত্রী আটক।
হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত সিপিএম নেতা মানব মুখোপাধ্যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু। আজ দেহদান। শোকবার্তা মুখ্যমন্ত্রীর।
West Bengal News Live: হরিদেবপুরে বাংলাদেশি দুষ্কৃতীর রহস্যমৃত্যু
হরিদেবপুরে বাংলাদেশি দুষ্কৃতীর রহস্যমৃত্যু। গলায় ফাঁস লাগানো অবস্থায় বাংলাদেশি দুষ্কৃতীর দেহ উদ্ধার। মৃত নুর উন লতিফ নবি ওরফে ম্যাকসন একটি আবাসনে ভাড়া থাকত। ম্যাকসনের বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থাকায় ৪০টির বেশি মামলা।
WB News Live Updates: এবার বোলপুর স্টেশনে আগ্নেয়াস্ত্র, গুলি-সহ গ্রেফতার
এবার বোলপুর স্টেশনে আগ্নেয়াস্ত্র, গুলি-সহ গ্রেফতার। বোলপুর স্টেশনে সেমি অটোমেটিক পিস্তল, কার্তুজ, গুলি-সহ গ্রেফতার। অস্ত্র, গুলি-সহ নানুরের বাসিন্দাকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ।
West Bengal News Live: অভিনব পদ্ধতিতে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল চক্রের এক মহিলা
নকল সোনার গয়না পরে সোনার দোকানে গিয়ে, আসল সোনার গয়না বদলে নিত এক মহিলা চক্র। অভিনব পদ্ধতিতে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল চক্রের এক মহিলা।
WB News Live Updates: বিজেপি-সিপিএমকে রুখতে সমবার ভোটে এবার কংগ্রেস-তৃণমূল ‘জোট’!
৪৯টি আসনের মধ্যে ৩১টি আসনে কংগ্রেস-তৃণমূল ‘জোটের’ জয়। গেঁওখালি সমবায় সমিতির ভোটে ৯টি করে আসনে জয়ী বিজেপি-সিপিএম। বিজেপি-সিপিএমকে হারাতে জোট, দাবি কংগ্রেস-তৃণমূল নেতাদের।
West Bengal News Live: বিজেপি-সিপিএমকে রুখতে সমবার ভোটে এবার কংগ্রেস-তৃণমূল ‘জোট’!
বিজেপি-সিপিএমকে রুখতে সমবার ভোটে এবার কংগ্রেস-তৃণমূল ‘জোট’! নন্দকুমারে ‘বাম-রাম জোটে’র উলটপুরাণ গেঁওখালিতে, কংগ্রেস-তৃণমূল ‘জোট’! পূর্ব মেদিনীপুরের গেঁওখালি সমবায় সমিতির নির্বাচনে কংগ্রেস-তৃণমূল ‘জোট’!