এক্সপ্লোর
Sourav On Sachin: শোয়েবের বলে ভেঙেছিল পাঁজর, তা নিয়েই ব্যাটিং! সচিনের অবিশ্বাস্য গল্প শোনালেন সৌরভ
India vs Pakistan: প্রবল প্রতিপক্ষ শোয়েবও সচিনকে নিয়ে মুগ্ধতার কথাই জানিয়েছেন বারবার। সচিনই তাঁর দেখা সেরা ব্যাটার, একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।

শোয়েব-সচিনের দ্বৈরথ ছিল ক্রিকেট বিশ্বের অন্যতম আলোচ্য। - শোয়েব আখতারের ফেসবুক
1/10

তাঁরা ক্রিকেট মাঠের দীর্ঘদিনের সতীর্থ, বন্ধু। সেই সৌরভ গঙ্গোপাধ্যায় এবার সচিন তেন্ডুলকরকে নিয়ে অজানা এক কাহিনি শোনালেন।
2/10

সৌরভ জানিয়েছেন, কীভাবে ভাঙা পাঁজর নিয়ে কাউকে কিছু বুঝতে না দিয়ে ব্যাটিং করেছিলেন সচিন। সেই কারণেই যে সচিন মহানদের দলে, জানিয়েছেন সৌরভ।
3/10

সৌরভ জানিয়েছেন, ভারত-পাকিস্তান ম্যাচ চলছিল। যে দ্বৈরথকে ক্রিকেটবিশ্বের সেরা আকর্ষণ মনে করা হয়।
4/10

সৌরভ জানিয়েছেন, তিনি সচিনের বড় ভক্ত। কারণ? একটি ঘটনার কথা বলেছেন সৌরভ।
5/10

সৌরভ জানিয়েছেন, শোয়েব আখতারের বল তীব্র গতিতে আছড়ে পড়েছিল সচিনের পাঁজরে। কিন্তু সচিন কোনও আওয়াজ করেননি। যন্ত্রণা বুঝতেই দেননি।
6/10

সেই আঘাতের পরেও সচিন ব্যাট করে যান। পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে রানও করেন।
7/10

পরের দিন সকালে দেখা যায়, সচিনের পাঁজর দু'জায়গায় ভেঙেছে। যা দেখে তাজ্জব হয়ে যান সৌরভও।
8/10

পাক ফাস্টবোলার শোয়েব আখতারকে বিশ্বের সর্বকালের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন পেসার বলা হয়। তাঁর বলের আঘাতে সচিনের পাঁজর টুকরো হয়ে গিয়েছিল।
9/10

কী করে সেই প্রবল আঘাত সামলে সারাদিন ধরে ব্যাটিং করে গিয়েছিলেন সচিন, তা আজও সৌরভের কাছে বিস্ময়। এ জন্যই সচিন মহান ক্রিকেটার, জানিয়েছেন সৌরভ।
10/10

প্রবল প্রতিপক্ষ শোয়েবও সচিনকে নিয়ে মুগ্ধতার কথাই জানিয়েছেন বারবার। সচিনই তাঁর দেখা সেরা ব্যাটার, একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। ছবি - পিটিআই, গেটি ইমেজেস ও শোয়েব আখতারের ফেসবুক
Published at : 20 Nov 2024 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
জ্যোতিষ
Advertisement
ট্রেন্ডিং
