West Bengal News Live Updates: মিড-ডে মিলে সাপের পর এবার ইঁদুর! উত্তেজনা বীরভূমের অঙ্গনওয়াড়িতে
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
LIVE
Background
১। চারটি পরীক্ষার নিয়োগে বেআইনিভাবে সাড়ে ৮ হাজার নিয়োগ। হাইকোর্টে হলফনামা জানাল এসএসসি (SSC Case)। ওএমআর, র্যাঙ্ক জাম্পিং থেকে প্যানেল, ছত্রে ছত্রে দুর্নীতির স্বীকারোক্তি। (Calcutta High Court)
২। এবার মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে চাকরি চেয়ে আন্দোলনে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা (Upper Primary Agitation)। রাস্তায় শুয়ে পড়ে বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের।
৩। এসএলএসটি চাকরিপ্রার্থীদের সঙ্গে দ্বিতীয় বৈঠকেও কাটল না জট। ডেডলাইন অস্বীকার শিক্ষামন্ত্রীর। নতুন করে আইনি জটিলতা না এলে নিয়োগের প্রস্তুতি শেষের চেষ্টা, জানালেন কুণাল। (SLST Agitation)
৪। ফেব্রুয়ারি কেন, সরকার চাইলে ১০ মিনিটেই নিয়োগ জট খুলতে পারে। যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের নিয়োগ বাতিল করুক রাজ্য: বিকাশরঞ্জন ভট্টাচার্য।
৫। লক্ষ টাকা নিয়ে নিয়োগে জটিলতা তৈরিতে মামলা, আবেগ নিয়ে খেলছেন একশ্রেণির আইনজীবী, আক্রমণ কুণালের (Kunal Ghosh)। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হোক, উকিল লাগবে না, পাল্টা বিকাশ।
৬। ফের হাইকোর্টে ধাক্কা রাজ্যের (Calcutta High Court)। নবান্নের সামনে থেকে সরকারি কর্মচারীদের সরানোর আবেদনে সাড়া দিল না ডিভিশন বেঞ্চ (Nabanna)। সময় কমিয়ে আজ বিকেল ৪টে পর্যন্ত ধর্নার অনুমতি।
৭। ধর্নার শুরু থেকেই পুলিশের সঙ্গে বচসা। স্লোগান, প্ল্যাকার্ড প্রদর্শনে বাধাদানের অভিযোগ। আন্দোলনকারীদের মঞ্চে বিকাশ ভট্টাচার্য।
৮। বিচারপতি সিন্হার স্বামীকে সিআইডি প্রায়ই ডেকে পাঠাচ্ছে কেন? মামলা কি এতই গুরুত্বপূর্ণ? সুপ্রিম কোর্টের সব নির্দেশ কি রাজ্য বা সিআইডি মানে? এজি-কে প্রশ্ন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।
৯। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে পুর নিয়োগে দুর্নীতি? একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাডমিন ছিল অয়ন শীল। সেখানেই পাঠানো হত চাকরিপ্রার্থীদের নামের তালিকা, দাবি ইডি-র।
১০। জগদ্দলে তৃণমূলকর্মী খুনে ফের অর্জুনকে আক্রমণ সোমনাথ শ্যামের। বললেন, পাপ্পু অর্জুনের ছায়াসঙ্গী। অর্জুনের নির্দেশ ছাড়া কাজ করে না। ভিকি যাদব খুনে জগদ্দলের বিধায়কের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ অর্জুন অনুগামীদের।
১১। বাংলার থেকে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি ভাল। কলকাতায় এসে বিনিয়োগকারীদের বার্তা উপ রাজ্যপালের। প্রাক্তন রাজ্যপালের থেকে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি জানুন, পাল্টা কুণাল।
Birbhum Midday Meal: মিড-ডে মিলে সাপের পর এবার ইঁদুর! উত্তেজনা বীরভূমের অঙ্গনওয়াড়িতে
