WB News Live Update:নতুন বছরেই কলকাতা পুলিশের আওতায় আসছে ভাঙড়
West Bengal News Live:রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...
LIVE
Background
অভিমান? অসন্তোষ? আগামী ভোটে নিজেকে ডায়মন্ড হারবারেই (Diamond Harbour Constituency) সীমাবদ্ধ রাখতে চান অভিষেক (Abhishek Banerjee On General Election 2024)। থাকতে চান না দলের সাংগঠনিক দায়িত্ব বা নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে, খবর সূত্রের।
সামনে লোকসভা ভোট। বাংলায় ইস্যুভিত্তিক প্রচারে কবে নামবে বিজেপি? সোশাল মিডিয়ায় প্রশ্ন তুলে বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বকে প্রশ্নের মুখে দাঁড় করালেন তথাগত রায় (Tathagata Roy)।কটাক্ষ তৃণমূলের।
দায় এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাড়ে ঠেললেন অধীর। তৃণমূল নিজেদের সত্তা অধীরবাবুর মতো বিক্রি করে না, পাল্টা ফিরহাদ।
সুব্রত বক্সীর চেষ্টাতেও মিটল না অর্জুন সিং ও সোমনাথ শ্যামের দ্বন্দ্ব। তৃণমূলের রাজ্য সভাপতির ডাকে ব্যারাকপুরের সাংসদ এলেও, গরহাজির জগদ্দলের তৃণমূল বিধায়ক।
মোদির গ্যারান্টির ফলই রামমন্দির, অযোধ্যায় বার্তা প্রধানমন্ত্রীর। কালো টাকা বিদেশ থেকে ফিরেছে? বছরে ২ কোটির চাকরি হয়েছে? কোথায় সে গ্যারান্টি? কটাক্ষ বিরোধীদের।
শুধু রামলালা নয়, দেশের ৪ কোটি মানুষ মাথার উপর পাকা ছাদ পেয়েছে। রামমন্দির নির্মাণের সঙ্গে আবাস প্রকল্পকে জুড়লেন মোদি। দিলেন মন্দির উদ্বোধনের দিন দীপাবলি পালনের ডাক।
রামের নামে ভোট-রাজনীতি করছে বিজেপি, অভিযোগ অধীরের। রামকেই ভোটে প্রার্থী করতে পারেন মোদি, কটাক্ষ সঞ্জয় রাউতের। দেশে সম্প্রীতির ভিত মজবুত হোক, মন্তব্য ফারুকের।
আরও পড়ুন:কুয়াশা মেখেই সূর্যোদয়, বর্ষশেষের দিনে কেমন আবহাওয়া উত্তরবঙ্গে ?
:
WB News Live:সুব্রত বক্সী চাইলেও অর্জুনের সঙ্গে 'যুদ্ধবিরতি'তে নারাজ সোমনাথ-সুবোধ
সুব্রত বক্সী চাইলেও অর্জুনের সঙ্গে 'যুদ্ধবিরতি'তে নারাজ সোমনাথ-সুবোধ। জগদ্দলের সভা থেকে ফের ব্যারাকপুরের সাংসদকে 'ফাইল' হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের
WB News Live Update:বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে পড়ল পোস্টার
বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে পড়ল পোস্টার। 'বিধানসভা ও পঞ্চায়েত ভোটে বিজেপির খারাপ ফলের জন্য দায়ী সৌমিত্র খাঁ', বিষ্ণুপুর শহরে বিজেপির জেলা পার্টি অফিসের সামনেই পড়ল পোস্টার
WB News Live:বাংলার ভবিতব্য, বিকল্প রাজনীতি, বাংলায় বিকল্প রাজনীতি', কলকাতা থেকে কোচবিহার, সাতসকালে পোস্টার-রহস্যের মধ্যেই পোস্ট কৌস্তভ বাগচীর
'বাংলার ভবিতব্য, বিকল্প রাজনীতি, বাংলায় বিকল্প রাজনীতি', কলকাতা থেকে কোচবিহার, সাতসকালে পোস্টার-রহস্যের মধ্যেই পোস্ট কৌস্তভ বাগচীর
WB News Live Update:২০২৪-কে স্বাগত জানাতে তৈরি তিলোত্তমা। বছর শেষের আনন্দে মাতোয়ারা শহর থেকে শহরতলি।
অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তার পরই বিদায় নেবে ২০২৩। ২০২৪-কে স্বাগত জানাতে তৈরি তিলোত্তমা। বছর শেষের আনন্দে মাতোয়ারা শহর থেকে শহরতলি।
WB News Live:নতুন বছরেই কলকাতা পুলিশের আওতায় আসছে ভাঙড়
নতুন বছরেই কলকাতা পুলিশের আওতায় আসছে ভাঙড়। জানুয়ারির প্রথম সপ্তাহেই কলকাতা পুলিশের আওতায় আসছে ভাঙড়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে লালবাজার