West Bengal News Live Updates: পাঁচলায় বাস-লরি সংঘর্ষ, ৩জনের মৃত্যু, আহত ৩০
West Bengal Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে...
LIVE
Background
কলকাতা: আজ আদালতে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) পেশ। তার আগে সম্পত্তির হদিশ পেতে বোলপুরের (Bolpur) সাব রেজিস্ট্রি অফিসে সিবিআই (CBI)। অনুব্রত কন্যা এবং বিদ্যুত্বরণ গায়েনের নামে মিলেছে জমির দলিল, দাবি সিবিআইয়ের।
আসানসোলের CBI আদালতের বিচারককে হুমকি-চিঠি। জামিন না দিলে মাদক মামলায় ফাঁসানোর হুমকি। কিছু জানেন না, দাবি চিঠির প্রেরকের।
এবার নজরে মুরারইয়ের পাইকর পশু হাট। হদিশ পেল সিবিআই। ইলামবাজারের গরু এনে কেনাবেচার জাল চালান বানিয়ে এখান থেকেই বাংলাদেশে পাচারের অভিযোগ।
নজরে হাট মালিক তৃণমূলের ব্লক সভাপতি মন্টু মল্লিক (TMC)। দু’বার করা হয়েছে জিজ্ঞাসাবাদ। জাল চালানে মিলেছে আঙুলের ছাপও, দাবি সিবিআইয়ের চার্জশিটে।
তিলপাড়া ব্যারাজ সংস্কারের টেন্ডার পাশ করাতে কোটি কোটি টাকা ও গাড়ি ঘুষ নিয়েছিলেন অনুব্রত। অভিযোগ ২ ব্যবসায়ীর। অভিযোগের পর ভুগছেন নিরাপত্তাহীনতায়।
পুরুলিয়ায় দুধ, ধানবাদে ডাক পার্সেল লেখা কন্টেনার থেকে উদ্ধার গরু। পুলিশকে গরুপাচারের কৌশল খুঁজতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, পুরুলিয়া নিয়ে কটাক্ষ শুভেন্দুর। দায়িত্ব বিএসএফের, পাল্টা তৃণমূল।
সশরীরে নয়। এবার পার্থ-অর্পিতাকে জেল থেকে ভার্চুয়াল মাধ্যমে আদালতের শুনানিতে হাজির করতে হবে। নির্দেশ ব্যাঙ্কশাল কোর্টের ।
বারবার শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনায়, তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি। বিতর্কের মধ্যেই মারিশদা থানার ওসির বদলি পটাশপুর থানায়। তাঁর জায়গায়এলেন কাঁথি থানার এসআই।
দু’চারটে আসনে হারলে ভোটে গা জোয়ারি নয়। প্রার্থী নির্বাচনে গুরুত্ব পাবে স্বচ্ছ ভাবমূর্তি। শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর নিয়ে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে বার্তা অভিষেকের।
আইনি লড়াইয়ের পাশাপাশি বকেয়া DA-এর দাবিতে এবার রাস্তায় নেমে প্রতিবাদের হুঁশিয়ারি বিরোধী দলগুলির সরকারি কর্মচারী সংগঠনের। প্রয়োজনে ধর্মঘটের রাস্তায় যাওয়ার ভাবনা।
নিয়োগ দুর্নীতি মামলার মধ্যেই প্রাথমিকে নতুন সভাপতি। দায়িত্বে এলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পাল। পুরনো সদস্যদের বাদ দিয়ে তৈরি ১১ সদস্যের নতুন কমিটি।
West Bengal News Live Updates: ২ রিকশ চালকের মধ্যে বচসা, একজনের মৃত্যু
বেহালার সরশুনায় ২ রিকশ চালকের মধ্যে বচসা, একজনের মৃত্যু। বচসা চলাকালীন কাচ দিয়ে গলায় আঘাত, একজনের মৃত্যু। রিকশ চালককে খুনের অভিযোগে আরেক রিকশ চালক গ্রেফতার। গলা কাটা অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে নিজেই যায় আহত রবি দাস। রক্তাক্ত অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আক্রান্তের মৃত্যু। স্বাস্থ্য কেন্দ্রেই যাওয়ার পরে আক্রান্তের মৃত্যু, গ্রেফতার অভিযুক্ত।
West Bengal News Live: হাওড়ার পাঁচলায় বাস-লরি সংঘর্ষ, ৩জনের মৃত্যু, আহত ৩০
হাওড়ার পাঁচলায় বাস-লরি সংঘর্ষ, ৩জনের মৃত্যু, আহত ৩০। পাঁচলার ধুলোরবাধে বাস-লরির সংঘর্ষ, ২ চালক, ১ যাত্রীর মৃত্যু। মুচিপাড়া-করুণাময়ী রুটের বাসের সঙ্গে আমতা দিক দিয়ে আসা লরির সংঘর্ষ
West Bengal News Live Updates: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। গতকাল ২০০-র কোটায় থাকলেও আজ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩১৩ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৪০৭ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০, ৮০, ৭০৬ জন। উল্লেখ্য এই সময়পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। গতকাল যেই সংখ্যাটা ছিল ১। অর্থাৎ আজ মৃত্যুর সংখ্যাও বেড়েছে।
West Bengal News Live: নতুন ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ
নতুন ব্লক সভাপতির বিরুদ্ধে ক্ষোভ। কোচবিহারের তুফানগঞ্জে আজ একসঙ্গে পদত্যাগ করলেন তৃণমূলের ১২ জন বুথ সভাপতি। পদত্যাগ করেছেন শাসকদলের স্থানীয় ছাত্র, যুব ও মহিলা সংগঠনের একাধিক পদাধিকারী। আর এ নিয়েই শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির চাপানউতোর।
West Bengal News Live Updates: দিল্লিতে ক্রিকেট খেলতে গিয়ে বনগাঁর ক্রিকেটারের মৃত্যু
দিল্লিতে ক্রিকেট খেলতে গিয়ে বনগাঁর ক্রিকেটারের মৃত্যু। ‘১৯ অগাস্ট দিল্লিতে ম্যাচ চলাকালীন বুকে বল লেগে মৃত্যু’। ‘বুকে বল লাগার পরে সংজ্ঞাহীন হয়ে পড়ে হাবিব মণ্ডল’। ‘এর পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত বলে ঘোষণা’। বনগাঁর পেট্রাপোলের হাবিব মণ্ডলের মৃত্যু নিয়ে পরিবার সূত্রে খবর।