WB News Live Update: করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, রাজ্যকে চিঠি
West Bengal Latest News: জেলা থেকে শহর গুরুত্বপূর্ণ সব খবর এক ঝলকে।
LIVE
Background
স্মোককাণ্ডের (Parliamnet Security Breach) জেরে আজও উত্তপ্ত লোকসভা ও রাজ্যসভা। বিরোধীদের তুমুল হইচই। দফায় দফায় অধিবেশন মুলতুবি।
এবার লোকসভায় সাসপেন্ড অধীর চৌধুরী (Adhir Chowdhury। লোকসভায় সাসপেন্ড তৃণমূলের একের পর এক সাংসদ। সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee), অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়। সাসপেন্ড তৃণমূলের সৌগত রায় (Saugata Roy), কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, অসিত মাল। সাসপেন্ড তৃণমূলের প্রতিমা মণ্ডল, সুনীল মণ্ডল। সাসপেন্ড কংগ্রেসের গৌরব গগৈ। অধীর-সহ মোট ৩৩ জন বিরোধী সাংসদ সাসপেন্ড।
সংসদের গেটের সামনে বিক্ষোভে সাসপেন্ডেড সাংসদরা। দেখা করে গেলেন সনিয়া (Sonia Gandhi)। গতকাল অধীরের চিঠির পর আজ ডেরেকের সাসপেনশন তুলতে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি খাড়গের।
স্মোককাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে, লোকসভায় জানালেন স্পিকার (LS Speaker)। বাংলা-সহ ৬ রাজ্যে তদন্তে দিল্লি পুলিশের স্পেশাল সেল। তদন্তে গড়া হয়েছে ৫০টি দল।
আগামীকাল বিরোধীদের ইন্ডিয়া (I.N.D.I.A) জোটের বৈঠক। তার আগে আজ দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। দলের রণকৌশল ঠিক করতে বার্তা দেবেন তৃণমূল নেত্রী, খবর সূত্রের।
গুরুতর অসুস্থ হয়ে পাকিস্তানের হাসপাতালে ভর্তি দাউদ ইব্রাহিম। বিষপ্রয়োগের জেরে অবস্থা সঙ্কটজনক, খবর পাক সংবাদমাধ্যম সূত্রে। পাকিস্তান জুড়ে সার্ভার ডাউন, খবর লুকোতে? উঠছে প্রশ্ন।
নন্দীগ্রামে (Nandigram) তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে বিজেপির বুথ সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে পথ অবরোধ বিজেপির। পরে বন্ধের ডাক। জোর করে দোকান বন্ধ করতে গেলে বচসা।
নবম-দশমে সুপারিশ-পত্র প্রত্যাহার নিয়ে এসএসসি-র অবস্থান সন্তোষজনক নয়, মন্তব্য হাইকোর্টের (High Court)। সব তথ্য কেন সামনে আনতে লজ্জা পাচ্ছেন? কিছু লুকোতে চাইছেন, মন্তব্য বিচারপতি বসাকের।
সুজয়কৃষ্ণ ভদ্রর মানসিক চাপ ও হৃদযন্ত্রে তার প্রভাব সম্পর্কে জানতে স্ট্রেস MPI টেস্ট করাতে চায় এসএসকেএম। জেল কর্তৃপক্ষকে চিঠি। করণীয় জানতে আদালতের দ্বারস্থ হচ্ছে জেল কর্তৃপক্ষ।
ইডেন গার্ডেন্সের কে ব্লকে উদ্ধার সিএবি-র গ্রাউন্ড স্টাফের ছেলের ঝুলন্ত দেহ। ইডেনে কাজ করতে চেয়ে ভদ্রক থেকে এসেছিলেন ওই তরুণ। কাজ না পেয়ে আত্মঘাতী, দাবি পরিবারের।
West Bengal News Live: নতুন কোভিড গাইডলাইন দিয়ে সব রাজ্যের স্বাস্থ্য সচিবদের চিঠি কেন্দ্রের
করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, রাজ্যকে চিঠি। নতুন গাইডলাইন দিয়ে সব রাজ্যের স্বাস্থ্য সচিবদের চিঠি। কেন্দ্রের গাইডলাইন ছাড়াও পরিস্থিতি নিয়ে কাল স্বাস্থ্যভবনে বৈঠক। সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট মেলেনি বলে দাবি। গত ২৪ ঘণ্টায় করোনার নতুন ভ্যারিয়েন্টে একজনের মৃত্যু হয়েছে কেরলে।
WB News Live Blog: তিন লক্ষ টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ
তিন লক্ষ টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করল ইংরেজ বাজার থানার পুলিশ। রবিবার রাতে মালদা শহরের রথবাড়ি ম্যাক্সি স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয় যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত যুবকের নাম, সাগুব শেখ ওরফে কালাম(৩০)। বাড়ি বৈষ্ণবনগর থানার যদুপুর এলাকায়। সোমবার সকালে ওই যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। তাকে আটক করে তল্লাশি চালালে তার হেফাজত থেকে উদ্ধার হয় তিন লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হওয়া নোটগুলি সবই ৫০০ টাকার নোট। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশি হেফাজতে রাখার আবেদন জানিয়ে সোমবার থেকে মালদা জেলা আদালতে তোলে ইংরেজবাজার থানার পুলিশ।
West Bengal News Live: করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, রাজ্যকে চিঠি
করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, রাজ্যকে চিঠি। নতুন গাইডলাইন দিয়ে সব রাজ্যের স্বাস্থ্য সচিবদের চিঠি। কেন্দ্রের গাইডলাইন ছাড়াও পরিস্থিতি নিয়ে কাল স্বাস্থ্যভবনে বৈঠক। সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে করোনার নতুন ভ্যারিয়েন্ট মেলেনি বলে দাবি।
WB News Live Blog: ২টি গাড়ির সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত ডানকুনি, পুলিশের সামনেই মার!
২টি গাড়ির সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত ডানকুনি, পুলিশের সামনেই মার! ডানকুনির কালীপুর মোড়ে একটি গাড়িকে আরেকটি গাড়ির ধাক্কা। 'শিশু-সহ ২জন আহত হওয়ার পরেই অন্য গাড়ির যাত্রীরা চড়াও'। আহতদের উদ্ধারের সময় স্থানীয়দের উদ্দেশ্যে কটূক্তি, হুমকি দেওয়ার অভিযোগ।
West Bengal News Live: তৃণমূল বনাম তৃণমূলের সংঘাতে রণক্ষেত্র হাওড়ার বাঁকড়া
তৃণমূল বনাম তৃণমূলের সংঘাতে রণক্ষেত্র হাওড়ার বাঁকড়া। গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান-ঘনিষ্ঠদের বিরুদ্ধে হামলার অভিযোগ। তৃণমূলেরই উপ প্রধানের অনুগামীদের উপর হামলার অভিযোগ। পঞ্চায়েতের উপ প্রধানের বাড়িতে ইটবৃষ্টি, গাড়ি ভাঙচুর। প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতের উপ প্রধানের নেতৃত্বে হাওড়া-আমতা রোড অবরোধ। একটি ক্লাবের ঘটনাকে ঘিরে গন্ডগোল, অভিযোগ উড়িয়ে দাবি প্রধানের।