West Bengal News Live Updates: SSKM থেকে জোকা ইএসআই-তে নেওয়া হল 'কালীঘাটের কাকু'কে
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
- তৃণমূলে নবীন-প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই ফের সুদীপ বন্দ্য়োপাধ্যায়কে আক্রমণ তাপস রায়ের।
'যতই নাড়ো কলকাঠি, ভাঙতে পারবে না এই জুটি'। দূরত্ব-জল্পনার মধ্যেই মমতা-অভিষেকের ছবি পোস্ট দেবাংশুর। তোলামূলের সবাই চোর, কটাক্ষ শুভেন্দুর।
- রামমন্দিরের পর মোদি সরকারের আরও এক মাস্টার স্ট্রোক। লোকসভা ভোটের আগেই দেশজুড়ে চালু হতে পারে সিএএ। খবর পিটিআই সূত্রের।
- বাংলায় সিএএ হবে না, ফের বলল তৃণমূল। নাগরিকত্ব নয়, ভোটই ইস্যু, প্রতিক্রিয়া বাম-কংগ্রেসের। কেউ আটকাতে পারবে না, পাল্টা বিজেপি।
- কেন্দ্র টাকা আটকায়নি। তৃণমূল সাংসদরা রাজনীতি করতে গিয়েছিলেন। বাংলায় এসে ফের বললেন সাধ্বী নিরঞ্জন। মিথ্যে বলছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী, পাল্টা তৃণমূল।
ব্রিগেড ভরাতে তৎপর সিপিএমের যুব সংগঠন। শনিবার বাঁধা হবে মঞ্চ। প্রস্তুতি খতিয়ে দেখলেন মীনাক্ষীরা। সিপিএমের ইনসাফ চাওয়ার মুখ নেই, খোঁচা তৃণমূলের।
ঠিক ভোটের আগে কেন নোটিস? প্রশ্ন তুলে আজও ইডির সমনে হাজিরা দিলেন না কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতারিই উদ্দেশ্য, অভিযোগ আপের। - হিন্ডেনবার্গ বিতর্কে আদানি গোষ্ঠীর বড় স্বস্তি, সেবি তদন্তে সন্তুষ্ট সুপ্রিম কোর্ট, অসমর্থিত রিপোর্টের ভিত্তিতে তদন্তকারী সংস্থাকে নিয়ে প্রশ্ন তোলা অনুচিত, বলল সর্বোচ্চ আদালত।
কেন্দ্র পিছু হাঁটার কথা বললেও ন্যায় সংহিতার নতুন পরিবহণ আইন নিয়ে দিকে দিকে বিক্ষোভ। একাধিক জেলায় বাস বন্ধ রেখে প্রতিবাদ। ভোগান্তি যাত্রীদের।
নতুন বছরে ফিরল শীত। কলকাতায় পারদ নামল ১৪ ডিগ্রিতে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে চলতি সপ্তাহে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা।
লিপস অ্যান্ড বাউন্ডসের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু। প্রাথমিক নিয়োগ মামলায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ED-র রিপোর্ট। - আজ ED-র জয়েন্ট ডিরেক্টরকে তলব হাইকোর্টের। ‘কালীঘাটের কাকু’র ভয়েস স্যাম্পেল নিতে পারবে ED? ESI-এর বিশেষজ্ঞ চিকিৎসককে আজ হাজিরার নির্দেশ।
- সংসদ থেকে বহিষ্কার, আজ সুপ্রিম কোর্টে মহুয়ার মামলার শুনানি। কী হবে বাংলার আসন ফর্মুলা? আজ খাড়গেকে রিপোর্ট দেবে কংগ্রেসের কমিটি।
West Bengal News Live:পার্থ চট্টোপাধ্যায়কে বাড়িতে রেখে চিকিৎসা করানোর আর্জি আইনজীবীর
'প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই নিয়োগ দুর্নীতি মামলার কিংপিন'। আলিপুর সিবিআইয়ের বিশেষ আদালতে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। 'শিক্ষা দফতরের একাধিক আধিকারিককে দিয়ে নিয়োগ দুর্নীতি করেছেন। মিডলম্যানদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল পার্থ চট্টোপাধ্যায়ের'
