West Bengal News Live Updates: তৃণমূল শ্রমিক সংগঠনের এক নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ দায়ের
Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
কলকাতা: ‘কাল থেকেই সব বেসরকারি স্কুলকে বন্ধ করতে হবে অফলাইন ক্লাস। কলকাতার বেসরকারি স্কুল কর্তৃপক্ষদের এমনটাই জানিয়ে দিল সরকার। সূত্রের খবর, ‘সরকারি নির্দেশিকার পরেও কেন বেসরকারি স্কুল খোলা? রাজ্য সরকারের এমনই প্রশ্নের মুখে পড়তে হয় বেসরকারি স্কুল কর্তৃপক্ষকে। সরকারি সিদ্ধান্ত মেনে কাল থেকেই অনলাইনে যাচ্ছে সাউথ পয়েন্ট। কী করবে কলকাতার বাকি বেসরকারি স্কুল? তৈরি হয়েছে ধোঁয়াশা।
সরকারি নির্দেশিকা অনুযায়ী গত ২ মে থেকেই গরমের ছুটি পড়ে গিয়েছে। হাঁসফাঁস গরমে ছাত্রছাত্রীদের সুবিদার্থে এই সিদ্ধান্ত নেয় সরকার। এগিয়ে আনা হয় গরমের ছুটি। তবে তার কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তনে ফের পরিস্থিতি স্বাভাবিক হয়। তাপমাত্রাও খানিক নিয়ন্ত্রণে আসে। পরিস্থিতি বিচার করে বেশ কিছু বেসরকারি স্কুল চলছিল অফলাইনেই। কলকাতার পাশাপাশি জেলাতেও চলছিল স্কুল। গরমের ছুটি পড়ার দিনও চলে পরীক্ষা।
পঞ্চম থেকে নবমের পরীক্ষা নিল নৈহাটির ৩টি স্কুল। নৈহাটির (Naihati) কাত্যায়নী গার্লস হাইস্কুল, নরেন্দ্র বিদ্যানিকেতন। পরীক্ষা নিল নৈহাটির প্রফুল্ল সেন গার্লস হাইস্কুল-ও। সরকারের নির্দেশে আজ থেকেই গরমের ছুটি পড়ার কথা। অথচ, সেই দিনেই পরীক্ষা। ‘কেন সরকারি নির্দেশ উপেক্ষা? ৩টি স্কুলকে পরীক্ষা অবিলম্বে বন্ধ রাখার নির্দেশ ডিআইয়ের। শিক্ষা দফতরে রিপোর্ট পাঠাচ্ছেন জেলা স্কুল পরিদর্শক।
আরামবাগেও চলে পরীক্ষা: পঞ্চম-অষ্টম শ্রেণি পর্যন্ত পরীক্ষা নিল আরামবাগের চাঁদুর হাইস্কুল-ও। সকাল সাড়ে ৮টা থেকে ১১টা পর্যন্ত ২টি পরীক্ষা নিল আরামবাগের স্কুল। গরমের ছুটি পরার দিনে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ''করোনার জন্য ২ বছর স্কুল বন্ধ ছিল, পরীক্ষা না নিলে ছাত্রছাত্রীরা পিছিয়ে পড়বে। এখন পরীক্ষা না হলেও আবার ৪৫দিন পিছিয়ে পড়বে ছাত্রছাত্রীরা।'' এসডিওর তরফে জানানো হয়েছে, ''ভ্যাকসিনেশনের জন্য অনেক স্কুলই খোলা আছে। কিন্তু কেন পরীক্ষা নেওয়া হল।''
West Bengal News Live Updates: চলন্ত ট্রেন থেকে ছবি তুলতে গিয়ে পড়ে গুরুতর জখম যাত্রী
চলন্ত ট্রেন থেকে ছবি তুলতে গিয়ে পড়ে গুরুতর জখম যাত্রী। কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে পড়ে গুরুতর জখম কলকাতার যুবক। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি শিলিগুড়ির একটি নার্সিংহোমে
WB News Live Updates: গরমে তীব্র জলসঙ্কট, বোরো ধান চাষ করতে গিয়ে মাথায় হাত পড়েছে ইটাহারের চাষিদের
গরমে তীব্র জলসঙ্কট। বোরো ধান চাষ করতে গিয়ে মাথায় হাত পড়েছে ইটাহারের চাষিদের। তাঁদের দাবি, প্রশাসনের কাছে বারবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। সমস্যার কথা মেনে নিয়েছেন খোদ ইটাহারের তৃণমূল বিধায়ক। এদিকে, তৃণমূলের বিরুদ্ধে পুকুর চুরির অভিযোগে সরব হয়েছে বিজেপি।
West Bengal News Live Updates: বীরভূমের কীর্ণাহারে রাস্তার ধার থেকে গাছ চুরির অভিযোগ
বীরভূমের কীর্ণাহারে রাস্তার ধার থেকে গাছ চুরির অভিযোগ। পুলিশি অভিযানে উদ্ধার হল বেশ কিছু গাছ। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতে চলছে গাছ চুরি। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, আইনমাফিক ব্যবস্থা নিয়েছে পুলিশ।
WB News Live Updates: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছে এক যুবক
বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই আত্মহত্যা করেছে এক যুবক। এই অভিযোগে, মঙ্গলকোটের এক গৃহবধূ ও তাঁর পরিবারকে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে মৃতের পরিজনদের বিরুদ্ধে। তার দু’দিনের মাথায় উদ্ধার হল গৃহবধূর ঝুলন্ত দেহ। তবে কি সেই অপমানেই আত্মহত্যা? উঠছে প্রশ্ন
West Bengal News Live Updates: বৃষ্টির স্বস্তির মধ্যেই এবার ‘অশনি’-সংকেত, রাজ্যে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি
বৃষ্টির স্বস্তির মধ্যেই এবার ‘অশনি’-সংকেত! রাজ্যে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। তা আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ ও রবিবারের মধ্যে ঘূর্ণিঝড় ‘অশনি’তে পরিণত হওয়ার সম্ভাবনা। আগামী মঙ্গলবার নাগাদ ঘুর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলের কাছে অবস্থান করবে।