WB Tab Scam: প্রকল্পের টাকা ঢোকানোর নামে ট্যাব-জালিয়াতি?এবার সামনে এল নতুন অভিযোগ
ABP ananda live: প্রকল্পের টাকা ঢোকানোর নামে ট্যাব-জালিয়াতি? ট্যাব কেলেঙ্কারিতে এবার সামনে এল নতুন অভিযোগ। মালদার ট্যাব কেলেঙ্কারিতে সোমবার উত্তর দিনাজপুর থেকে একজনকে গ্রেফতার করে হবিবপুর থানার পুলিশ।ধৃত সাবির আলম ইসলামপুরের বাসিন্দা। যদিও ধৃতের দাবি, মাটি কাটার টাকা জমা পড়ার করা বলে তাঁর কাছ থেকে অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছিল। পেশায় কৃষক সাবিরের বিরুদ্ধে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার অভিযোগ রয়েছে।
সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায়, দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটার উদ্ধার করল কলকাতা পুলিশ। বন্ডেল গেটের কাছে একটি গলি থেকে উদ্ধার হয়েছে স্কুটারটি। পুলিশ সূত্রে খবর, এই গলিতে স্কুটার রেখে রেল লাইন দিয়ে বালিগঞ্জের দিকে যেতে দেখা গেছে এক দুষ্কৃতীকে। CCTV-তে ধরা পড়েছে সেই দৃশ্য়।
স্কুটারে বসিয়েই অপারেশনে পাঠানো হয়েছিল শ্য়ুটারকে। কিন্তু, অপারেশন অসফল হওয়ায় কপালজোরে বেঁচে গেছেন কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। দু'হাত দূরে দাঁড়িয়ে আততায়ী আগ্নেয়াস্ত্র তাক করার পরও, গুলি বেরোয়নি। কসবায় হামলাকাণ্ডের ৪ দিনের মাথায় উদ্ধার হল সেই স্কুটার। মঙ্গলবার, বন্ডেল গেটের কাছে, ধর্মতলার রোডের একটা গলি থেকে মেরুন রঙের স্কুটারটি উদ্ধার করে, কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। হামলাকারী যুবরাজ ধরা পড়ে যাওয়ার পর যে ব্য়ক্তি এই স্কুটারে চেপে যাচ্ছিল, তার গতিবিধিও ধরা পড়েছে CCTV ফুটেজে।