আদালতে বিস্ফোরক দাবি সিবিআইয়ের। যে কোনও শর্তে জামিনের কাতর আর্জি পার্থর, ফের খারিজ করল আদালত। পার্থ চট্টোপাধ্যায়কে বাড়িতে রেখে চিকিৎসা করানোর আর্জি আইনজীবীর। পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন খারিজ আদালতের, ১৭ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত।
West Bengal News Live: বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৫ জন রোগী
দেশের পাশাপাশি, রাজ্যেও ফের বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত ৮ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৮১। এর মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৫ জন রোগী। এই পরিস্থিতিতে হাসপাতালের করোনা চিকিৎসার নোডাল অফিসারকে বদলির নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বেলেঘাটা আইডি-র করোনা বিভাগের নোডাল অফিসার কৌশিক চৌধুরীকে বদলি করা হয়েছে উত্তর ২৪ পরগনার একটি সরকারি হাসপাতালে। গতকাল বেলেঘাটা আইডি-তে আরও একজন করোনা আক্রান্তকে ভর্তি করা হয়। বাড়িতেই চিকিৎসা চলছিল দক্ষিণ কলকাতার বাসিন্দা চল্লিশোর্ধ্ব মহিলার। বেলেঘাটা আইডি-তে এই মুহূর্তে ভর্তি ৫ জন করোনা রোগী। বারাসাতের বাসিন্দা এক রোগীকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৪৪০।
West Bengal News Live: SSKM থেকে জোকা ইএসআই-তে নেওয়া হল 'কালীঘাটের কাকু'কে
SSKM থেকে বের করা হল 'কালীঘাটের কাকু'কে। তোলা হল জোকা ইএসআই থেকে আনা ৫জি অ্যাম্বুল্যান্সে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রওনা দিল অ্যাম্বুলেন্স। কিন্তু কোথায় নেওয়া হচ্ছে ? শেষ অবধি পাওয়া খবরে, জানা গিয়েছে, জোকা ইএসআই-তে নিয়ে যাওয়া হয়েছে 'কালীঘাটের কাকু'কে। তবে কি অপেক্ষা শেষ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ? জোকা ESI-তে আজই কি সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে ?
WB News Live: ১০দিনে পর্ষদকে প্যানেল প্রকাশের নির্দেশ
প্রাথমিকে ২০১৬-র নিয়োগ প্রক্রিয়া, ১০দিনে পর্ষদকে প্যানেল প্রকাশের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। প্রকাশিত হয়ে থাকলে কপি পেশ করতে নির্দেশ।
West Bengal News Live: রাজ্যেও ফের বাড়ছে করোনা সংক্রমণ
দেশের পাশাপাশি, রাজ্যেও ফের বাড়ছে করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত ৮ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৮১। এর মধ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৫ জন রোগী। এই পরিস্থিতিতে হাসপাতালের করোনা চিকিৎসার নোডাল অফিসারকে বদলির নির্দেশ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। বেলেঘাটা আইডি-র করোনা বিভাগের নোডাল অফিসার কৌশিক চৌধুরীকে বদলি করা হয়েছে উত্তর ২৪ পরগনার একটি সরকারি হাসপাতালে। গতকাল বেলেঘাটা আইডি-তে আরও একজন করোনা আক্রান্তকে ভর্তি করা হয়। বাড়িতেই চিকিৎসা চলছিল দক্ষিণ কলকাতার বাসিন্দা চল্লিশোর্ধ্ব মহিলার। বেলেঘাটা আইডি-তে এই মুহূর্তে ভর্তি ৫ জন করোনা রোগী। বারাসাতের বাসিন্দা এক রোগীকে হাসপাতাল থেকে ছুটি দিয়ে হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬০২ জন। মৃত্যু হয়েছে ৫ জনের। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ৪৪০।