West Bengal News: মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও রকম সমস্যা না হয়, তার জন্য সচেষ্ট মধ্যশিক্ষা পর্ষদ
West Bengal News : জেলা থেকে জেলা, সোমবার সকালে যে খবরগুলিতে থাকবে নজর ।
LIVE
Background
- ২৫দিন পরেও অধরা! সন্দেশখালিকাণ্ডের মাস্টারমাইন্ডকে এবার মন্ত্রীদের দরাজ সার্টিফিকেট!
শেখ শাহজাহান 'স্বাধীনতা সংগ্রামী'!
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের থেকে শিক্ষা সংক্রান্ত মামলা গেল বিচারপতি মান্থার কাছে। উচ্চ প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলা থেকে সরলেন বিচারপতি সেন।
- ২ বিচারপতির সংঘাত। আইনের মন্দিরে এমন ঘটনার প্রভাব পড়ে দীর্ঘমেয়াদি। নাম না করে মুখ খুললেন প্রধান বিচারপতি। ব্যক্তিগতভাবে লজ্জিত বলে মন্তব্য।
- নরেন্দ্রপুর স্কুলে তাণ্ডব, কোর্টের ডেডলাইনও পার। তাও এফআইআরে থাকা অভিযুক্তদের খোঁজই পেল না পুলিশ! মাধ্যমিক শুরুর আগে গ্রেফতার করুন, নির্দেশ বিচারপতির।
- বাড়িতে নেই কেউ, নরেন্দ্রপুরেকাণ্ডে দাবি পুলিশের। পঞ্চায়েত সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি! কীভাবে সম্ভব? প্রশ্ন ক্ষুব্ধ ।
'বাড়িতে নেই, কীভাবে সম্ভব?' - তল্লাশি চালিয়েছি, কিন্তু কেউ মেলেনি। নরেন্দ্রপুরকাণ্ডে পুলিশের দাবিতে বিস্মিত হাইকোর্ট। পঞ্চায়েত সদস্যকেও বাড়িতে মেলেনি! এটা সম্ভব? প্রশ্ন বিচারপতির।
- অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ নেই। তাঁদের কাজ আইনশৃঙ্খলা রক্ষা করা। স্কুলে এসে দাবি নরেন্দ্রপুর থানার। (সট)
- ৫০ জনের উপর অভিযুক্ত এখনও অধরা। এজেন্সি ব্যর্থ হলে তিনি বিষয়টিতে ঢুকবেন, নরেন্দ্রপুরকাণ্ডে মন্তব্য রাজ্যপালের। (সট)
- নরেন্দ্রপুরের স্কুলে তাণ্ডবকাণ্ডে হাইকোর্টের দেওয়া সময়সীমা ফুরোলেও অধরা
অভিযুক্তরা। বাড়িতেও নেই কেউ। স্কুলে আসতে ভয় পাচ্ছে পড়ুয়ারা, দাবি শিক্ষকের।
- স্কুলে গিয়ে কী করেছিলেন? রিপোর্ট ফেলে দিলেন? স্কুল শিক্ষা দফতরের ২ সহ অধিকর্তাকে প্রশ্ন আদালতের। অপরাধমূলক ষডযন্ত্রের ধারায় মামলা হওয়া উচিত বলে মন্তব্য।
- হাজিরা না দিয়ে অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের। আগামী শনিবার শুনানি। অভিযুক্ত ধরা পড়বে। এটা কোনও প্রতিশ্রুতি নয়, অঙ্গীকার, মন্তব্য রাজ্যপালের।
- কড়া পদক্ষেপ যেন না নিতে পারে ইডি, আবেদন শেখ শাহজাহানের। আর্জিতে সাড়া দিল না আদালত। যা করেছেন, তার থেকে আরও কড়া কিছু আছে নাকি? প্রশ্ন ইডি-র আইনজীবীর।
- আদালত অপমানিত। ২ বিচারপতির সংঘাতের মধ্যেই প্রথম মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন। কাউকে কিছু বলার নেই, সবাইকে শ্রদ্ধা
- হাইকোর্টের নির্দেশেও হল না কাজ। নরেন্দ্রপুরকাণ্ডে রাতের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে ব্যর্থ পুলিশ।
- "তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে খুঁজে পাচ্ছেন না? বললেন ক্ষুব্ধ বিচারপতি। "আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা করা উচিত," ভর্ৎসনা শিক্ষা দফতরের ২ আধিকারিককেও।
- শোভনদেবের মুখে স্বাধীনতা সংগ্রামীর তুলনা, পার্থ ভৌমিকের চোখে "ভদ্রলোক"। শাসকের এই মনোভাবেই ২৫ দিন পরও অধরা শাহজাহান?
- ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার কথা বলতেই কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ নৌশাদের। পরিবারের উপরেও চাপ তৈরির দাবি। হার বুঝে অজুহাত, পাল্টা কুণাল।নৌশাদের পরিবারকে চাপ?
WB Live News: মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনও রকম সমস্যা না হয়, তার জন্য সচেষ্ট মধ্যশিক্ষা পর্ষদ
আগামী শুক্রবার থেকে রাজ্যে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। চলবে ১০ দিন। পরীক্ষার্থীদের যাতে কোনও রকম সমস্যা না হয়, তার জন্য সচেষ্ট মধ্যশিক্ষা পর্ষদ।
West Bengal Live News: অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন শেখ শাহজাহানের
সন্দেশখালি কাণ্ডের পর কেটে গেছে ২৬ দিন। এখনও অধরা শেখ শাহজাহান। কিন্তু অন্তরালে থেকেই আগাম জামিনের আবেদন জানাচ্ছেন তৃণমূল নেতা! ব্যাঙ্কশাল কোর্টের পর এবার বারাসাত জেলা জজের আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তিনি।
WB Live News: প্রশাসনের বিরুদ্ধে ত্রিবেণীতে কুম্ভমেলায় অনুমতি না দেওয়ার অভিযোগ
এবার প্রশাসনের বিরুদ্ধে ত্রিবেণীতে কুম্ভমেলায় অনুমতি না দেওয়ার অভিযোগ তুললেন উদ্যোক্তারা। তাঁদের দাবি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণ দেখিয়ে অনুমতি দেয়নি প্রশাসন। এনিয়ে হুগলি সদরের মহকুমাশাসক জানিয়েছেন, পরীক্ষার জন্য মাইক ব্যবহার নিষিদ্ধ, এত লোক এলে ট্রাফিক ম্যানেজমেন্টে সমস্যা হবে। তাতে পরীক্ষার্থীদের সমস্যা তৈরি হবে।
West Bengal Live News: অনুব্রত মণ্ডলের মঙ্গল কামনায় হোমযজ্ঞের আয়োজন অনুগামীদের
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর, পোস্টার-ব্যানারে অনুব্রত মণ্ডল ফেরার পর এবার বোলপুরে ১০ ফেব্রুয়ারি কেষ্ট মণ্ডলের মঙ্গল কামনায় হোমযজ্ঞের আযোজন করলেন তাঁর অনুগামীরা। সাঁইথিয়ায় ইতিমধ্যে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন। আর এর মাঝেই বিজেপিতে যোগ দিলেন এক অনুব্রত ঘনিষ্ঠ।
WB Live News:ইডি হেফাজতে হেমন্ত সোরেন
ইডি হেফাজতে হেমন্ত সোরেন। কিছুক্ষণ আগেই রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি।