Bangladesh Chaos:বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা।আতঙ্কে দিন কাটছে, বিভিন্ন কাজে ভারতে আসা বাংলাদেশিদের
ABP Ananda Live: বাংলাদেশ যেন তাঁদের কাছে আতঙ্কের আরেক নাম। ডাক্তারি পড়তে বাংলাদেশে গেছিলেন রায়গঞ্জের এক তরুণ। কার্যত প্রাণ হাতে করে ফিরে, আর সেদেশে যেতে চান না তিনি। আবার বাংলাদেশের মাদারিপুরের বাসিন্দা শ্যামলী সরকার এসেছেন নদীয়ার কল্যাণীতে। কিন্তু ফিরে গিয়ে কী পরিস্থিতির মুখোমুখি হতে হবে, সেই ভেবে আতঙ্কে ঘুম উড়েছে তাঁদের। এমনই আতঙ্কে দিন কাটছে, বিভিন্ন কাজে ভারতে আসা রামপদ দাস, মৌটুসি সাহাদেরও।
৫ অগাস্টের পর থেকে, বাংলাদেশে জেল ভেঙে পালানো শয়ে শয়ে বন্দি এখনও পলাতক। যা কপালে ভাঁজ ফেলেছে ভারতীয় গোয়েন্দাদের। জেল পালানো জঙ্গিরা ভারতে ঢুকে পড়েনি তো? ঢোকার ছক কষছে না তো? ভারতে ঢুকে নাশকতা বা জঙ্গি মডিউল তৈরির পরিকল্পনা নেই তো? আশঙ্কাটা বাড়ছে কারণ সম্প্রতি সেলিম মাতব্বর নামে এক বাংলাদেশি নাগরিককে কলকাতা থেকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে ভারতের ভুয়ো পাসপোর্ট....নদিয়া ও দিল্লির ঠিকানা দেওয়া দু-দুটো জাল আধার কার্ড উদ্ধার হয়। সম্প্রতি কর্ণাটকের চিত্রদূর্গ থেকে ৬ জন বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করে পুলিশ। সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢোকে তারা। তারপর কলকাতা থেকে জাল পরিচয়পত্র সংগ্রহ করে। সেখান থেকে কর্ণাটকে পৌঁছন।