West Bengal News Live Updates: দিনভর বৃষ্টি, বিপাকে ভোট কর্মীরা
Get the latest West Bengal News Highlights: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
শেষ দফা ভোটের আগে, কন্য়াকুমারীর বিবেকানন্দ রকে ধ্যানে প্রধানমন্ত্রী। ভগবতী আম্মান মন্দিরে পুজো দেওয়ার পর ১ জুন সন্ধে পর্যন্ত তপস্যায় নরেন্দ্র মোদি।
রামমন্দির দিয়ে কিছু হল না, ধ্যান করার ভান। কটাক্ষ অধীরের। ধ্যান করুন, সঙ্গে ক্যামেরা কেন ? আক্রমণ মমতার। নোংরা রাজনীতি, পাল্টা সুকান্ত। কমিশনের দ্বারস্থ সিপিএম-কংগ্রেস।
লোকসভা ভোটে গণনা ঠিকঠাক থাকলে সম্ভবত এবার দেশে বিজেপি ক্ষমতায় আসছে না। ফের দাবি মমতার। ৪ জুনের পর পরাজয় নিশ্চিত, পাল্টা শমীক ভট্টাচার্য।
বিজেপি ক্ষমতায় এলে তদন্তকারী অফিসারের অবসরকালীন সুবিধা আটকে দেওয়া হবে। বসিরহাটে ২ বিজেপি কর্মীর গ্রেফতারিতে হুঙ্কার শুভেনদুর। বিজেপির রাজনৈতিক অবসর, পাল্টা কুণাল।
এবার বরানগরের বিজেপি প্রার্থীর মুখে অনুব্রতর চড়াম চড়াম, গুড় বাতাসা।
ভোটে আক্রান্ত ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই এফআইআর পুলিশের। শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা। ফাঁসানোর চেষ্টা, অভিযোগ প্রণত টুডুর।
ডায়মন্ডহারবার থেকে কেন দাঁড়ালেন না সেলিম-শুভেনদু-সুজন-দিলীপরা? ফের ডায়মন্ড চ্যালেঞ্জ অভিষেকের। বিজেপি প্রার্থীই যথেষ্ট, পাল্টা সুকান্ত। লড়াই দেবে প্রতিক উর, আক্রমণ সুজনের।
রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে ৫ জুন তলব ইডির। অভিযুক্তদের অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য খতিয়ে দেখে উঠে আসে অভিনেত্রীর নাম, ইডি সূত্রে খবর। প্রতিক্রিয়া মেলেনি ঋতুপর্ণার।
ইডির ডাক শুনলে যেতে হবে, দাবি সুকান্তর। তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই, দাবি কুণালের। মাথাকে ধরছে না কেন ? আক্রমণ সুজনের। তদন্ত কবে শেষ হবে ? প্রশ্ন অধীরের।
WB News Live Updates: প্রয়াত অবসরপ্রাপ্ত সেনা কর্তা কে কে গঙ্গোপাধ্যায়
প্রয়াত অবসরপ্রাপ্ত সেনা কর্তা কে কে গঙ্গোপাধ্যায়। বুধবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কার্তিককুমার গঙ্গোপাধ্যায়ের। দিসান হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ১৯৪১ সালের ১২ জুলাই কার্শিয়ঙের জন্মগ্রহণ করেন।১৯৬৫ সালে ভারত-পাকিস্তান এবং ১৯৭১ সালের বাংলাদেশে যুদ্ধে অংশ নিয়েছিলেন কে কে গঙ্গোপাধ্যায়। বিশিষ্ট সেবা মেডেল দেওয়া হয় তাঁকে। ১৯৯৭ সালে সেনাবাহিনী থেকে অবসর নেন তিনি।
West Bengal News Live: কলকাতায় ভোটের আগে হাওড়া ব্রিজে টাকা উদ্ধার
কলকাতায় ভোটের আগে হাওড়া ব্রিজে টাকা উদ্ধার। নাকা চেকিংয়ের সময় ৪ বাইক আরোহীর কাছে মিলল ১০ লক্ষ ১৩ হাজার টাকা। ৬ জনকে আটক করেছে গোলাবাড়ি থানার পুলিশ। কার টাকা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? উত্তর দিতে না পারায় আটক ৭।
WB News Live Updates: আগামীকাল শেষ দফার ভোট, বাংলার ৯ আসনে নির্বাচন
আগামীকাল শেষ দফার ভোট, বাংলার ৯ আসনে নির্বাচন। কাল কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, দমদমে ভোট। ডায়মন্ডহারবার, বসিরহাট, বারাসতেও কাল ভোট। কাল যাদবপুর, জয়নগর, মথুরাপুরে লোকসভা নির্বাচন। কাল বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন
West Bengal News Live: জল সমস্যায় জেরবার শিলিগুড়ি
জল সমস্যায় জেরবার শিলিগুড়ি। জলসঙ্কট নিয়ে পুরসভার সামনে বিজেপির মিছিল পুলিশ আটকে দিলে উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের। মাটিতে বসে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। মেয়রের পদত্যাগ দাবি। আগের পুরবোর্ডের পাপের ফল ভোগ করতে হচ্ছে, দায় অস্বীকার করে মন্তব্য মেয়র গৌতম দেবের। এই পাপ উনিই সৃষ্টি করেছেন, জবাব ওঁকেই দিতে হবে, গৌতম দেবকে নিশানা অশোক ভট্টাচার্যর।
WB News Live Updates: ফার্স্ট পোলিং অফিসারদের হাতে তুলে দেওয়া হয় ইভিএম
আগামীকাল সপ্তম দফায় ৯টি লোকসভা কেন্দ্রে ভোটের পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন। তবে সঠিক সময়ে ডিস্ট্রিবিউশন সেন্টারে কয়েকজন প্রিসাইডিং অফিসার এসে পৌঁছতে না পারায় বিপাকে পড়েন ভোটকর্মীরা। নির্দিষ্ট সময়ে না এলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ঘোষণা করা হয় মাইকে। পরে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারদের বদলে ফার্স্ট পোলিং অফিসারদের হাতে তুলে দেওয়া হয় ইভিএম