West Bengal News Live Updates : তিহাড়ে কেষ্ট, মদনের মুখে গুড়-বাতাসা!
দেখে নেওয়া যাক, এই মুহূর্তে জেলা থেকে জেলার গুরুত্বপূর্ণ খবর।
LIVE
Background
পঞ্চায়েত ভোটের (Panchayat Elections) ৪ দিন আগে অবশেষে ৪৮৫ কোম্পানি মোতায়েন নিয়ে বৈঠক। রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক বিএসএফের আইজি ও রাজ্য পুলিশের আইজি-র । কোথায় ৪৮৫ কোম্পানি মোতায়েন ? কি নির্দেশ কমিশনের ? তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। দেখে নেওয়া যাক, এই মুহূর্তে পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর।
রণক্ষেত্র ভগবানগোলা : তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেসের সংঘর্ষে উত্তাল হয়ে উঠল ভগবানগোলা। কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে ভগবানগোলায় থানার সামনে বিক্ষোভ বাম-কংগ্রেসের। তৃণমূল কর্মীরা বাধা দিলে ধুন্ধুমার। পরিস্থিতি সামলাতে লাঠি হাতে নামল পুলিশ।
মাথা ফাটল তৃণমূল কর্মীর : রানিনগরে তৃণমূল কর্মীকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ভর্তি হাসপাতালে। প্রচারে বাধা দিতে, কংগ্রেস কর্মীদের বেঁধে রেখে পালানোর সময় পড়ে গিয়ে মাথা ফাটে তৃণমূল কর্মীর। পাল্টা দাবি করেছে কংগ্রেস।
বোমার স্তূপে মুর্শিদাবাদ : পঞ্চায়েত ভোটের মুখে বারুদের স্তূপে মুর্শিদাবাদ। খড়গ্রামে বোমা বাঁধতে গিয়ে জখম হল ২ দুষ্কৃতী। উদ্ধার তাজা বোমা। লালগোলায় খেতে মিলল সকেট বোমা। হরিহরপাড়া ও বেলদাতেও বোমা উদ্ধার করল পুলিশ।
তৃণমূল প্রার্থীকে গুলি : কুলতলিতে তৃণমূল প্রার্থীকে গুলি করার অভিযোগ উঠল সিপিএম ও SUCI-এর বিরুদ্ধে। তৃণমূল প্রার্থীর ডান পায়ে গুলি লেগে বেরিয়ে গেছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম।
সংঘর্ষে বোমাবাজি! : তৃণমূল-আইএসএফের সংঘর্ষ (Panchayat Poll Violence) ঘিরে উত্তপ্ত হয়ে উঠল উস্তির হটুগঞ্জ বাজার এলাকা। চলল বোমাবাজি, দোকান ভাঙচুর। আতঙ্কে দোকান বন্ধ করে পালাতে শুরু করেন ব্যবসায়ীরা। তৃণমূল ও ISF-একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।
বাসন্তীতে ফের গুলি! রাজ্য়পাল (Bengal Governor) ফিরে যাওয়ার পর ফের অশান্ত হয়ে উঠল বাসন্তী। নফরগঞ্জ পঞ্চায়েতে গুলিবিদ্ধ হলেন তৃণমূলকর্মী। ভরতগড় পঞ্চায়েতে বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর। অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। অস্বীকার তৃণমূলের।
-
ছাদ থেকে 'ধাক্কা' : কুলপির হেলিয়াগাছিতে আইএসএফ প্রার্থীর আত্মীয়দের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। এক যুবককে মারধরের পর ছাদ থেকে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্তদের। ঘটনায় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
'ছাপ্পা' ঘিরে ধুন্ধুমার : মেজিয়া ব্লক অফিসে পোস্টাল ব্যালটে ছাপ্পা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাধা দেওয়ায় পুলিশের সামনেই বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। ছাপ্পার অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে তৃণমূল।
বোমায় জখম ২ কিশোর : কোচবিহারের গোসানিমারিতে বোমার আঘাতে জখম হল ২ কিশোর-সহ চার। স্থানীয়দের অভিযোগ, সাত্তার মিঞাঁ নামে এক ব্যক্তির বাড়িতে বোমা বাধা হচ্ছিল। সেই সময় আচমকা বিস্ফোরণ হয়। বোমা ফেটে জখম হয় ৪ জন।
WB News Live : বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। এ রাজ্যের পুলিশ ক্যাডার
বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। এ রাজ্যের পুলিশ ক্যাডার। ওদের কথা শুনবেন না। রাজ্যে ভোটের নিরাপত্তা দেওয়ার কাজে আসা ভিনরাজ্যের পুলিশকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। নিরপেক্ষ হয়ে কাজ করার জন্য আর্জি। যত বাহিনীই আসুক, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে, প্রতিক্রিয়ায় বলল তৃণমূল।
West Bengal News Live: দল ছাড়ার আগে, তৃণমূল তাঁকে উপমুখ্যন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল বলে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী
দল ছাড়ার আগে, তৃণমূল তাঁকে উপমুখ্যন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল বলে বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী। দলত্য়াগ প্রসঙ্গে, বুধবার এগরার সভা থেকে তিনি বলেন, আর পারছিলাম না, তাই ছেড়ে এসেছি। যদিও, এনিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল।
প্রায় ৮ লক্ষ টাকার গয়না উধাও হয়ে গেছে বেসরকারি ব্যাঙ্কের লকার থেকে
সোনার নেকলেস, হিরের আংটি থেকে শুরু করে অ্যান্টিক হেয়ার পিন। প্রায় ৮ লক্ষ টাকার গয়না উধাও হয়ে গেছে বেসরকারি ব্যাঙ্কের লকার থেকে। এমনই অভিযোগ তুলে মানিকতলা থানার দ্বারস্থ হয়েছেন কাঁকুড়গাছির এক বাসিন্দা। ব্য়াঙ্কের সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে মানিকতলা থানা ও লালবাজারের ডাকাতি দমন শাখা।
West Bengal News Live: ফের মিড ডে মিলের টাকা অন্য় খাতে ব্য়বহার করার অভিযোগ উঠল
ফের মিড ডে মিলের টাকা অন্য় খাতে ব্য়বহার করার অভিযোগ উঠল। ভোট কর্মীদের ভাতা দিতে মিড ডে মিলের টাকা ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এনিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল।
WB News Live : কলকাতা মেডিক্য়াল কলেজে আজবকাণ্ড
কলকাতা মেডিক্য়াল কলেজে আজবকাণ্ড! গুগলে মেডিক্য়াল কলেজের হেল্পলাইনে চা বিক্রেতার নম্বর! ফোন করে বিপাকে রোগী ও তাঁদের আত্মীয়রা। আর ফোন ধরে নাজেহাল চা বিক্রেতা! বিষয়টি গুগলকে ইমেল করে জানিয়েছেন তিনি।