(Source: Poll of Polls)
West Bengal News Live: মৃত্যুর পরেও শেষকৃত্য না করে শিশুর দেহ ঘরবন্দি করে শুরু হল প্রাথর্না, একরত্তির দেহ খুবলে খেল পিঁপড়ে
Get the latest West Bengal News and Live Updates: দেখে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে
LIVE
Background
রাষ্ট্রপতি ভোটেও বাংলায় ক্রস ভোট! ২৯১টি ভোটের মধ্যে শুভেন্দুর হিসেবের বাইরেও ১টি ভোট। ২২১টির বদলে ২১৬টি ভোট পেল তৃণমূল। (cross voting)
২২১টি ভোটের মধ্যে ২১৬টি তৃণমূলের, বাতিল ৪টি ভোট কাদের? যা বলেছিলাম, তাই হয়েছে, ট্যুইট শুভেন্দুর। খতিয়ে দেখবে দল, বললেন শান্তনু। (subhendu adhikari)
দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিরোধী শিবির থেকে ক্রস ভোটিংয়ের ঢল। বিরোধীদের ১০৪ জন বিধায়ক, ১৭ সাংসদের ভোট। (president)
ওড়িশার ময়ূরভঞ্জ থেকে রাইসিনা। দেশের পঞ্চদশতম রাষ্ট্রপতি হচ্ছেন দ্রৌপদী মুর্মু। বাসভবনে গিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী। অভিনন্দন সনিয়া-রাহুলের। (sonia gandhi)
ভয়-পক্ষপাত জয় করে রক্ষাকর্তা হোন সংবিধানের, হারের পর ট্যুইট যশবন্তের। মতভেদে জর্জরিত দেশ তাকিয়ে আপনার দিকে। দ্রৌপদীকে শুভেচ্ছা মমতার।(constitution)
উপ রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন করল না তৃণমূল। বিরোধী ঐক্য অটুট থাকার দাবি করেও কটাক্ষ অভিষেকের। (Margaret alva)
উপ রাষ্ট্রপতি ভোটে আলভাকে সমর্থন করছে না তৃণমূল। বিজেপির সঙ্গে আঁতাঁত ফের প্রমাণিত, আক্রমণে বিরোধীরা। (tmc)
একুশের মঞ্চ থেকে ২৪-এর লক্ষ্য বুঝিয়ে দিলেন মমতা। (21 july)
ধর্মতলার সমাবেশে মমতার তোপ, জবাব বিজেপির। চব্বিশের ভোটে মোদিই ফের ফিরবেন বলে দাবি। জিএসটি বৈঠকে তৃণমূলের ভূমিকা নিয়ে প্রশ্ন। (bjp)
WB News Live: অন্ধ বিশ্বাসের জের! মৃত্যুর পরেও শেষকৃত্য না করে শিশুর দেহ ঘরবন্দি করে শুরু হল প্রাথর্না, একরত্তির দেহ খুবলে খেল পিঁপড়ে
অন্ধ বিশ্বাসের জের! মৃত্যুর পরেও শেষকৃত্য না করে শিশুর দেহ ঘরবন্দি করে শুরু হল প্রাথর্না। একরত্তির দেহ খুবলে খেল পিঁপড়ে। মর্মান্তিক এই ঘটনার সাক্ষী পাথর প্রতিমার রাক্ষসখালি গ্রাম। দীক্ষাগুরুর বিরুদ্ধে ভুল বোঝানোর অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। এলাকায় সচেতনতামূলক প্রচার চালানোর আশ্বাস দিয়েছে বিজ্ঞান মঞ্চ।
WB News Live Updates: গরু পাচার মামলায় সায়গল হোসেনকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের CBI আদালত
ফের জামিনের আর্জি খারিজ। গরু পাচার মামলায় সায়গল হোসেনকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের CBI আদালত। অন্যদিকে কয়লা পাচারকাণ্ডে CBI-এর চার্জশিটে তৃণমূল নেতাদের নাম না থাকায়, দুর্গাপুরে বিক্ষোভ দেখাল CPM। তুঙ্গে রাজনৈতিক তরজা।
WB News Live: ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হচ্ছে টাকা, ইডি সূত্রে খবর
ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হচ্ছে টাকা, ইডি সূত্রে খবর। কলকাতা থেকে জেলায় দিকে দিকে ইডির তল্লাশি। উদ্ধার বিদেশি মুদ্রা, সোনা, গুরুত্বপূর্ণ নথি : ইডি। মিলেছে সন্দেহজনক সংস্থার হদিশ : ইডি।
WB News Live Updates: পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার ২০ কোটি টাকা, ইডি সূত্রে খবর
ইডির তল্লাশিতে উদ্ধার ২০ কোটি টাকা উদ্ধার : সূত্র। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার, ইডি সূত্রে খবর। উদ্ধার ২০টি মোবাইল ফোন, ইডি সূত্রে খবর। নিয়োগ দুর্নীতি তদন্তে উদ্ধার, ট্যুইট ইডির। স্কুল সার্ভিস কমিশন ও প্রাইমারি এডুকেশন বোর্ডের নিয়োগ-দুর্নীতি তদন্তে উদ্ধার।
WB News Live: বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় উদ্ধার সাড়ে ৪১ কেজি সোনা!
বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় উদ্ধার সাড়ে ৪১ কেজি সোনা! বনগাঁর গুনারমাঠে সাড়ে ৪১ কেজি সোনা উদ্ধার করল বিএসএফ। ইছামতীতে নৌকা করে পাচারের সময় উদ্ধার ২১ কোটি টাকার সোনা। বিএসএফের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ সোনা পাচারকারীদের। নৌকায় উদ্ধার ৩২১টি সোনার বিস্কুট, ৪টি সোনার বার, ১টি সোনার কয়েন। উদ্ধার সোনার বাজারমূল্য ২১ কোটি ২২ লক্ষ টাকা। বিএসএফের হাতে বাজেয়াপ্ত পাচারকারীদের মোবাইল ফোন।