মিড-ডে মিলে সাপের পর এবার ইঁদুর! পাওয়ার পর এবার বীরভূমের অঙ্গনওয়াড়িতে কেন্দ্রের খিচুড়িতে ইঁদুর। যখন পড়ুয়াদের খাবার দেওয়া শুরু হয় তখন দেখা যায় খিচুড়িতে মৃত ইঁদুর পড়ে আছে। যা ঘিরে চাঞ্চল্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার কুরুমগ্রাম মোহিত পাড়া একটি কেন্দ্রে । এই ঘটনায় এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়ে।
WB Live News Updates: কুলপিতে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগের তির কংগ্রেসের দিকে
কুলপিতে তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি, অভিযোগের তির কংগ্রেসের দিকে। বোমাবাজি ঘিরে গাজিপুর গ্রাম পঞ্চায়েতের ছামনাবুনি গ্রামে উত্তেজনা। গতকাল রাতে তৃণমূল কর্মী কুতুবউদ্দিন পাইকের বাড়ি লক্ষ্য করে বেশ কয়েকটি বোমা ছোড়ার অভিযোগ। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেন কুতুবউদ্দিন পাইক। কংগ্রেসের টিকিটে জয়ী প্রার্থীকে সঙ্গে নিয়ে ভোটের পরেই তৃণমূলে ফেরেন তিনি। শাসকদলের দাবি, সেই আক্রোশেই বোমা ছোড়ে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার কংগ্রেসের।
WB News Live Updates: করোনা-উদ্বেগের মধ্যেই রাজ্যে কালা জ্বরের প্রকোপ
করোনা-উদ্বেগের মধ্যেই রাজ্যে কালা জ্বরের প্রকোপ। বাড়ছে আক্রাম্তের সংখ্যা। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, গত অক্টোবরে কালা জ্বরে আক্রান্তের সংখ্যা ছিল ১০ জন। ডিসেম্বরে সেটা বেড়ে হয়েছে ১৪। কেন্দ্র-রাজ্য যখন কালা জ্বর নির্মূল করার পথে হাঁটছে, তখন বাংলায় কালা জ্বরে মৃত্যুর সংখ্যা উদ্বেগ বাড়াচ্ছে।
New Town News: দোকান উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র নিউটাউন, ব্যাপক উত্তেজনা
দোকান উচ্ছেদ ঘিরে রণক্ষেত্র নিউটাউন। নিউটাউন ঝিলপাড়ে দোকান উচ্ছেদ ঘিরে ব্যাপক উত্তেজনা। হিডকোর লোকজনকে মারধর করার অভিযোগ। উচ্ছেদ করতে এলে তাঁদের দোকানদাররা মারধর করেন বলে অভিযোগ। পাল্টা তাঁদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ দোকানদারদের। দোকান ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে নিউ টাউন থানার বিশাল পুলিশ বাহিনী।
Arjun Singh: ভিকি যাদব খুনে তুঙ্গে তরজা, সংঘাতে অর্জুন-সোমনাথ
ফের উত্তর ২৪ পরগনায় অর্জুন সিং বনাম সোমনাথ শ্যাম। সাংসদ-বিধায়কের তরজায় এবার ছবি সুপার ইম্পোজ করে বদনাম করার অভিযোগ উঠল। ভাটপাড়ায় ভিকি যাদবের খুনের ঘটনায় পলাতক অভিযুক্তের সঙ্গে অর্জুন-পুত্র ও ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের ছবি প্রকাশ্যে এনেছিলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। অর্জুনের দাবি, ওই ছবি সুপার ইম্পোজ করা হয়েছে। নৈহাটির এক যুবককে দিয়ে এই কাজ করানো হয়েছে বলে তাঁর অভিযোগ। পাশাপাশি, ভিকি যাদব হত্যাকাণ্ডে তাঁর ভাইপো গ্রেফতার পর, পুলিশের ভূমিকা নিয়ে সরব হয়েছেন ব্যারাকপুরের সাংসদ। তাঁর অভিযোগ, এলাকায় অসামাজিক কাজকর্ম চলছে। প্রকাশ্যেই চলছে সাট্টা-জুয়ার আসর। পুলিশ সব জেনেও কিছু করছে না বলে সাংসদের অভিযোগ। উনি অপরাধীদের গাড়িতে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তথ্য প্রমাণ দিয়ে অভিযোগ করুন, অর্জুনকে পাল্টা তোপ সোমনাথ শ্যামের।