West Bengal News Live Updates: ১০ দফা দাবিতে 'জীবন বাজি', দুর্যোগ মাথায় নিয়েই অনশন
WB News Live Updates: সব জেলার সমস্ত খবরের প্রতি মুহুর্তের আপডেট পেতে চোখ রাখুন।
LIVE
Background
হাইকোর্টে ফের জোর ধাক্কা রাজ্যের। রেড রোডে উৎসবের কার্নিভালের সময়ই, বিচারের দাবিতে রানি রাসমণি অ্যাভিনিউয়ে দ্রোহের কার্নিভাল। ধর্মতলায় মানববন্ধন।
পুলিশের জারি ১৬৩ নম্বর ধারা অসামঞ্জস্যপূর্ণ, মাত্রাতিরিক্ত, অযৌক্তিক। মৌলিক অধিকারে এধরনের নিয়ন্ত্রণ সৎ উদ্দেশ্যে হতে পারে না। কড়া মন্তব্য বিচারপতি রবি কৃষাণ কপূরের।
রাজ্যকে দেওয়া অসীম ক্ষমতার ব্যবহার করে দ্রোহের কার্নিভালের অনুমতি আটকানো যায় না। দমনপীড়নমূলক নীতি স্বেচ্ছাচারিতার রাস্তা খুলে দিতে পারে। মন্তব্য হাইকোর্টের।
খুলল শিকল, সরল লৌহকপাট। জয়ের শঙ্খধ্বনিতে দ্রোহের কার্নিভাল। যোগ দিলেন অপর্ণারা।
চিকিৎসক ধর্ষণ-খুনে বিচারের দাবিতে ফের রাজপথে জ্বলল মশাল। দলীয় পতাকা ছাড়াই পথে নামল বিজেপি। কলকাতা থেকে জেলা, প্রতিবাদের গর্জন।
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে দ্রোহের কার্নিভালের সঙ্গেই জুনিয়র ডাক্তারদের মানববন্ধনে নাগরিক সমাজ। বাধার অভিয়োগে ডিসি সেন্ট্রালকে ঘিরে বিক্ষোভ, পুলিশকে গো-ব্যাক।
প্রতীকী অনশনকারীর ব্যাজ পরে পুজো কার্নিভালের মেডিক্যাল ক্যাম্পে। আটক কলকাতা পুরসভার ডাক্তার। আন্দোলনকারীদের চাপের মুখে থানা থেকে ছাড়া পেয়েই গেলেন অনশনমঞ্চে।
রেড রোডে উৎসবের কার্নিভাল, গেলেন না সৌরভ। সকালেই যান মুম্বই, ফিরবেন আজ। প্রাক্তন ভারত অধিনায়কের অনুপস্থিতি ঘিরে জল্পনা।
অনিকেত, আলোক, অনুষ্টুপ, পুলস্ত্য, তনয়ার পর অসুস্থ আরও এক অনশনকারী জুনিয়র চিকিৎসক। উত্তরবঙ্গ মেডিক্যালে ভর্তি সৌভিক বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় অনশনে আরও ২জন।
১০দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎকরা। বিধানসভায় আলোচনার দাবি শুভেন্দুর।
হাসপাতাল থেকে থানা, সিভিক ভলান্টিয়ারকে কাজে না লাগানো নিয়ে কী পদক্ষেপ? রাজ্য সরকারের হলফনামা তলব সুপ্রিম কোর্টের। সঞ্জয় রায়ের নিয়োগ নিয়েও উঠল প্রশ্ন।
রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নিয়োগ, এটা একটা সুন্দর ব্যবস্থা। আর জি কর মামলার শুনানিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির।
অমিল ওষুধ, চিকিৎসা পরিষেবা না মেলার অভিযোগ। ধুনধুমার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। সুপারের অফিসে তাণ্ডব, চেয়ার ছুড়লেন রোগীর আত্মীয়রা। কোথায় নিরাপত্তা? ফের উঠল প্রশ্ন।
২দিন পরেও হল না ফরাক্কায় নিহত নাবালিকার দেহের ময়নাতদন্ত। মর্গের সামনে পরিবারের বিক্ষোভ। যোগ দিলেন ডিওয়াইএফআই কর্মীরাও।
উত্তরে সিতাই, মাদারিহাট থেকে দক্ষিণে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা। ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ২৩ নভেম্বর ফলপ্রকাশ।
WB News Live Updates: কৃষ্ণনগর ও পুরুলিয়ায় দুই তরুণীর দেহ উদ্ধার, মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি সুকান্তর
কৃষ্ণনগর ও পুরুলিয়ায় দুই তরুণীর দেহ উদ্ধার, মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি সুকান্তর
West Bengal News Live: ধর্মতলায় অনশনের ১২দিন, দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা
ধর্মতলায় অনশনের ১২দিন, দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা
WB News Live Updates: বাড়ি-ক্লাব থেকে মন্দির, বারোয়ারি থেকে ব্যক্তিগত, কোজাগরী লক্ষ্মীপুজোয় মাতল গোটা রাজ্য
বাড়ি-ক্লাব থেকে মন্দির, বারোয়ারি থেকে ব্যক্তিগত, কোজাগরী লক্ষ্মীপুজোয় মাতল গোটা রাজ্য। দেখুন লেক কালীবাড়ি আর মুদিয়ালি ক্লাবের ছবি।
West Bengal News Live: জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক
১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন। সূত্রের খবর, চলতি সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে ১০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী। প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
WB News Live Updates: আর জি কর-কাণ্ডের আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী?
আর জি কর-কাণ্ডের আন্দোলন কি এবার ব্রিগেড-মুখী?