West Bengal News LIVE Updates: প্রার্থী না হওয়ায় অর্জুন সিং বললেন, 'দল একবারও যদি আমাকে বলত আমি আসতাম না'
West Bengal LIVE News Updates Latest News: রাজ্য থেকে জেলার সব গুরুত্বপূর্ণ খবর দেখুন এক ক্লিকে...
LIVE
Background
কলকাতা: ব্রিগেডের জনগর্জন (Jonogorjon Sabha) সভা থেকেই তৃণমূলের (TMC) প্রার্থীতালিকা প্রকাশ। ৪২টি আসনেরই প্রার্থীতালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
West Bengal News LIVE Updates:চমক তৃণমূলের প্রার্থী তালিকায়
ব্রিগেডের 'জনসভা' থেকে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। শুধু এখানেই নয়, চমক রয়েছে তৃণমূলের প্রার্থী তালিকাতেও। হুগলিতে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্য়োপাধ্য়ায়। তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বিষ্ণুপুরে লড়াই প্রাক্তন স্বামী-স্ত্রী সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডলের।
WB News Live:মাত্র ১০ দিনেই উধাও শেখ শাহজাহানের ঔদ্ধত্য?
মাত্র ১০ দিনেই বদলে গেল ছবিটা। গ্রেফতারির দিন যে ঔদ্ধত্য চোখে পড়েছিল, রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশের সময় শেখ শাহজাহানের আচরণে তার সিকি ভাগও দেখা গেল না। এদিন, শেখ শাহজাহানকে ৪ দিনের CBI হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট মহকুমা আদালত।
West Bengal News LIVE Updates:ভোটের আগে চরমে তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ
ভোটের আগে চরমে তৃণমূল-বিজেপি বাগযুদ্ধ। এজেন্সিকে নিয়ে ভোট লুঠের চেষ্টা করছে বিজেপি। ব্রিগেডের জনগর্জন সভা থেকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা ন্যাজাটের সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। যদিও, এরমধ্য়ে নকল লড়াই দেখছে সিপিএম।
WB News Live:অধীর চৌধুরীর গড় বহরমপুরে চমক দিল তৃণমূল
অধীর চৌধুরীর গড় বহরমপুরে চমক দিল তৃণমূল। গুজরাতের বরোদার বাসিন্দা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি, অমিত শাহর পর দিদির প্রার্থীও আনছেন গুজরাত থেকে, কটাক্ষ করে বললেন অধীর চৌধুরী। ভবিষ্যতে হলিউড থেকে প্রার্থী আনা হবে, প্রতিক্রিয়া মহম্মদ সেলিমের। অন্যদিকে প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন প্রাক্তন কেকেআর তারকা ইউসুফ পাঠান।
West Bengal News LIVE Updates:বেলেঘাটার চাউলপট্টি রোডে আগুন
বেলেঘাটার চাউলপট্টি রোডে আগুন। আগুনে পুড়ে ছাই একটি বাড়ি। আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ৬টি ইঞ্জিন আগুন নেভাতে লড়াই চালাচ্ছে